ETV Bharat / state

দেশজোড়া ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা, চালু থাকবে পিএমজিকেএওয়াই পরিষেবা - West Bengal MR Dealers Association

Ration Dealers Strike: দেশজোড়া ধর্মঘটে অংশগ্রহণ করছেন না বাংলার রেশন ডিলার-রা ৷ চালু থাকবে পিএমজিকেএওয়াই পরিষেবা ৷ চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যের রেশন সামগ্রী চালু করার বিষয়টি ঘোষণা করেছিলেন ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গ এমআর ডিলার রেশন অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 1:42 PM IST

ভারতব্যাপী রেশন ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা

কলকাতা, 28 নভেম্বর: নানা দাবিদাওয়া পূরণে আগামী পয়লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালীন রেশন পরিষেবা বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন ৷ কিন্তু সেই ধর্মঘটে অংশগ্রহণ করছেন না রাজ্যের 80 শতাংশেরও বেশি রেশন ডিলাররা ৷ বরং, বাংলার সাধারণ মানুষের স্বার্থে পয়লা জানুয়ারি থেকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে রেশন দোকান খোলা রাখা হবে ৷ গ্রাহক পরিষেবায় বরাদ্দকৃত রেশন সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন এই রেশন ডিলাররা ৷

তাঁদের যুক্তি, সর্বভারতীয় রেশন ডিলার সংগঠন যে দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ রেশন ডিলারদের ক্ষেত্রে তা পূরণ হয়েছে ৷ তবে এরপরেও যে দাবি-দাওয়াগুলি রয়েছে, সেগুলি ইতিমধ্যে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে জানানো হয়েছে ৷

এদিকে, গত 23 নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তাতে জানানো হয়েছে, ডিসেম্বরের পর থেকেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ চালু থাকবে ৷ পরেবর্তী নোটিফিকেশন না-দেওয়া পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে ৷

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যের রেশন সামগ্রী চালু করার বিষয়টি ঘোষণা করেছিলেন ৷ এই দুই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর বলেন, "রাজ্যের কুড়ি হাজারেরও বেশি রেশন ডিলারদের মধ্যে 18 হাজার 765 জন আমাদের সংগঠনে আছেন ৷ বাকি 1 হাজার 500-2 হাজার রেশন ডিলার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তাঁরা অনির্দিষ্টকালের জন্য সারা ভারতব্যাপী রেশন দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন ৷ তবে আমরা ওই ধর্মঘটে অংশগ্রহণ করছি না ৷"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে টাকা রেশন ডিলারদের প্রাপ্য, তা আমাদের সংগঠনের সদস্যরা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন ৷ ফলে আমরা ধর্মঘটে অংশগ্রহণ করছি না ৷ এর বাইরে যে দাবি দেওয়া আছে তাই ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছে ৷ একইভাবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নতুন নোটিফিকেশন হয়েছে সেই বরাদ্দকৃত রেশন সামগ্রী ও আমরা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেব, রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে ৷"

আরও পড়ুন:

  1. ভুয়ো রেশন কার্ডে ছয়লাপ, চলতি বছরে মালদায় বাতিল 13 হাজার
  2. দুর্নীতি মুক্ত রেশন বন্টন চাই, দাবিতে 1 ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি ডিলারদের
  3. জ্যোতিপ্রিয়র ডেরায় সুকান্ত, ব্যবসায়ীদের থেকে 'তোলা' নিলে নেতাদের গাছের সঙ্গে বেঁধে রাখার নিদান!

ভারতব্যাপী রেশন ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা

কলকাতা, 28 নভেম্বর: নানা দাবিদাওয়া পূরণে আগামী পয়লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালীন রেশন পরিষেবা বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন ৷ কিন্তু সেই ধর্মঘটে অংশগ্রহণ করছেন না রাজ্যের 80 শতাংশেরও বেশি রেশন ডিলাররা ৷ বরং, বাংলার সাধারণ মানুষের স্বার্থে পয়লা জানুয়ারি থেকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে রেশন দোকান খোলা রাখা হবে ৷ গ্রাহক পরিষেবায় বরাদ্দকৃত রেশন সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন এই রেশন ডিলাররা ৷

তাঁদের যুক্তি, সর্বভারতীয় রেশন ডিলার সংগঠন যে দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ রেশন ডিলারদের ক্ষেত্রে তা পূরণ হয়েছে ৷ তবে এরপরেও যে দাবি-দাওয়াগুলি রয়েছে, সেগুলি ইতিমধ্যে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে জানানো হয়েছে ৷

এদিকে, গত 23 নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তাতে জানানো হয়েছে, ডিসেম্বরের পর থেকেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ চালু থাকবে ৷ পরেবর্তী নোটিফিকেশন না-দেওয়া পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে ৷

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যের রেশন সামগ্রী চালু করার বিষয়টি ঘোষণা করেছিলেন ৷ এই দুই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর বলেন, "রাজ্যের কুড়ি হাজারেরও বেশি রেশন ডিলারদের মধ্যে 18 হাজার 765 জন আমাদের সংগঠনে আছেন ৷ বাকি 1 হাজার 500-2 হাজার রেশন ডিলার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তাঁরা অনির্দিষ্টকালের জন্য সারা ভারতব্যাপী রেশন দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন ৷ তবে আমরা ওই ধর্মঘটে অংশগ্রহণ করছি না ৷"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে টাকা রেশন ডিলারদের প্রাপ্য, তা আমাদের সংগঠনের সদস্যরা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন ৷ ফলে আমরা ধর্মঘটে অংশগ্রহণ করছি না ৷ এর বাইরে যে দাবি দেওয়া আছে তাই ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছে ৷ একইভাবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নতুন নোটিফিকেশন হয়েছে সেই বরাদ্দকৃত রেশন সামগ্রী ও আমরা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেব, রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে ৷"

আরও পড়ুন:

  1. ভুয়ো রেশন কার্ডে ছয়লাপ, চলতি বছরে মালদায় বাতিল 13 হাজার
  2. দুর্নীতি মুক্ত রেশন বন্টন চাই, দাবিতে 1 ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি ডিলারদের
  3. জ্যোতিপ্রিয়র ডেরায় সুকান্ত, ব্যবসায়ীদের থেকে 'তোলা' নিলে নেতাদের গাছের সঙ্গে বেঁধে রাখার নিদান!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.