ETV Bharat / state

চ্যালেঞ্জ 6 জেলা, যশের ধাক্কা সামলাতে কোমর বাঁধছে বিদ্যুৎ দফতর - updated news of yaas

যশ মোকাবিলায় বদ্ধপরিকর মন্ত্রী অরূপ বিশ্বাস । বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা করতে নিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷

Aroop Biswas
Aroop Biswas
author img

By

Published : May 22, 2021, 7:33 AM IST

কলকাতা , 22 মে : যশ মোকাবিলায় বদ্ধপরিকর মন্ত্রী অরূপ বিশ্বাস । আমফানের ধ্বংসলীলা থেকে অভিজ্ঞতা নিয়ে এবার আগেভাগেই ময়দানে নেমে পরলেন তিনি ৷

আমফানের পর গোটা রাজ্যে যেভাবে বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছিল, তার পুনরাবৃত্তি করতে নারাজ নয়া বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ।

বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা করতে যে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে , দেখে নিন :

  • সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি-এই 6 টি জেলা । তাই এই ছ'টি জেলায় তিনটি হাই টেনশন গ্যাং এবং তিনটি লো টেনশন গ্যাং-কে তৈরি রাখা হয়েছে । এর সাহায্যে দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হবে ।
  • বাতিল করা হয়েছে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ছুটি ৷
  • অন্ততপক্ষে 6 থেকে 7 জন বিদ্যুৎকর্মীকে 24 ঘণ্টা সজাগ থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট ছ'টি জেলায় ৷

আরও পড়ুন : রাজ্যসভার টিকিটেই কি শোভন-ঋণ মেটাবেন মমতা ?

  • 25 মে থেকে 24 ঘণ্টার জন্য চালু হবে করা হবে দু'টি কন্ট্রোল রুম ৷ কন্ট্রোল রুম দু'টির নাম্বার: ৮৯০০৭৯৩৫০৩ /৮৯০০৭৯৩৫০৪ ।
  • সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ছাড়াও, ওই দফতরের সচিবরা 25 তারিখ থেকে দু'দিন ধরে থেকে গোটা বিষয়টি দেখাশোনা করবেন ।
  • ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কথা মাথায় রেখে আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছে 1805 টি ইলেকট্রিক পোল, 255 কিলোমিটার তার এবং 450 ট্রান্সফর্মার ৷
  • আজ থেকেই বাতিল করা হয়েছে বিদ্যুৎ দফতর কর্মীদের ছুটি ।

শুক্রবার এবিষয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন অরূপ বিশ্বাস ৷ ঠিক হয়েছে বিদ্যুৎ দফতর, সিইএসসি, পুলিশ এবং পৌরসভা যৌথভাবে যশ মোকাবিলায় কাজ করবে ৷

কলকাতা , 22 মে : যশ মোকাবিলায় বদ্ধপরিকর মন্ত্রী অরূপ বিশ্বাস । আমফানের ধ্বংসলীলা থেকে অভিজ্ঞতা নিয়ে এবার আগেভাগেই ময়দানে নেমে পরলেন তিনি ৷

আমফানের পর গোটা রাজ্যে যেভাবে বিদ্যুৎ বিপর্যয় নেমে এসেছিল, তার পুনরাবৃত্তি করতে নারাজ নয়া বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ।

বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা করতে যে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে , দেখে নিন :

  • সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলি-এই 6 টি জেলা । তাই এই ছ'টি জেলায় তিনটি হাই টেনশন গ্যাং এবং তিনটি লো টেনশন গ্যাং-কে তৈরি রাখা হয়েছে । এর সাহায্যে দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হবে ।
  • বাতিল করা হয়েছে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ছুটি ৷
  • অন্ততপক্ষে 6 থেকে 7 জন বিদ্যুৎকর্মীকে 24 ঘণ্টা সজাগ থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট ছ'টি জেলায় ৷

আরও পড়ুন : রাজ্যসভার টিকিটেই কি শোভন-ঋণ মেটাবেন মমতা ?

  • 25 মে থেকে 24 ঘণ্টার জন্য চালু হবে করা হবে দু'টি কন্ট্রোল রুম ৷ কন্ট্রোল রুম দু'টির নাম্বার: ৮৯০০৭৯৩৫০৩ /৮৯০০৭৯৩৫০৪ ।
  • সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ছাড়াও, ওই দফতরের সচিবরা 25 তারিখ থেকে দু'দিন ধরে থেকে গোটা বিষয়টি দেখাশোনা করবেন ।
  • ক্ষতিগ্রস্ত এলাকাগুলির কথা মাথায় রেখে আগে থেকেই ব্যবস্থা করে রাখা হয়েছে 1805 টি ইলেকট্রিক পোল, 255 কিলোমিটার তার এবং 450 ট্রান্সফর্মার ৷
  • আজ থেকেই বাতিল করা হয়েছে বিদ্যুৎ দফতর কর্মীদের ছুটি ।

শুক্রবার এবিষয়ে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এবং সিএসসি কর্তাদের সঙ্গে বৈঠক করেন অরূপ বিশ্বাস ৷ ঠিক হয়েছে বিদ্যুৎ দফতর, সিইএসসি, পুলিশ এবং পৌরসভা যৌথভাবে যশ মোকাবিলায় কাজ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.