ETV Bharat / state

দাঁত-নখ বের করছে করোনা, 2 হাজার বেডের সেফ হোম ঘোষণা ফিরহাদের - করোনা সেফ হোম

সবমিলিয়ে প্রায় 2 হাজার বেডের সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের ৷

COVID 19 crisis
ফাইল ছবি
author img

By

Published : Apr 19, 2021, 3:15 PM IST

কলকাতা, 19 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ আজও দৈনিক সংক্রমণ দুই লাখের উপরে ৷ রাজ্যেও নতুন করে দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ এই পরিস্থিতিতে আজ জরুরিকালীন বৈঠক সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও বেশ কিছু কোয়ারান্টিন সেন্টার ও সেফ হোম তৈরি করা হবে রাজ্যে ৷

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, রাজ্যসভার সাংসদ চিকিৎসক শান্তনু সেন ও দফতরের পদস্থ আধিকারিকরা ৷ করোনার দ্বিতীয় ঢেউ থেকে রাজ্যকে আগলে রাখতে কী কী পদক্ষেপ করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে ৷

আলিপুরের উত্তীর্ণ ভবনেও 500 শয্যার সেফ হোম তৈরির চিন্তাভাবনাও করছে রাজ্য প্রশাসন ৷ এছাড়াও, কিশোরভারতী স্টেডিয়ামে 500 শয্যাবিশিষ্ট, আনন্দপুরে 700 শয্যাবিশিষ্ট ও গীতাঞ্জলি স্টেডিয়ামে 200 শয্যার সেফ হোম তৈরির পরিকল্পনা করছে রাজ্য ৷ মাথায় রাখা হচ্ছে রাজারহাটকেও ৷ সবমিলিয়ে প্রায় 2 হাজার বেডের সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের ৷

COVID 19 crisis
জরুরিকালীন বৈঠক সারলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

আরও পড়ুন : ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের

কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের শেষে ফিরহাদ হাকিম বললেন, করোনায় প্রচুর মানুষ মারা যাচ্ছেন । সেই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বিকার ৷ উনি নির্বাচন নিয়ে ব্যস্ত । এই পরিস্থিতি তৈরি হয়েছিল যখন রোম জ্বলেছিল ৷ নিরো বাঁশি বাজাচ্ছিল । প্রতিদিন দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী বাংলা দখলের বক্তব্য রাখছেন ।

যত বেশি আক্রান্তদের সেফ হোমে রাখা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে । তিনি জানিয়েছেন এর পাশাপাশি আগামীকাল থেকেই সব ওয়ার্ডে আবার স্যানিটাইজ়েশন করা শুরু হবে । বাজার হাট, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনগুলিতে যাতে নিয়মিত স্যানিটাইজেশন করা হয় তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি । এবং সকলেই যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।

কলকাতা, 19 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ আজও দৈনিক সংক্রমণ দুই লাখের উপরে ৷ রাজ্যেও নতুন করে দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ এই পরিস্থিতিতে আজ জরুরিকালীন বৈঠক সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও বেশ কিছু কোয়ারান্টিন সেন্টার ও সেফ হোম তৈরি করা হবে রাজ্যে ৷

আজকের বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, রাজ্যসভার সাংসদ চিকিৎসক শান্তনু সেন ও দফতরের পদস্থ আধিকারিকরা ৷ করোনার দ্বিতীয় ঢেউ থেকে রাজ্যকে আগলে রাখতে কী কী পদক্ষেপ করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে ৷

আলিপুরের উত্তীর্ণ ভবনেও 500 শয্যার সেফ হোম তৈরির চিন্তাভাবনাও করছে রাজ্য প্রশাসন ৷ এছাড়াও, কিশোরভারতী স্টেডিয়ামে 500 শয্যাবিশিষ্ট, আনন্দপুরে 700 শয্যাবিশিষ্ট ও গীতাঞ্জলি স্টেডিয়ামে 200 শয্যার সেফ হোম তৈরির পরিকল্পনা করছে রাজ্য ৷ মাথায় রাখা হচ্ছে রাজারহাটকেও ৷ সবমিলিয়ে প্রায় 2 হাজার বেডের সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের ৷

COVID 19 crisis
জরুরিকালীন বৈঠক সারলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

আরও পড়ুন : ঘরে ফেরার তাড়া, মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের বাইরে ভিড় পরিযায়ীদের

কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের শেষে ফিরহাদ হাকিম বললেন, করোনায় প্রচুর মানুষ মারা যাচ্ছেন । সেই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বিকার ৷ উনি নির্বাচন নিয়ে ব্যস্ত । এই পরিস্থিতি তৈরি হয়েছিল যখন রোম জ্বলেছিল ৷ নিরো বাঁশি বাজাচ্ছিল । প্রতিদিন দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী বাংলা দখলের বক্তব্য রাখছেন ।

যত বেশি আক্রান্তদের সেফ হোমে রাখা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে । তিনি জানিয়েছেন এর পাশাপাশি আগামীকাল থেকেই সব ওয়ার্ডে আবার স্যানিটাইজ়েশন করা শুরু হবে । বাজার হাট, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনগুলিতে যাতে নিয়মিত স্যানিটাইজেশন করা হয় তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি । এবং সকলেই যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য নির্দেশ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.