ETV Bharat / state

মোদির ডাকে সাড়া, কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল রাজ্যবাসী - lights lamp to support fight

মোদির ডাকা কোরোনার বিরুদ্ধে লড়াইতে সাড়া দিল পশ্চিমবঙ্গের মানুষজন ৷ বৈদ্যুতিন আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিল তারা ৷

কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল রাজ্যবাসী
কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল রাজ্যবাসী
author img

By

Published : Apr 5, 2020, 10:16 PM IST

কলকাতা, 5 এপ্রিল : অপ্রয়োজনীয় আলো বন্ধ করে বারান্দায় হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে দেশবাসী ৷ কোথাও মোমবাতি, কোথাও লণ্ঠন, কোথাও আবার জ্বলল প্রদীপ ৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে কোরোনা ভাইরাসের এই সংক্রমণকে চ্যালেঞ্জ জানিয়ে আজ এক হল গোটা দেশ ৷ ঠিক রাত ন'টায় সব আলো বন্ধ করে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হল সবাই ৷

ভারতের মানচিত্র এঁকে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে
ভারতের মানচিত্র এঁকে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে

দেশের প্রতিটি রাজ্যের মতো মোদির সঙ্গে লড়াইয়ে এগিয়ে এল পশ্চিমবঙ্গও ৷ প্রতিটি জেলার প্রায় প্রতিটি বাড়িতে চোখে পড়ল একই দৃশ্য ৷ কোরোনা মোকাবিলায় একটা দেশের সম্মিলিত ইচ্ছাশক্তি দেখল গোটা বিশ্ব ৷

বারান্দায় সাজানো হয়েছে মোমবাতি
বারান্দায় সাজানো হয়েছে মোমবাতি
বাড়ির সামনে জ্বালানো হয়েছে মোমবাতি
বাড়ির সামনে জ্বালানো হয়েছে মোমবাতি

কোথাও কোথাও পোড়ানো হয় বাজি, কোথাও বাজানো হয় হর্ন ৷ মন্দিরের ঘণ্টা, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সমর্থনে বাদ ছিল না মানুষের চিৎকারও ৷ সত্যিই যেন কোনও যুদ্ধ জয়ের পথে নেমেছে দেশ ৷

জানালা, উঠোন বাদ পড়েনি কিছুই
জানালা, উঠোন বাদ পড়েনি কিছুই
মোমবাতির জ্বালিয়ে ঘণ্টাও বাজাতে দেখা গেল কোথাও কোথাও
মোমবাতির জ্বালিয়ে ঘণ্টাও বাজাতে দেখা গেল কোথাও কোথাও

মোদির এই ডাকে সাড়া দিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটবাসীও ৷ বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি তো জ্বালানো হলই ৷ চোখে পড়ল টর্চ, মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেও ৷ জানিয়ে দিল সবাই তারা ঐক্যবদ্ধ ৷

শুধু মোমবাতিই নয়, টর্চ-মোবাইলের ফ্ল্যাশও জ্বালালেন অনেকে
শুধু মোমবাতিই নয়, টর্চ-মোবাইলের ফ্ল্যাশও জ্বালালেন অনেকে
মাস্ক পরে মোমবাতি জ্বালাচ্ছে মহিলা
মাস্ক পরে মোমবাতি জ্বালাচ্ছে মহিলা

এছাড়া একই ছবি দেখা গেল মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলাতেও ৷

কলকাতায় BJP-সদর দপ্তরের দরজার সামনেও জ্বালানো হল মোমবাতি ৷

মোমবাতি জ্বালানো হল BJP-সদর দপ্তরেও
মোমবাতি জ্বালানো হল BJP-সদর দপ্তরেও

কলকাতা, 5 এপ্রিল : অপ্রয়োজনীয় আলো বন্ধ করে বারান্দায় হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে দেশবাসী ৷ কোথাও মোমবাতি, কোথাও লণ্ঠন, কোথাও আবার জ্বলল প্রদীপ ৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে কোরোনা ভাইরাসের এই সংক্রমণকে চ্যালেঞ্জ জানিয়ে আজ এক হল গোটা দেশ ৷ ঠিক রাত ন'টায় সব আলো বন্ধ করে ঐক্যবদ্ধ লড়াইয়ে শামিল হল সবাই ৷

ভারতের মানচিত্র এঁকে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে
ভারতের মানচিত্র এঁকে সাজানো হয়েছে মোমবাতি দিয়ে

দেশের প্রতিটি রাজ্যের মতো মোদির সঙ্গে লড়াইয়ে এগিয়ে এল পশ্চিমবঙ্গও ৷ প্রতিটি জেলার প্রায় প্রতিটি বাড়িতে চোখে পড়ল একই দৃশ্য ৷ কোরোনা মোকাবিলায় একটা দেশের সম্মিলিত ইচ্ছাশক্তি দেখল গোটা বিশ্ব ৷

বারান্দায় সাজানো হয়েছে মোমবাতি
বারান্দায় সাজানো হয়েছে মোমবাতি
বাড়ির সামনে জ্বালানো হয়েছে মোমবাতি
বাড়ির সামনে জ্বালানো হয়েছে মোমবাতি

কোথাও কোথাও পোড়ানো হয় বাজি, কোথাও বাজানো হয় হর্ন ৷ মন্দিরের ঘণ্টা, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সমর্থনে বাদ ছিল না মানুষের চিৎকারও ৷ সত্যিই যেন কোনও যুদ্ধ জয়ের পথে নেমেছে দেশ ৷

জানালা, উঠোন বাদ পড়েনি কিছুই
জানালা, উঠোন বাদ পড়েনি কিছুই
মোমবাতির জ্বালিয়ে ঘণ্টাও বাজাতে দেখা গেল কোথাও কোথাও
মোমবাতির জ্বালিয়ে ঘণ্টাও বাজাতে দেখা গেল কোথাও কোথাও

মোদির এই ডাকে সাড়া দিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটবাসীও ৷ বৈদ্যুতিন আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি তো জ্বালানো হলই ৷ চোখে পড়ল টর্চ, মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেও ৷ জানিয়ে দিল সবাই তারা ঐক্যবদ্ধ ৷

শুধু মোমবাতিই নয়, টর্চ-মোবাইলের ফ্ল্যাশও জ্বালালেন অনেকে
শুধু মোমবাতিই নয়, টর্চ-মোবাইলের ফ্ল্যাশও জ্বালালেন অনেকে
মাস্ক পরে মোমবাতি জ্বালাচ্ছে মহিলা
মাস্ক পরে মোমবাতি জ্বালাচ্ছে মহিলা

এছাড়া একই ছবি দেখা গেল মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলাতেও ৷

কলকাতায় BJP-সদর দপ্তরের দরজার সামনেও জ্বালানো হল মোমবাতি ৷

মোমবাতি জ্বালানো হল BJP-সদর দপ্তরেও
মোমবাতি জ্বালানো হল BJP-সদর দপ্তরেও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.