ETV Bharat / state

West Bengal Corona update : রাজ্যে করোনা সংক্রমণ পাঁচ হাজারের ঘরে, কমল মৃত্যুও - LAST TWEENTY FOUR HOURS

করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ আজ আরও কিছুটা কমল সংক্রমণ ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ এদিকে বাড়ছে সুস্থতার হার ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 96.98 শতাংশ ৷ কলকাতাতেও উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণ ৷

West Bengal Corona update
রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু, কলকাতায় সংক্রমণ কমে 610
author img

By

Published : Jun 7, 2021, 9:13 PM IST

কলকাতা, 7 জুন : করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ আজ আরও কিছুটা কমল সংক্রমণ ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ এদিকে বাড়ছে সুস্থতার হার ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 96.98 শতাংশ ৷ কলকাতাতেও উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণ ৷

আরও পড়ুন:অগাস্টে ভারতের বাজারে আসছে সবচেয়ে সস্তা করোনার ভ্যাকসিন কোর্বেভ্যাকস

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 887 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 7 হাজার 2 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 103 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 107 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 14 হাজার 352 জন ৷ উত্তর 24 পরগনা, কলকাতায় কমছে আক্রান্তের সংখ্যা ৷ এদিন উত্তর 24 পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 181 জন ৷ মৃত্যু হয়েছে 32 জনের ৷ মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 610 জন ৷ মৃতের সংখ্যা 23 ৷

কলকাতা, 7 জুন : করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ আজ আরও কিছুটা কমল সংক্রমণ ৷ কমেছে মৃতের সংখ্যাও ৷ এদিকে বাড়ছে সুস্থতার হার ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 96.98 শতাংশ ৷ কলকাতাতেও উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণ ৷

আরও পড়ুন:অগাস্টে ভারতের বাজারে আসছে সবচেয়ে সস্তা করোনার ভ্যাকসিন কোর্বেভ্যাকস

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 887 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 7 হাজার 2 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 103 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 107 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 14 হাজার 352 জন ৷ উত্তর 24 পরগনা, কলকাতায় কমছে আক্রান্তের সংখ্যা ৷ এদিন উত্তর 24 পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 181 জন ৷ মৃত্যু হয়েছে 32 জনের ৷ মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 610 জন ৷ মৃতের সংখ্যা 23 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.