ETV Bharat / state

প্রধানমন্ত্রীর কোরোনা বৈঠকে বক্তার তালিকায় নেই পশ্চিমবঙ্গ

দু'দফায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী । বিভিন্ন রাজ্যের কোরোনা পরিস্থিতি নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে । কিন্তু, নবান্নে সূত্রে খবর, বৈঠকে রাজ্যের নাম থাকলেও বক্তার তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

Video Conferrence
মোদি-মমতা
author img

By

Published : Jun 16, 2020, 7:53 AM IST

Updated : Jun 16, 2020, 7:59 AM IST

কলকাতা , 16 জুন : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ ও কাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই বৈঠক দুই দফায় ভাগ করা হয়েছে । আগামীকাল অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকলেও বক্তার তালিকায় নাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের । যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রীর বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পাননি বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন ৷

কোরোনা পরিস্থিতি নিয়ে বারবার রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লকডাউন কোন পর্যায়ে থাকবে, তা নিয়ে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি । প্রতিটি রাজ্যের মতামত নিয়েছেন । কিন্তু, সেই বৈঠকে পশ্চিমবঙ্গকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এমনকী, ক্ষোভবশত একবার বৈঠকে নিজে উপস্থিত না থেকে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছিলেন ।

মুখ্যমন্ত্রী যতবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তার সিংহভাগই রাজ্যের দাবি-দাওয়া নিয়ে কথা বলেছেন । কোরোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের সার্বিক সাহায্য চেয়েছেন তিনি । রাজ্যের বকেয়া অর্থের দাবিও জানিয়েছেন ৷ কিন্তু, আগামীকাল বলার সুযোগ না পাওয়ায় রাজ্যের দাবি-দাওয়া কেন্দ্রের কাছে উত্থাপিত করা যাবে না । সেক্ষেত্রে, মুখ্যমন্ত্রী আগামীকালের বৈঠকে আদৌও উপস্থিত থাকবেন কি না তা নিয়েও প্রশ্ন উঠছে ।

যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী ।

কলকাতা , 16 জুন : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে আজ ও কাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই বৈঠক দুই দফায় ভাগ করা হয়েছে । আগামীকাল অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে নবান্ন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থাকলেও বক্তার তালিকায় নাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের । যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে । প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রীর বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পাননি বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন ৷

কোরোনা পরিস্থিতি নিয়ে বারবার রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লকডাউন কোন পর্যায়ে থাকবে, তা নিয়ে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি । প্রতিটি রাজ্যের মতামত নিয়েছেন । কিন্তু, সেই বৈঠকে পশ্চিমবঙ্গকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এমনকী, ক্ষোভবশত একবার বৈঠকে নিজে উপস্থিত না থেকে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছিলেন ।

মুখ্যমন্ত্রী যতবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তার সিংহভাগই রাজ্যের দাবি-দাওয়া নিয়ে কথা বলেছেন । কোরোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের সার্বিক সাহায্য চেয়েছেন তিনি । রাজ্যের বকেয়া অর্থের দাবিও জানিয়েছেন ৷ কিন্তু, আগামীকাল বলার সুযোগ না পাওয়ায় রাজ্যের দাবি-দাওয়া কেন্দ্রের কাছে উত্থাপিত করা যাবে না । সেক্ষেত্রে, মুখ্যমন্ত্রী আগামীকালের বৈঠকে আদৌও উপস্থিত থাকবেন কি না তা নিয়েও প্রশ্ন উঠছে ।

যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী ।

Last Updated : Jun 16, 2020, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.