ETV Bharat / state

Teenage Pregnancy in Bengal : প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির হার কমানোয় জোর রাজ্যের - Teenage Pregnaপ্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির হার কমানোয় জোর রাজ্যেরncy in Bengal

রাজ্য সরকার চাইছে অল্পবয়সে গর্ভধারণের হার শূন্যে নামিয়ে আনতে (Teenage Pregnancy in Bengal)

Teenage Pregnancy and death
প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির হার কমানোয় জোর রাজ্যের
author img

By

Published : Apr 28, 2022, 10:10 PM IST

কলকাতা, 28 এপ্রিল : প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির বা অপরিণত বয়সে গর্ভধারণের হার কমানোয় জোর দিচ্ছে রাজ্যে ৷ সামাজিক সচেতনতা, পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক অসচ্ছলতা ইত্যাদি একাধিক কারণে রাজ্যে তথা দেশে এখনও বহু নাবালিকাকে বাল্য বিবাহের দিকে ঠেলে দেওয়া হয় । নাবালিকাদের বিয়ে রুখতে রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে ৷ অথচ তা সত্ত্বেও বহু ক্ষেত্রেই 18 বছর হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়ছে নাবালিকারা (Teenage Pregnancy in Bengal)৷ বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর । তাদের লক্ষ্য যেকোনও মূল্যেই এই টিনেজ প্রেগন্যান্সির হার 10 শতাংশের নীচে নামিয়ে আনা ।

সরকারি তথ্য বলছে, গত চার বছরে নাবালিকাদের মধ্যে গর্ভবতী হওয়ার হার 23 শতাংশ থেকে কমে 19 শতাংশ হয়েছে ৷ তবুও রাজ্য সরকার মনে করছে এই সাফল্য তাদের জন্য যথেষ্ট নয় । রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায় কন্যাশ্রী প্রকল্প শুধু স্কুল ছুটের সংখ্যা কমায়নি, একইভাবে বাল্যবিবাহ রোধেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে । পাশাপাশি সরকারের চালু করা রূপশ্রী প্রকল্পও বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এই মুহূর্তে গোটা রাজ্যে গর্ভবতী অবস্থায় প্রসূতি মৃত্যুর হার কমাতে যথেষ্ট তৎপর রাজ্য সরকার । আর সে কারণেই টিনেজ প্রেগন্যান্সি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার । যেহেতু নাবালিকাদের প্রসবকালে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, সে কারণেই এমন ভাবনা রাজ্যের ।

আরও পড়ুন : স্কুল খুলতেই ফের গরমের ছুটি, পড়ুয়াদের নিয়ে চিন্তিত শিক্ষকমহলের একাংশ

স্বাস্থ্য দফরের এক শীর্ষ অধিকর্তার কথায়, বাল্যবিবাহই হোক বা টিনেজ মাদার বাস্তবে এগুলো একটা সামাজিক অবক্ষয় । যতদিন পর্যন্ত সাধারণ মানুষ সচেতন না হবেন এটা মোকাবিলা করা সম্ভব না । সবচেয়ে বড় কথা পরিবারের থেকে তথ্য সংগ্রহ করতে গেলে বহু ক্ষেত্রে বাবা মায়েরাই তথ্য গোপন করেন আর সেকারণেই প্রয়োজন সমীক্ষার । সরকারি তথ্য বলছে এই মুহূর্তে গোটা দেশে টিনেজ প্রেগন্যান্সি সংখ্যায় সবচেয়ে এগিয়ে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা । এরাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প বাল্য বিবাহ এবং কম বয়সে মা হওয়ার প্রবণতা কমালেও এখনও এই নিয়ে যথেষ্ট শিক্ষা ও সচেতনতার প্রয়োজন । এক্ষেত্রে সরকার চাইছে তথ্য একত্রিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাতে আগামীতে এই সংখ্যাটা শূন্যে নামানো যায় ৷

কলকাতা, 28 এপ্রিল : প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির বা অপরিণত বয়সে গর্ভধারণের হার কমানোয় জোর দিচ্ছে রাজ্যে ৷ সামাজিক সচেতনতা, পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক অসচ্ছলতা ইত্যাদি একাধিক কারণে রাজ্যে তথা দেশে এখনও বহু নাবালিকাকে বাল্য বিবাহের দিকে ঠেলে দেওয়া হয় । নাবালিকাদের বিয়ে রুখতে রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে ৷ অথচ তা সত্ত্বেও বহু ক্ষেত্রেই 18 বছর হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়ছে নাবালিকারা (Teenage Pregnancy in Bengal)৷ বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর । তাদের লক্ষ্য যেকোনও মূল্যেই এই টিনেজ প্রেগন্যান্সির হার 10 শতাংশের নীচে নামিয়ে আনা ।

সরকারি তথ্য বলছে, গত চার বছরে নাবালিকাদের মধ্যে গর্ভবতী হওয়ার হার 23 শতাংশ থেকে কমে 19 শতাংশ হয়েছে ৷ তবুও রাজ্য সরকার মনে করছে এই সাফল্য তাদের জন্য যথেষ্ট নয় । রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায় কন্যাশ্রী প্রকল্প শুধু স্কুল ছুটের সংখ্যা কমায়নি, একইভাবে বাল্যবিবাহ রোধেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে । পাশাপাশি সরকারের চালু করা রূপশ্রী প্রকল্পও বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এই মুহূর্তে গোটা রাজ্যে গর্ভবতী অবস্থায় প্রসূতি মৃত্যুর হার কমাতে যথেষ্ট তৎপর রাজ্য সরকার । আর সে কারণেই টিনেজ প্রেগন্যান্সি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার । যেহেতু নাবালিকাদের প্রসবকালে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, সে কারণেই এমন ভাবনা রাজ্যের ।

আরও পড়ুন : স্কুল খুলতেই ফের গরমের ছুটি, পড়ুয়াদের নিয়ে চিন্তিত শিক্ষকমহলের একাংশ

স্বাস্থ্য দফরের এক শীর্ষ অধিকর্তার কথায়, বাল্যবিবাহই হোক বা টিনেজ মাদার বাস্তবে এগুলো একটা সামাজিক অবক্ষয় । যতদিন পর্যন্ত সাধারণ মানুষ সচেতন না হবেন এটা মোকাবিলা করা সম্ভব না । সবচেয়ে বড় কথা পরিবারের থেকে তথ্য সংগ্রহ করতে গেলে বহু ক্ষেত্রে বাবা মায়েরাই তথ্য গোপন করেন আর সেকারণেই প্রয়োজন সমীক্ষার । সরকারি তথ্য বলছে এই মুহূর্তে গোটা দেশে টিনেজ প্রেগন্যান্সি সংখ্যায় সবচেয়ে এগিয়ে আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা । এরাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প বাল্য বিবাহ এবং কম বয়সে মা হওয়ার প্রবণতা কমালেও এখনও এই নিয়ে যথেষ্ট শিক্ষা ও সচেতনতার প্রয়োজন । এক্ষেত্রে সরকার চাইছে তথ্য একত্রিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাতে আগামীতে এই সংখ্যাটা শূন্যে নামানো যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.