ETV Bharat / state

কোরোনার জেরে রাজ্যে ফেরা IT কর্মীদের কাজের সন্ধান দেবে কর্মভূমি

রাজ্য সরকারের তরফে যে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে, তার নাম কর্মভূমি । এখানে চাকরির খোঁজ পেতে পারেন IT কর্মীরা ।

IT কর্মী
IT কর্মী
author img

By

Published : Jun 9, 2020, 3:44 PM IST

Updated : Jun 9, 2020, 4:09 PM IST

কলকাতা, 9 জুন : ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ও লকডাউন, চাকরিক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলেছে । কোরোনা আতঙ্কে অনেকেই কর্মক্ষেত্র ছেড়ে রাজ্য়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন । কাজ হারিয়েছেন অনেক IT কর্মীও । বাড়িতে বসে রয়েছেন তাঁরা । এবার তাঁদের চাকরির সন্ধান দেবে কর্মভূমি নামে রাজ্যের এক ওয়েব পোর্টাল। টুইটবার্তায় আজ একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্য়মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে । এই কোরোনা পরিস্থিতির জেরে যাঁরা অন্যত্র কাজ ছেড়ে রাজ্য়ে ফিরে এসেছেন, নতুন চাকরির সন্ধান করছেন, এই ওয়েব পোর্টালের মাধ্য়মে বাংলার IT কম্পানিগুলির সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারবেন । যা তাঁদের কাজ পেতে সাহায্য় করবে ।

  • On behalf of GoWB, we launched Karmo Bhumi, web portal for IT professionals, returned & looking for job change due to COVID 19 . Connect now to IT companies of Bengal throughhttps://t.co/cmDB1TEPz0
    My best wishes to everyone.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

https://karmabhumi.nltr.org/ । এই লিঙ্ক থেকে ঢুকতে হবে কর্মভূমির ওয়েবসাইটে । তারপর কয়েকটি প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে হবে । যেমন, আপনি IT ক্ষেত্রে রয়েছেন কি না, কোরানা পরবর্তী পরিস্থিতিতে চাকরি খুঁজছেন কি না, পশ্চিমবঙ্গে আপনি কি কোনও IT সেক্টর সম্পর্কিত কাজ খুঁজছেন ইত্যাদি । তারপর আপনার ফোন নম্বরের মাধ্য়মে OTP জেনারেট করতে হবে। তারপরই মূল পোর্টালে প্রবেশ করতে পারবেন আগ্রহীরা । ক্রমান্বয়ে এক একটি প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনি নানা ধরনের কাজের সন্ধান পেতে পারেন ।

image
কর্মভূমির ওয়েব পোর্টাল

প্রসঙ্গত কোরোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনীতির পাশাপাশি একাধিক ক্ষেত্র রীতিমতো ধুঁকছে । এই পরিস্থিতিতে প্রচুর সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে । কোথাও আবার বেতনও কেটে নেওয়া হয়েছে । অনেকে বাড়ি ফেরার তাগিদে ভিনরাজ্যের চাকরি ছেড়ে এসেছেন । এমনিতেই দেশের বেকারত্ব বড় সমস্য়া । তার উপর এই কোরোনা নতুন করে সমস্য়া তৈরি করেছে । এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই উদ্যোগ বাড়ি বসে থাকা IT কর্মীদের কিছুটা হলেও অক্সিজেন জোগাতে পারে বলে বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 9 জুন : ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ও লকডাউন, চাকরিক্ষেত্রে ভয়াবহ প্রভাব ফেলেছে । কোরোনা আতঙ্কে অনেকেই কর্মক্ষেত্র ছেড়ে রাজ্য়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন । কাজ হারিয়েছেন অনেক IT কর্মীও । বাড়িতে বসে রয়েছেন তাঁরা । এবার তাঁদের চাকরির সন্ধান দেবে কর্মভূমি নামে রাজ্যের এক ওয়েব পোর্টাল। টুইটবার্তায় আজ একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্য়মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে । এই কোরোনা পরিস্থিতির জেরে যাঁরা অন্যত্র কাজ ছেড়ে রাজ্য়ে ফিরে এসেছেন, নতুন চাকরির সন্ধান করছেন, এই ওয়েব পোর্টালের মাধ্য়মে বাংলার IT কম্পানিগুলির সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারবেন । যা তাঁদের কাজ পেতে সাহায্য় করবে ।

  • On behalf of GoWB, we launched Karmo Bhumi, web portal for IT professionals, returned & looking for job change due to COVID 19 . Connect now to IT companies of Bengal throughhttps://t.co/cmDB1TEPz0
    My best wishes to everyone.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

https://karmabhumi.nltr.org/ । এই লিঙ্ক থেকে ঢুকতে হবে কর্মভূমির ওয়েবসাইটে । তারপর কয়েকটি প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে হবে । যেমন, আপনি IT ক্ষেত্রে রয়েছেন কি না, কোরানা পরবর্তী পরিস্থিতিতে চাকরি খুঁজছেন কি না, পশ্চিমবঙ্গে আপনি কি কোনও IT সেক্টর সম্পর্কিত কাজ খুঁজছেন ইত্যাদি । তারপর আপনার ফোন নম্বরের মাধ্য়মে OTP জেনারেট করতে হবে। তারপরই মূল পোর্টালে প্রবেশ করতে পারবেন আগ্রহীরা । ক্রমান্বয়ে এক একটি প্রশ্নের উত্তর ও প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আপনি নানা ধরনের কাজের সন্ধান পেতে পারেন ।

image
কর্মভূমির ওয়েব পোর্টাল

প্রসঙ্গত কোরোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনীতির পাশাপাশি একাধিক ক্ষেত্র রীতিমতো ধুঁকছে । এই পরিস্থিতিতে প্রচুর সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে । কোথাও আবার বেতনও কেটে নেওয়া হয়েছে । অনেকে বাড়ি ফেরার তাগিদে ভিনরাজ্যের চাকরি ছেড়ে এসেছেন । এমনিতেই দেশের বেকারত্ব বড় সমস্য়া । তার উপর এই কোরোনা নতুন করে সমস্য়া তৈরি করেছে । এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই উদ্যোগ বাড়ি বসে থাকা IT কর্মীদের কিছুটা হলেও অক্সিজেন জোগাতে পারে বলে বলে মনে করা হচ্ছে ।

Last Updated : Jun 9, 2020, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.