কলকাতা, 23 জুলাই : আগামী বছর অর্থাৎ 2021 সালের 30 জুন পর্যন্ত রাজ্যের আট কোটি মানুষ যারারাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের বিনামূল্যে রেশন দেওয়ারঘোষণা বাস্তবায়নের পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার । বুধবার সেইনির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর ৷ ওই নির্দেশিকায় আগামী বছর জুন মাস পর্যন্তবিনামূল্যের রেশনের কথা উল্লেখ রয়েছে ।
কোরোনাপরিস্থিতি ও লকডাউনের কারণে গত 26 মার্চ থেকে বিনামূল্যে রেশন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়েরসরকার । একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই রেশন দেওয়া হবে বলে সে সময় জানানোহয়েছিল। কিন্তু যেভাবে দিনের পর দিন সংক্রামণ বেড়ে চলেছে তাতে রাজ্যের মানুষকে নিয়েরীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বর্তমান পরিস্থিতিতেকনটেইমেন্ট জ়োনগুলোতে লকডাউন জারি রয়েছে । বন্ধ অন্তরাজ্য ট্রেন পরিষেবা । বহুমানুষ এই পরিস্থিতিতে কাজের জন্য বাড়ির বাইরে বের হতে পারছেন না । এই সমস্ত কথাচিন্তা করেই মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ।তারপরই সেই সময়সীমা বাড়িয়ে আগামী বছর করার প্রতিশ্রুতি দেন তিনি ৷ সেই মতো গতকালঅর্থ দপ্তরের অনুমোদন নিয়ে নির্দেশিকা জারি করে রাজ্যের খাদ্য দপ্তর ।
নির্দেশিকায় উল্লেখ করা রয়েছে, অগাস্ট মাস থেকে আগামী বছর জুন পর্যন্ত খাদ্যসাথীরঅন্তর্ভুক্তদের বিনামূল্যে রেশন দেওয়া হবে । সাধারণত যে পদ্ধতিতে গ্রাহকরা রেশনসংগ্রহ করে থাকেন, সেই পদ্ধতি মেনেই তা দেওয়া হবে ।