কলকাতা, 15 অক্টোবর : রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ৷ শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 451 জন ৷ আগের দিন যা ছিল 530 ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 127 জন, উত্তর চব্বিশ পরগনায় 84 জন ৷
গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 10 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 79 হাজার 463 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 506 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 52 হাজার 997 জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 513 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 953 জনের ৷
আগের দিনের থেকে নমুনা পরীক্ষাও অনেকটা কম হয়েছে ৷ গতকালের তুলনায় আজ তিন হাজার বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল 18 হাজার 118 জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ আজ 21 হাজার 217 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 86 লাখ 31 হাজার 17 ৷
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 40 হাজার 763 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 9 হাজার 848 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 4 কোটি 74 লাখ 19 হাজার 677 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 80 লাখ 90 হাজার 574 জন ৷
আরও পড়ুন : Corona in India : উৎসবের মরশুমে স্বস্তির খবর, দৈনিক সংক্রমণ কমে 16 হাজারে