ETV Bharat / state

রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 হাজারের গণ্ডি, মৃত 112 - করোনা আপডেট

রাজ্যে বর্তমানে করোনায় সুস্থতার হার 85.73 শতাংশ ৷

COVID Tracker
COVID Tracker
author img

By

Published : May 7, 2021, 10:12 PM IST

কলকাতা, 7 মে : রাজ্য়ের করোনার উর্ধ্বমুখী সংক্রমণ দেখে আজই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের করোনা পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর উদ্বেগকে সত্যি করে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 হাজারের গণ্ডি ৷ গত কয়েকদিনের ট্রেন্ড বজায় রেখে মৃতের সংখ্যাও রইল একশোর উপরে ৷

লকডাউন ঘোষণা না করলেও তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসে করোনা নিয়ন্ত্রণে একাধিক নিয়ম চালু করেছেন মমতা বন্দ্য়েপাধ্যায় ৷ বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন ৷ 50 শতাংশ চলছে বাস ৷ দোকান-বাজার খোলা নিয়েও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা ৷ তার মধ্যেই গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে 19 হাজার 216 জন করোনায় আক্রান্ত হলেন ৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 লাখ 54 হাজার 282 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 24 হাজার 98 জন ৷

কলকাতায় 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 915 জন ৷ মৃত্য়ু হয়েছে 28 জনের ৷ রাজ্যে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন উত্তর 24 পরগনা জেলায় ৷ একদিনে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 957 জন ৷ মৃতের সংখ্যা 33 ৷

আরও পড়ুন : আগামী 15 দিন বাড়বে করোনা সংক্রমণ, সাবধানে থাকুন: মমতা

একদিনে মৃতের সংখ্যা 112 ৷ এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 12 হাজারের গণ্ডি অতিক্রম করল ৷ রাজ্যে মোট মৃত্যু হয়েছে 12 হাজার 76 জনের ৷ আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় 17 হাজার 780 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ রাজ্যে বর্তমানে করোনায় সুস্থতার হার 85.73 শতাংশ ৷ উদ্বেগের মধ্যেও যা আশার আলো দেখাচ্ছে ৷

কলকাতা, 7 মে : রাজ্য়ের করোনার উর্ধ্বমুখী সংক্রমণ দেখে আজই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের করোনা পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর উদ্বেগকে সত্যি করে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 হাজারের গণ্ডি ৷ গত কয়েকদিনের ট্রেন্ড বজায় রেখে মৃতের সংখ্যাও রইল একশোর উপরে ৷

লকডাউন ঘোষণা না করলেও তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসে করোনা নিয়ন্ত্রণে একাধিক নিয়ম চালু করেছেন মমতা বন্দ্য়েপাধ্যায় ৷ বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন ৷ 50 শতাংশ চলছে বাস ৷ দোকান-বাজার খোলা নিয়েও বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা ৷ তার মধ্যেই গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে 19 হাজার 216 জন করোনায় আক্রান্ত হলেন ৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 লাখ 54 হাজার 282 জন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 24 হাজার 98 জন ৷

কলকাতায় 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 915 জন ৷ মৃত্য়ু হয়েছে 28 জনের ৷ রাজ্যে সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন উত্তর 24 পরগনা জেলায় ৷ একদিনে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 957 জন ৷ মৃতের সংখ্যা 33 ৷

আরও পড়ুন : আগামী 15 দিন বাড়বে করোনা সংক্রমণ, সাবধানে থাকুন: মমতা

একদিনে মৃতের সংখ্যা 112 ৷ এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা 12 হাজারের গণ্ডি অতিক্রম করল ৷ রাজ্যে মোট মৃত্যু হয়েছে 12 হাজার 76 জনের ৷ আক্রান্তের পাশাপাশি বাড়ছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় 17 হাজার 780 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ রাজ্যে বর্তমানে করোনায় সুস্থতার হার 85.73 শতাংশ ৷ উদ্বেগের মধ্যেও যা আশার আলো দেখাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.