ETV Bharat / state

Small Savings in Post Office: করোনাকালে ডাক বিভাগের সঞ্চয় প্রকল্পে বিপুল টাকা জমা, দেশের মধ্যে শীর্ষে বাংলা - ভারতীয় ডাক বিভাগ

করোনা অতিমারীর সময়কালে ভারতীয় ডাক বিভাগের সঞ্চয় প্রকল্পে জমা পড়েছে বিপুল অর্থ ৷ আর টাকা জমার নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ ৷

Small Savings in Post Office
ডাক বিভাগের সঞ্চয় প্রকল্প
author img

By

Published : Jul 17, 2023, 11:05 PM IST

Updated : Jul 18, 2023, 7:43 AM IST

কলকাতা, 17 জুলাই: করোনাকালে ডাক বিভাগে টাকা জমানোর নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ । তবে, স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে এই কৃতিত্ব অর্জন ৷ অধিক সঞ্চয়ের ক্ষেত্রে এগিয়ে নেই বাংলা। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প রয়েছে ৷ তাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে পশ্চিমবঙ্গে । তাও আবার 2021-11 আর্থিক বর্ষে । যখন সারা দেশে করোনার প্রকোপে সাধারণ মানুষের আয়ে ঘাটতি দেখা গিয়েছিল । সেই পরিস্থিতিতে স্বল্প সঞ্চয়ে মন দিয়েছিল বাংলা ৷

সূত্রের খবর, ভারতীয় ডাক বিভাগের 2021-22 অর্থবর্ষের তথ্য প্রকাশিত হয়েছে । তাতে প্রথম স্থানে থাকা পশ্চিমবঙ্গে 15 লক্ষ 3 হাজার 505.78 কোটি টাকা জমা পড়েছে । দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ । এ বিষ়য়ে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল বিধানচন্দ্র রায় বলেন, "এটাকে ডাক বিভাগের কর্মচারীদের সাফল্য । রাজ্যের মানুষও যে সঞ্চয় করতে আগ্রহী তার প্রমাণ । তাই আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছবে ডাক বিভাগের কর্মচারীরা।"

ভারতীয় পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এক অফিসার জানান, প্রথমবার এই বিপুল পরিমাণ টাকা সঞ্চয়ের জন্য জমা পড়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্র সার্কেলে মোট জমা পড়া টাকার পরিমাণ 12 লক্ষ 3 হাজার 969.72 কোটি। আর তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ডাক বিভাগে জমা পড়েছে 10 লক্ষ 6 হাজার 606.89 কোটি টাকা।

আরও পড়ুন: কলকাতায় ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ

বর্তমানে ডাক বিভাগে একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে । সেভিংস অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, টিডি, ইমআইএস, সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অ্যাকাউন্ট, পিপিফ সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে । তবে ভারতীয় ডাক বিভাগ ওয়েস্ট বেঙ্গল সার্কেল সুকন্যা সমৃদ্ধি যোজনায় গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

কলকাতা, 17 জুলাই: করোনাকালে ডাক বিভাগে টাকা জমানোর নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ । তবে, স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে এই কৃতিত্ব অর্জন ৷ অধিক সঞ্চয়ের ক্ষেত্রে এগিয়ে নেই বাংলা। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প রয়েছে ৷ তাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে পশ্চিমবঙ্গে । তাও আবার 2021-11 আর্থিক বর্ষে । যখন সারা দেশে করোনার প্রকোপে সাধারণ মানুষের আয়ে ঘাটতি দেখা গিয়েছিল । সেই পরিস্থিতিতে স্বল্প সঞ্চয়ে মন দিয়েছিল বাংলা ৷

সূত্রের খবর, ভারতীয় ডাক বিভাগের 2021-22 অর্থবর্ষের তথ্য প্রকাশিত হয়েছে । তাতে প্রথম স্থানে থাকা পশ্চিমবঙ্গে 15 লক্ষ 3 হাজার 505.78 কোটি টাকা জমা পড়েছে । দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ । এ বিষ়য়ে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল বিধানচন্দ্র রায় বলেন, "এটাকে ডাক বিভাগের কর্মচারীদের সাফল্য । রাজ্যের মানুষও যে সঞ্চয় করতে আগ্রহী তার প্রমাণ । তাই আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছবে ডাক বিভাগের কর্মচারীরা।"

ভারতীয় পোস্ট অফিসের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের এক অফিসার জানান, প্রথমবার এই বিপুল পরিমাণ টাকা সঞ্চয়ের জন্য জমা পড়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্র সার্কেলে মোট জমা পড়া টাকার পরিমাণ 12 লক্ষ 3 হাজার 969.72 কোটি। আর তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ডাক বিভাগে জমা পড়েছে 10 লক্ষ 6 হাজার 606.89 কোটি টাকা।

আরও পড়ুন: কলকাতায় ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ

বর্তমানে ডাক বিভাগে একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে । সেভিংস অ্যাকাউন্ট, ন্যাশনাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, টিডি, ইমআইএস, সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেন সেভিং স্কিম অ্যাকাউন্ট, পিপিফ সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি, কিষাণ বিকাশ পত্র ইত্যাদি প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে । তবে ভারতীয় ডাক বিভাগ ওয়েস্ট বেঙ্গল সার্কেল সুকন্যা সমৃদ্ধি যোজনায় গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

Last Updated : Jul 18, 2023, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.