কলকাতা, 2 ডিসেম্বর: আবার মেয়াদ বাড়ল দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচির । প্রথম দফায় নবান্ন বিজ্ঞপ্তি জারি করে 5 ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে ৷ এবার তা বেড়ে হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত । এদিন দুপুরে নবান্নে দুয়ারে সরকার নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । সেই বৈঠকের পরে এই মেয়াদ বৃদ্ধির কথা নবান্নের তরফ থেকে জানানো হয় ।
প্রসঙ্গত, এবার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছিল 1 নভেম্বর থেকে । প্রথমে ঠিক ছিল রাজ্যজুড়ে এই কর্মসূচি চলবে 30 নভেম্বর পর্যন্ত । কিন্তু গত বুধবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় আগামী 5 ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচির জন্য মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে । এদিন আরও এক ধাপ এগিয়ে এই কর্মসূচির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচি চলবে 31 ডিসেম্বর পর্যন্ত ।
নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠক থেকে সমস্ত জেলার জেলাশাসকদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সাধারণ মানুষদের দুয়ারে সরকারের ক্যাম্পে এসে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কী কী অসুবিধা রয়েছে । সাধারণ মানুষকে পরিষেবা দিতে আরও বেশি সংখ্যায় ক্যাম্প করা যায় কি না । এদিনের বৈঠকে বিশেষ করে গ্রামীণ মানুষেরা যাতে ঠিকমতো পরিষেবা পান, সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি উত্তর 24 পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন, তাঁরা দুয়ারে সরকার কর্মসূচির সুবিধা পান কি না ! অনেক মানুষ সেই সময় এই পরিষেবার ঠিক মতো না পাওয়ার অভিযোগ তুলেছিলেন । এরপরই এদিন এই বৈঠকের ডাক দেন মুখ্যসচিব । খুব স্বাভাবিকভাবেই যাতে আরও বেশি সংখ্যক মানুষকে এই শিবিরগুলোতে নিয়ে আসা যায়, তার উপর জোর দেওয়া হয়েছে, যাতে রাজ্যের সাধারণ মানুষ সহজেই সরকারি সুযোগ-সুবিধা পেতে পারেন সেজন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: দুয়ারে সরকার কতটা সুরাহা করছে সাধারণ মানুষের, জানতে বৈঠকে মুখ্যসচিব