ETV Bharat / state

স্কুল শিক্ষকদের পেনশন বাড়াচ্ছে রাজ্য - পশ্চিমবঙ্গ সরকার

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকদের জন্য সুখবর ৷ তাদের পেনশন বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার ৷

West Bengal Government Increases Pension Of Retired School Teachers
স্কুল শিক্ষকদের পেনশন বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
author img

By

Published : Feb 24, 2020, 2:17 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচনের আগে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের ৷ 2016 সালের জানুয়ারি মাসের আগে যারা অবসর নিয়েছেন, তাদের জন্য বাড়ানো হবে পেনশন ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাদের বয়স 80 - 85, তাদের বেসিক পেনশনের 20 শতাংশ বৃদ্ধি পাবে ৷ 85 থেকে 90 বছর বয়সিদের বেতন বাড়বে 30 শতাংশ ৷ সংশোধিত সর্বনিম্ন বেসিক পেনশন 8 হাজার 500 টাকা ৷ এই নির্দেশটি চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ।

এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর । আমাদের আর্থিক ক্ষমতা সীমিত থাকা সত্ত্বেও আমরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য যা করেছি তা অন্য কোনও রাজ্য করেনি ৷ "

কলকাতা, 24 ফেব্রুয়ারি : পৌরসভা নির্বাচনের আগে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের ৷ 2016 সালের জানুয়ারি মাসের আগে যারা অবসর নিয়েছেন, তাদের জন্য বাড়ানো হবে পেনশন ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাদের বয়স 80 - 85, তাদের বেসিক পেনশনের 20 শতাংশ বৃদ্ধি পাবে ৷ 85 থেকে 90 বছর বয়সিদের বেতন বাড়বে 30 শতাংশ ৷ সংশোধিত সর্বনিম্ন বেসিক পেনশন 8 হাজার 500 টাকা ৷ এই নির্দেশটি চলতি বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ।

এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, " অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর । আমাদের আর্থিক ক্ষমতা সীমিত থাকা সত্ত্বেও আমরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য যা করেছি তা অন্য কোনও রাজ্য করেনি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.