ETV Bharat / state

Corona Update in Bengal : চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত 641, সংক্রমণের হার কমে 2 শতাংশের ঘরে - Died of Corona in Bengal

করোনা আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 10 জনের ৷ কলকাতায় মৃত্যু হয়েছে 7 জনের (7 Died of Corona in Kolkata) ৷ জলপাইগুড়িতে 4 জনের মৃত্যু হয়েছে ৷ পশ্চিম বর্ধমানেও 4 জন প্রাণ হারিয়েছেন ৷ দার্জিলিংয়ে মারা গিয়েছেন 2 জন ৷ আলিপুরদুয়ার ও বাঁকুড়ায় 1 জন করে করোনার বলি হয়েছেন ৷

west bengal corona news
সংক্রমণের হার কমে 2 শতাংশের ঘরে
author img

By

Published : Feb 7, 2022, 8:23 PM IST

Updated : Feb 7, 2022, 9:02 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : রাজ্যে করোনার তৃতীয় ঢেউ কমে আসার ইঙ্গিত আগেই মিলেছিল ৷ গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে কমছিল রাজ্যের করোনা গ্রাফ ৷ এবার তা আরও নিম্নমুখী৷ আশা জাগিয়ে রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ও সংক্রমণের হার ৷

সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 641 জন ৷ আগের দিন যা ছিল 835 জন ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 2.59 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এরাজ্যে মৃত্যু হয়েছে 29 জনের (Died of Corona in Bengal) ৷ যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 852 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 6 হাজার 573 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 742 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 68 হাজার 797 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 16 হাজার 864 জন ৷

আরও পড়ুন : লাখের নিচে সংক্রমণ, কমল সক্রিয় আক্রান্তের সংখ্যাও

রাজ্যে নতুন নমুনা পরীক্ষা হয়েছে সংখ্যা 24 হাজার 786 জনের৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 35 লাখ 10 হাজার 875 ৷

ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে আরও 1 হাজার 415 জনকে ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 16 হাজার 623 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 3 হাজার 608 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 91 লাখ 83 হাজার 352 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 19 লাখ 97 হাজার 518 জন ৷ বুস্টার ডোজ পেয়েছেন 10 লাখ 97 হাজার 698 জন ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি : রাজ্যে করোনার তৃতীয় ঢেউ কমে আসার ইঙ্গিত আগেই মিলেছিল ৷ গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে কমছিল রাজ্যের করোনা গ্রাফ ৷ এবার তা আরও নিম্নমুখী৷ আশা জাগিয়ে রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা ও সংক্রমণের হার ৷

সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 641 জন ৷ আগের দিন যা ছিল 835 জন ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 2.59 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এরাজ্যে মৃত্যু হয়েছে 29 জনের (Died of Corona in Bengal) ৷ যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 852 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 6 হাজার 573 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 1 হাজার 742 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 68 হাজার 797 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 16 হাজার 864 জন ৷

আরও পড়ুন : লাখের নিচে সংক্রমণ, কমল সক্রিয় আক্রান্তের সংখ্যাও

রাজ্যে নতুন নমুনা পরীক্ষা হয়েছে সংখ্যা 24 হাজার 786 জনের৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 35 লাখ 10 হাজার 875 ৷

ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে আরও 1 হাজার 415 জনকে ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 16 হাজার 623 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 3 হাজার 608 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 91 লাখ 83 হাজার 352 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 19 লাখ 97 হাজার 518 জন ৷ বুস্টার ডোজ পেয়েছেন 10 লাখ 97 হাজার 698 জন ৷

Last Updated : Feb 7, 2022, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.