কলকাতা, 19 জুন : ফের বাড়ল রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 362 জন (West Bengal Registers 362 New COVID Cases In Last 24 Hours)৷ আগের দিন যা ছিল 288 ৷ প্রায় চারমাস পর নতুন করে রাজ্যে 300-র গণ্ডি পেরোল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৷
রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য দেওয়া হয়েছে ৷ এদিন রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 3.50 শতাংশ ৷ আগের দিন যা ছিল 2.42 শতাংশ (Corona Positivity Rate in Bengal) ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : Vaccine for Cervical Cancer: জরায়ুর ক্যানসারের ভ্যাকসিনের সঠিক ব্যবহার হবে কি, প্রশ্ন চিকিৎসকদের
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 208 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 21 হাজার 917 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 73 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 98 হাজার 796 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 10 হাজার 337 জনের ৷
রবিবার 66 হাজার 135 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 25 লাখ 45 হাজার 15 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 31 লাখ 18 হাজার 349 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 33 লাখ 20 হাজার 353 জন ৷
আরও পড়ুন : Corona Update in India : সামান্য কমে 24 ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় 13 হাজার