ETV Bharat / state

West Bengal Corona Cases : রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে 14 - WEST BENGAL

বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 81 এবং উত্তর 24 পরগনায় 114 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র 1 জন ৷

West Bengal Corona Update
রাজ্যে অনেকটাই বাড়ল সংক্রমণ, মৃত্যু বেড়ে 14
author img

By

Published : Jul 28, 2021, 8:41 PM IST

কলকাতা, 28 জুলাই : রাজ্যে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 815 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 662 । একইসঙ্গে বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 14 জনের । গতকাল সংখ্যাটা ছিল 10 । রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 25 হাজার 773 জন । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 109 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 811 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.81 শতাংশ । বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 81 এবং উত্তর 24 পরগনায় 114 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র 1 জন ৷

আরও পড়ুন: দেশে ফের 40 হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

সংক্রমণ কমায় গত 1 জুলাই থেকে রাজ্যে কিছুটা শিথিল করা হয় কড়া বিধিনিষেধ ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে চালু করা হয় গণপরিবহণ ৷ বাড়ানো হয় বাজার-দোকান খোলার সময় ৷ চালু করা হয় পর্যটনকেন্দ্রগুলিও ৷ তবে সংক্রমণ বাড়ার বিষয়টি চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের ৷

কলকাতা, 28 জুলাই : রাজ্যে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 815 জন । গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যাটা ছিল 662 । একইসঙ্গে বাড়ল মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 14 জনের । গতকাল সংখ্যাটা ছিল 10 । রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 25 হাজার 773 জন । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 109 জনের । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশ ।

এদিকে গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 811 জন । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 1.81 শতাংশ । বুধবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় গত 24 ঘণ্টায় সংক্রমিত 81 এবং উত্তর 24 পরগনায় 114 জন । জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে মালদায় ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন মাত্র 1 জন ৷

আরও পড়ুন: দেশে ফের 40 হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

সংক্রমণ কমায় গত 1 জুলাই থেকে রাজ্যে কিছুটা শিথিল করা হয় কড়া বিধিনিষেধ ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে চালু করা হয় গণপরিবহণ ৷ বাড়ানো হয় বাজার-দোকান খোলার সময় ৷ চালু করা হয় পর্যটনকেন্দ্রগুলিও ৷ তবে সংক্রমণ বাড়ার বিষয়টি চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.