ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে রাজ্যে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রকের - কলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ৷ তার পর বাহিনী মোতায়েনের বিষয়ে তৎপরতা শুরু করে রাজ্য নির্বাচন কমিশন ৷ এদিন রাতেই 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

Central Force
Central Force
author img

By

Published : Jun 20, 2023, 6:33 PM IST

Updated : Jun 21, 2023, 6:51 AM IST

কলকাতা, 20 জুন: হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বাহিনী ঠেকাতে কোনও আদালতেই গুরুত্ব পায়নি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ৷ মঙ্গলবার শীর্ষ আদালতের নির্দেশের পর স্পষ্ট হয়েছে যে এবার পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে কমিশনকে ৷ রাজ্যের প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই হিসেবেই কেন্দ্রের কাছে বাহিনী চাই রাজ্য নির্বাচন কমিশন । এক কোম্পানিতে 80 থেকে 90 জন মতো জওয়ান থাকেন।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হলেও স্পর্শকাতর ও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল যেসব জায়গা রয়েছে, সেই সব অঞ্চলের জন্য বাড়তি কোম্পানি চাওয়া হতে পারে । এছাড়াও স্ট্রং রুমের জন্যও কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের । তাই কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, তা নিয়ে দফায় দফায় বৈঠকের পর কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখে কমিশন ৷ কমিশনের আবেদন পেয়েই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সারা রাজ্যে মোট 22 কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে। এই মোট সংখ্যার মধ্যে 8 কোম্পানি বিএসএফ, 6 কোম্পানি সিআরপিএফ, 4 কোম্পানি এসএসবি এবং 4 কোম্পানি আইটিবিপি বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করবে আইজি বিএসএফ (কলকাতা) এস সি বুডাকোটি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন

প্রসঙ্গত, গত 13 জুন কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত মামলার রায় দেয় ৷ সেই রায়ের একটি অংশে উল্লেখ ছিল, রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ সেই বাহিনী মোতায়েনের খরচ রাজ্যকে বহন করতে হবে না ৷ কেন্দ্র বিনাখরচে ওই বাহিনী সরবরাহ করবে ৷ কিন্তু 15 জুন এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সেখানে তারা জানায়, কমিশন নির্দিষ্ট করে স্পর্শকাতর কোনও জায়গা চিহ্নিত করেনি ৷ তাই রায়ের ওই অংশের সংশোধনী প্রয়োজন ৷

ওই দিনই পঞ্চায়েত ভোট নিয়ে পালটা মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলার শুনানিতে উঠে আসে মনোনয়ন পর্বে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ৷ ফলে কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ সেদিনই সারা রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন তিনি ৷

সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন ও সরকার ৷ কিন্তু সেই আরজিও মঙ্গলবার খারিজ হয়েছে ৷ তার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৎপরতা শুরু করেছে কমিশন ৷

আরও পড়ুন: সুপ্রিম ধাক্কায় কমিশনের ঘাড়ে দায় ঠেলল তৃণমূল, বিরোধীরা গণতন্ত্রের জয় দেখছে

অন্যদিকে মঙ্গলবারই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ৷ কমিশন সূত্রে খবর, দুপুর 3টে পর্যন্ত প্রত্যাহারের মোট সংখ্যা দাঁড়িয়েছে 4871 । এর মধ্যে বিজেপি 1503, সিপিএম 1006, কংগ্রেস 383, ফরওয়ার্ড ব্লক 37, তৃণমূল 1107, নির্দল 670 ও অন্যান্য 161 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন ৷ এদিকে ভোট সংক্রান্ত গোলমালে গ্রেফতার করা হয়েছে 5130 জনকে ৷

কলকাতা, 20 জুন: হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় বাহিনী ঠেকাতে কোনও আদালতেই গুরুত্ব পায়নি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের যুক্তি ৷ মঙ্গলবার শীর্ষ আদালতের নির্দেশের পর স্পষ্ট হয়েছে যে এবার পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে কমিশনকে ৷ রাজ্যের প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এই হিসেবেই কেন্দ্রের কাছে বাহিনী চাই রাজ্য নির্বাচন কমিশন । এক কোম্পানিতে 80 থেকে 90 জন মতো জওয়ান থাকেন।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হলেও স্পর্শকাতর ও উত্তেজনাপ্রবণ এবং অতি সংবেদনশীল যেসব জায়গা রয়েছে, সেই সব অঞ্চলের জন্য বাড়তি কোম্পানি চাওয়া হতে পারে । এছাড়াও স্ট্রং রুমের জন্যও কেন্দ্রীয় বাহিনী রাখার ভাবনা রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের । তাই কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, তা নিয়ে দফায় দফায় বৈঠকের পর কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখে কমিশন ৷ কমিশনের আবেদন পেয়েই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রতি জেলায় 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সারা রাজ্যে মোট 22 কোম্পানি বাহিনী মোতায়ন করা হবে। এই মোট সংখ্যার মধ্যে 8 কোম্পানি বিএসএফ, 6 কোম্পানি সিআরপিএফ, 4 কোম্পানি এসএসবি এবং 4 কোম্পানি আইটিবিপি বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমস্ত ব্লু প্রিন্ট তৈরি করবে আইজি বিএসএফ (কলকাতা) এস সি বুডাকোটি ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে, খারিজ রাজ্যের আবেদন

প্রসঙ্গত, গত 13 জুন কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত মামলার রায় দেয় ৷ সেই রায়ের একটি অংশে উল্লেখ ছিল, রাজ্যের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ সেই বাহিনী মোতায়েনের খরচ রাজ্যকে বহন করতে হবে না ৷ কেন্দ্র বিনাখরচে ওই বাহিনী সরবরাহ করবে ৷ কিন্তু 15 জুন এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷ সেখানে তারা জানায়, কমিশন নির্দিষ্ট করে স্পর্শকাতর কোনও জায়গা চিহ্নিত করেনি ৷ তাই রায়ের ওই অংশের সংশোধনী প্রয়োজন ৷

ওই দিনই পঞ্চায়েত ভোট নিয়ে পালটা মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলার শুনানিতে উঠে আসে মনোনয়ন পর্বে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা ৷ ফলে কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ সেদিনই সারা রাজ্যে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন তিনি ৷

সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন ও সরকার ৷ কিন্তু সেই আরজিও মঙ্গলবার খারিজ হয়েছে ৷ তার পরই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৎপরতা শুরু করেছে কমিশন ৷

আরও পড়ুন: সুপ্রিম ধাক্কায় কমিশনের ঘাড়ে দায় ঠেলল তৃণমূল, বিরোধীরা গণতন্ত্রের জয় দেখছে

অন্যদিকে মঙ্গলবারই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল ৷ কমিশন সূত্রে খবর, দুপুর 3টে পর্যন্ত প্রত্যাহারের মোট সংখ্যা দাঁড়িয়েছে 4871 । এর মধ্যে বিজেপি 1503, সিপিএম 1006, কংগ্রেস 383, ফরওয়ার্ড ব্লক 37, তৃণমূল 1107, নির্দল 670 ও অন্যান্য 161 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন ৷ এদিকে ভোট সংক্রান্ত গোলমালে গ্রেফতার করা হয়েছে 5130 জনকে ৷

Last Updated : Jun 21, 2023, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.