ETV Bharat / state

সংশোধিত রূপে শুরু "প্রচেষ্টা প্রকল্প" : জেনে নিন কারা এর আওতায়

সংশোধিত রূপে ফের প্রকল্পটি চালু করল রাজ্য সরকার । তবে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন তার একটি নির্দেশিকা জারি হয়েছে ‌।

prachesta
prachesta
author img

By

Published : May 6, 2020, 11:54 AM IST

কলকাতা, 6 মে : আবার শুরু হল ‘প্রচেষ্টা প্রকল্প’ । কিছুটা সময় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল । প্রকল্পের নিয়মে খানিক পরিবর্তন এনে সংশোধিতভাবে আবার শুরু হল প্রকল্পটি । কারা এই প্রকল্পের আওতায় আসবেন, তা নিয়ে একটি নির্দেশিকা জারি হয়েছে । অর্থাৎ, এককালীন 1000 টাকা পাওয়ার ক্ষেত্রে এইবারে নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার ।

লকডাউন পরিস্থিতিতে শ্রমিকদের সুবিধার জন্য প্রচেষ্টা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার । এই প্রকল্পে নথিভুক্ত শ্রমিক এককালীন 1000 টাকা পাবেন । কিছুদিন আগে এই প্রকল্পের প্রাপ্য অর্থ নিতে লাইন দেয় শ্রমিকরা । প্রচণ্ড ভিড় তৈরি হয় । তৈরি হয় বিশৃঙ্খলা । প্রচেষ্টা প্রকল্প সেই সময় স্থগিত করে দেয় রাজ্য সরকার ।

এ-বার সংশোধিত রূপে ফের প্রকল্পটি চালু করল রাজ্য সরকার । তবে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন তার একটি নির্দেশিকা জারি হয়েছে ‌।

নির্দেশিকায় উল্লেখ করা হয়, উপভোক্তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে । ব্যক্তিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম হতে হবে ‌। রাজ্যের পেনশন প্রকল্প, বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমভাতা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান না এমন ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারবেন । কৃষি কাজে নিযুক্ত কোনও শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না ।

ভিড় বা বিশৃঙ্খলা এড়াতে অনলাইন পদ্ধতিতে দরখাস্ত করারও নির্দেশ দেয় রাজ্য । এবারে আর দরখাস্ত জমা দেওয়ার জন্য লাইন দিতে হবে না উপভোক্তাকে । প্রচেষ্টা প্রকল্পের লিঙ্কে আবেদনপত্র আপলোড করতে হবে । লিঙ্কটি হল - prachestawb.in । অফলাইনে কোনও আবেদনপত্র গৃহীত হবে না ।

কলকাতা, 6 মে : আবার শুরু হল ‘প্রচেষ্টা প্রকল্প’ । কিছুটা সময় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল । প্রকল্পের নিয়মে খানিক পরিবর্তন এনে সংশোধিতভাবে আবার শুরু হল প্রকল্পটি । কারা এই প্রকল্পের আওতায় আসবেন, তা নিয়ে একটি নির্দেশিকা জারি হয়েছে । অর্থাৎ, এককালীন 1000 টাকা পাওয়ার ক্ষেত্রে এইবারে নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার ।

লকডাউন পরিস্থিতিতে শ্রমিকদের সুবিধার জন্য প্রচেষ্টা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার । এই প্রকল্পে নথিভুক্ত শ্রমিক এককালীন 1000 টাকা পাবেন । কিছুদিন আগে এই প্রকল্পের প্রাপ্য অর্থ নিতে লাইন দেয় শ্রমিকরা । প্রচণ্ড ভিড় তৈরি হয় । তৈরি হয় বিশৃঙ্খলা । প্রচেষ্টা প্রকল্প সেই সময় স্থগিত করে দেয় রাজ্য সরকার ।

এ-বার সংশোধিত রূপে ফের প্রকল্পটি চালু করল রাজ্য সরকার । তবে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন তার একটি নির্দেশিকা জারি হয়েছে ‌।

নির্দেশিকায় উল্লেখ করা হয়, উপভোক্তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে । ব্যক্তিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম হতে হবে ‌। রাজ্যের পেনশন প্রকল্প, বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমভাতা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান না এমন ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারবেন । কৃষি কাজে নিযুক্ত কোনও শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না ।

ভিড় বা বিশৃঙ্খলা এড়াতে অনলাইন পদ্ধতিতে দরখাস্ত করারও নির্দেশ দেয় রাজ্য । এবারে আর দরখাস্ত জমা দেওয়ার জন্য লাইন দিতে হবে না উপভোক্তাকে । প্রচেষ্টা প্রকল্পের লিঙ্কে আবেদনপত্র আপলোড করতে হবে । লিঙ্কটি হল - prachestawb.in । অফলাইনে কোনও আবেদনপত্র গৃহীত হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.