কলকাতা, 26 ফেব্রুয়ারি : সংক্রমণের পাশাপাশি রাজ্যে নিম্নমুখী করোনায় মৃত্যুর হার । গত চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মাত্র ৩ জনের । সংক্রামিতের সংখ্যাও আড়াইশোর নিচে । শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 236 ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 260 ৷ বর্তমানে বাংলায় দৈনিক সংক্রমণের হার 0.82 শতাংশ (Corona Update in Bengal) ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 3 জনের ৷ আগের দিনের চেয়ে 1 জন কম ৷ তার মধ্যে কলকাতা, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে একজন করে প্রাণ হারিয়েছেন । এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 21 হাজার 172 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 20 লাখ 14 হাজার 803 জন ৷ একদিনে সুস্থ হয়েছেন 269 জন ৷ এই নিয়ে রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন 19 লাখ 91 হাজার 679 জন ৷
তবে বর্তমানে রাজ্যে নমুনা পরীক্ষার হার অনেকটাই কম ৷ আজ 28 হাজার 658 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত 2 কোটি 41 লাখ 67 হাজার 221 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকা পেয়েছেন 2 লাখ 69 হাজার 684 জন ৷ তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 19 হাজার 737 জন ৷ দ্বিতীয় ডোজ প্রাপকদের সংখ্যা 2 লাখ 37 হাজার 083 ৷ বুস্টার ডোজ পেয়েছেন 16 লাখ 05 হাজার 370 জন ৷