কলকাতা, 16 জানুয়ারি : রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণ ৷ কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা নেমেছে 15 হাজারের নিচে ৷ রবিবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 938 জন ৷ মৃত্যু হয়েছে 36 জনের ৷ সংক্রমণের হার কমে হয়েছে 27.73 শতাংশ (Corona Update in Bengal) ৷ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলকাতায় ৷ গত 24 ঘণ্টায় মহানগরীতে 3,893 জন আক্রান্ত হয়েছেন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা (2,565) ৷
তৃতীয় ঢেউয়ে রাজ্যে এখনও পর্যন্ত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্য হয়েছে গতকাল ৷ করোনার তৃতীয় ঢেউয়ে একদিনে 39 জনের মৃত্যু হয় ৷ আজ মৃত্যু কমে হয়েছে 36 ৷ তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ এরপর রয়েছে উত্তর 24 পরগনা (5) ৷ হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় মৃত্যু হয়েছে যথাক্রমে 4 এবং 3 জনের ৷
রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 18 লাখ 97 হাজার 699 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 9 হাজার 973 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 17 লাখ 17 হাজার 306 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 লক্ষ 60 হাজার 305 জন ৷ আজ 53 হাজার 876 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 23 লাখ 27 হাজার 098 জন ৷
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লক্ষ 60 হাজার 381 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4 লক্ষ 08 হাজার 706 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন 2 লক্ষ 46 হাজার 636 জন ৷