ETV Bharat / state

Corona in West Bengal : মৃত্যু কমলেও রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

দৈনিক সংক্রমণ বাড়লেও সামান্য কমল মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের ৷ যা আগের দিনের তুলনায় তিনজন কম ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷

Corona in West Bengal
Corona in West Bengal
author img

By

Published : Nov 7, 2021, 8:05 PM IST

কলকাতা, 7 নভেম্বর : ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 723 জন ৷ আগের দিন যা ছিল 670 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 205 জন, উত্তর 24 পরগনায় 146 জন ৷ আগের দিন অর্থাৎ শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল 181 জন ৷

তবে গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের ৷ যা আগের দিনের তুলনায় তিনজন কম ৷ গত 24 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় 2 জন করে, উত্তর 24 পরগনায় 4 জন এবং হাওড়া, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে 1 জন করে মারা গিয়েছেন ৷

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 98 হাজার 488 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 774 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 71 হাজার 295 জন ৷ এখনও রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7 হাজার 967 জন ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 226 জনের ৷ এদিন 30 হাজার 124 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 94 লাখ 69 হাজার 502 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 28 হাজার 920 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 27 হাজার 613 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 81 লাখ 92 হাজার 901 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2 কোটি 25 লাখ 7 হাজার 148 জন ৷

আরও পড়ুন : Corona in India : গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সামান্য কমলেও বেড়েছে মৃত্যু

কলকাতা, 7 নভেম্বর : ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 723 জন ৷ আগের দিন যা ছিল 670 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 205 জন, উত্তর 24 পরগনায় 146 জন ৷ আগের দিন অর্থাৎ শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল 181 জন ৷

তবে গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের ৷ যা আগের দিনের তুলনায় তিনজন কম ৷ গত 24 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় 2 জন করে, উত্তর 24 পরগনায় 4 জন এবং হাওড়া, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে 1 জন করে মারা গিয়েছেন ৷

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 98 হাজার 488 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 774 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 71 হাজার 295 জন ৷ এখনও রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7 হাজার 967 জন ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 226 জনের ৷ এদিন 30 হাজার 124 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 94 লাখ 69 হাজার 502 ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 28 হাজার 920 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 27 হাজার 613 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 81 লাখ 92 হাজার 901 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2 কোটি 25 লাখ 7 হাজার 148 জন ৷

আরও পড়ুন : Corona in India : গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সামান্য কমলেও বেড়েছে মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.