ETV Bharat / state

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে BJP সাংসদকে বাধা পুলিশের, রিপোর্ট চাইলেন রাজ্যপাল - জওয়ানের শেষকৃত্যে BJP সাংসদকে বাধা, টুইটে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

টুইটারে রাজ্যপাল লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷"

West Bengal Governor slams police, officials for acting 'politically', warns of 'wrath of law'
West Bengal Governor slams police, officials for acting 'politically', warns of 'wrath of law'
author img

By

Published : Nov 17, 2020, 12:58 PM IST

কলকাতা, 17 নভেম্বর : শহিদ জওয়ান সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ সেই ঘটনা নিয়ে আরও একবার রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ সকালে পরপর তিনটি টুইট করেন তিনি ৷ লেখেন, এই রাজ্যের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি ৷

শুক্রবার কাশ্মীরে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হন তেহট্টের রঘুনাথপুরের সুবোধ ঘোষ । রবিবার তাঁর কফিনবন্দী দেহ গ্রামের বাড়িতে পৌঁছায় ৷ সোমবার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷ পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ । পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসাও হয় । পরে অবশ্য তাঁকে ভিতরে যেতে দেয় পুলিশ ৷ জেলার DM ও SP-র নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ । আজ সেই ঘটনার নিন্দা করে ভিডিয়ো সহ টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

  • Alerted State Security Advisor @MamataOfficial Sarjitkar Purkayastha “I have frankly no idea of obligations at your end for want of information from the State, but surely anyone concerned with governance would be shaken at such outrageous transgressions by persons in uniform.” pic.twitter.com/6UjscD9LIL

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম টুইটে রাজ্যপাল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে উদ্দেশ্য করে লিখেছেন, "রাজ্যের কাছে তথ্য চাওয়ার ক্ষেত্রে আপনার দিক থেকে কোনও বাধ্যবাধকতা আছে কি না জানি না ৷ কিন্তু আমি নিশ্চিত প্রশাসনের সঙ্গে সম্পর্কিত যে কেউ উর্দিধারীদের এই জাতীয় অপব্যবহার দেখে ভয় পাবে ৷" দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ ওই অনুষ্ঠানে শাসকদলের সাংসদ অতিথি হয়ে এসেছেন ৷ অথচ বিরোধী দলের সাংসদকে আটকানো হচ্ছে ৷ গণতন্ত্রকে বাঁচাতে হলে উর্দিধারীদের এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক পরিণতি হওয়া উচিত ৷ জনগণের কর্মচারীরা যদি রাজনৈতিকভাবে কাজ করেন তাহলে আইনের কোপে পড়তেই হবে ৷"

  • Democracy @MamataOfficial shamed ! Ruling party MP a guest and opposition MP so browbeaten on such solemn occasion. Exemplary consequences for this delinquency in uniform @WBPolice must if democracy is to survive.

    Public servants acting politically would face wrath of law. pic.twitter.com/WVkwdewQoF

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শেষ টুইটে তিনি লেখেন, "রাজ্য পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নেই ৷ পলাশির শ্মশানে শহিদ সুবোধ ঘোষের শেষকৃত্যে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তাতে নদিয়ার SP এবং DM-এর কর্তব্যে গাফিলতি দেখা গেছে ৷ এই বিষয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চাইছি ৷"

কলকাতা, 17 নভেম্বর : শহিদ জওয়ান সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ সেই ঘটনা নিয়ে আরও একবার রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ সকালে পরপর তিনটি টুইট করেন তিনি ৷ লেখেন, এই রাজ্যের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি ৷

শুক্রবার কাশ্মীরে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হন তেহট্টের রঘুনাথপুরের সুবোধ ঘোষ । রবিবার তাঁর কফিনবন্দী দেহ গ্রামের বাড়িতে পৌঁছায় ৷ সোমবার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷ পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ । পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসাও হয় । পরে অবশ্য তাঁকে ভিতরে যেতে দেয় পুলিশ ৷ জেলার DM ও SP-র নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ । আজ সেই ঘটনার নিন্দা করে ভিডিয়ো সহ টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

  • Alerted State Security Advisor @MamataOfficial Sarjitkar Purkayastha “I have frankly no idea of obligations at your end for want of information from the State, but surely anyone concerned with governance would be shaken at such outrageous transgressions by persons in uniform.” pic.twitter.com/6UjscD9LIL

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম টুইটে রাজ্যপাল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে উদ্দেশ্য করে লিখেছেন, "রাজ্যের কাছে তথ্য চাওয়ার ক্ষেত্রে আপনার দিক থেকে কোনও বাধ্যবাধকতা আছে কি না জানি না ৷ কিন্তু আমি নিশ্চিত প্রশাসনের সঙ্গে সম্পর্কিত যে কেউ উর্দিধারীদের এই জাতীয় অপব্যবহার দেখে ভয় পাবে ৷" দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ ওই অনুষ্ঠানে শাসকদলের সাংসদ অতিথি হয়ে এসেছেন ৷ অথচ বিরোধী দলের সাংসদকে আটকানো হচ্ছে ৷ গণতন্ত্রকে বাঁচাতে হলে উর্দিধারীদের এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক পরিণতি হওয়া উচিত ৷ জনগণের কর্মচারীরা যদি রাজনৈতিকভাবে কাজ করেন তাহলে আইনের কোপে পড়তেই হবে ৷"

  • Democracy @MamataOfficial shamed ! Ruling party MP a guest and opposition MP so browbeaten on such solemn occasion. Exemplary consequences for this delinquency in uniform @WBPolice must if democracy is to survive.

    Public servants acting politically would face wrath of law. pic.twitter.com/WVkwdewQoF

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শেষ টুইটে তিনি লেখেন, "রাজ্য পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নেই ৷ পলাশির শ্মশানে শহিদ সুবোধ ঘোষের শেষকৃত্যে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তাতে নদিয়ার SP এবং DM-এর কর্তব্যে গাফিলতি দেখা গেছে ৷ এই বিষয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চাইছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.