কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর ইশুতে বিবৃতি দিল রাজভবন । জানানো হয়েছে, যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের DG এবং মুখ্যসচিবকে ফোন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ফোনে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গেও । তারপরেও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উন্নতি না হওয়ায় তিনি সেখানে যান ।
গতকাল যাদবপুরের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারকে না জানিয়েই রাজ্যপাল গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । যাদবপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । মুখ্যমন্ত্রী তাঁকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন । চেয়েছিলেন কিছুটা সময় । রাজ্য সরকার পরিস্থিতি সামলে নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যপালকে । তার পরেও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গেছিলেন ।
আজ রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন বিক্ষোভকারী ছাত্রদের হাতে রীতিমতো আটক হয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয় ছেড়ে ছিলেন উপাচার্য এবং সহ-উপাচার্য । বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল ছাত্রদের অভিভাবক । বিশ্ববিদ্যালয়, ছাত্র এবং শিক্ষার স্বার্থে পদক্ষেপ জরুরি ছিল । সেখানে যাওয়ার আগে রাজ্যপাল DG এবং মুখ্যসচিবকে ফোন করেছিলেন । শেষ পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । যথেষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলের মহাসচিব প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন । যা অসত্য ।