ETV Bharat / state

যাদবপুর ইশুতে তৃণমূলের বিবৃতি দুর্ভাগ্যজনক : রাজভবন - যাদবপুর ইশু

যাদবপুর ইশুতে বিবৃতি দিল রাজভবন । জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উন্নতি না হওয়ায় সেখানে যান রাজ্যপাল ।

জগদীপ ধনকড়
author img

By

Published : Sep 20, 2019, 3:04 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর ইশুতে বিবৃতি দিল রাজভবন । জানানো হয়েছে, যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের DG এবং মুখ্যসচিবকে ফোন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ফোনে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গেও । তারপরেও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উন্নতি না হওয়ায় তিনি সেখানে যান ।

গতকাল যাদবপুরের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারকে না জানিয়েই রাজ্যপাল গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । যাদবপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । মুখ্যমন্ত্রী তাঁকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন । চেয়েছিলেন কিছুটা সময় । রাজ্য সরকার পরিস্থিতি সামলে নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যপালকে । তার পরেও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গেছিলেন ।

আজ রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন বিক্ষোভকারী ছাত্রদের হাতে রীতিমতো আটক হয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয় ছেড়ে ছিলেন উপাচার্য এবং সহ-উপাচার্য । বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল ছাত্রদের অভিভাবক । বিশ্ববিদ্যালয়, ছাত্র এবং শিক্ষার স্বার্থে পদক্ষেপ জরুরি ছিল । সেখানে যাওয়ার আগে রাজ্যপাল DG এবং মুখ্যসচিবকে ফোন করেছিলেন । শেষ পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । যথেষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলের মহাসচিব প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন । যা অসত্য ।

কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর ইশুতে বিবৃতি দিল রাজভবন । জানানো হয়েছে, যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের DG এবং মুখ্যসচিবকে ফোন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ফোনে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গেও । তারপরেও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উন্নতি না হওয়ায় তিনি সেখানে যান ।

গতকাল যাদবপুরের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল । দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারকে না জানিয়েই রাজ্যপাল গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । যাদবপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন । মুখ্যমন্ত্রী তাঁকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন । চেয়েছিলেন কিছুটা সময় । রাজ্য সরকার পরিস্থিতি সামলে নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যপালকে । তার পরেও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গেছিলেন ।

আজ রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন বিক্ষোভকারী ছাত্রদের হাতে রীতিমতো আটক হয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয় ছেড়ে ছিলেন উপাচার্য এবং সহ-উপাচার্য । বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল ছাত্রদের অভিভাবক । বিশ্ববিদ্যালয়, ছাত্র এবং শিক্ষার স্বার্থে পদক্ষেপ জরুরি ছিল । সেখানে যাওয়ার আগে রাজ্যপাল DG এবং মুখ্যসচিবকে ফোন করেছিলেন । শেষ পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন । যথেষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন হয়নি । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলের মহাসচিব প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন । যা অসত্য ।

Intro:কলকাতা, ২০ সেপ্টেম্বর: তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিবৃতিতে ভুল তথ্য আছে। রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হল “সঠিক" তথ্য। তাতে বলা হয়েছে, যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে ফোন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। ফোনে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গেও। তারপরেও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উন্নতি না হওয়ায় তিনি সেখানে যান।
Body:গতকাল যাদবপুরের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। দলের মহাসচিব জানান, রাজ্য সরকারকে না জানিয়েই রাজ্যপাল গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে বিশ্ববিদ্যালয়ের না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। চেয়েছিলেন কিছুটা সময়। তাহলে রাজ্য সরকার পরিস্থিতি সামলে নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যপালকে। তার পরেও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন।Conclusion:আজ রাজ ভবনের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন বিক্ষোভকারী ছাত্রদের হাতে রীতিমতো আটক হয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয় ছেড়ে ছিলেন উপাচার্য এবং সহ-উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপাল ছাত্রদের অভিভাবক। বিশ্ববিদ্যালয়, ছাত্র এবং শিক্ষার স্বার্থে পদক্ষেপ জরুরি ছিল। সেখানে যাওয়ার আগে রাজ্যপাল ডিজিপি এবং মুখ্য সচিবকে ফোন করেছিলেন। শেষ পদক্ষেপ হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। যথেষ্ট সময় পার হয়ে যাবার পরেও সেখানে পরিস্থিতি বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলের মহাসচিব প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.