ETV Bharat / state

বায়োফ্লেক পদ্ধতিতে বাড়ির ছাদেই করা যাবে মাছ চাষ, সাহায্য করবে রাজ্য সরকার - পশ্চিমবঙ্গ সরকার

এখন থেকে যে কেউ চাইলে নিজের বাড়ির ছাদে মাছ চাষ করতে পারবেন ৷ আর তাতে সাহায্য করবে রাজ্য সরকার ৷

ছবি
ছবি
author img

By

Published : Sep 29, 2020, 10:35 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : এবার বাড়িতেই মাছ চাষ করতে পারবেন যে কেউ । "বায়োফ্লেক" পদ্ধতিতে মাছ চাষ করে আর্থিক লাভ দেখতে পারবে তারা । মুখ দেখতে পারবেন শহরবাসী । গতকাল সল্টলেকের মৃত্তিকা ভবনে এমন একটি প্রকল্পের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।

লকডাউনের সময় মাছ আমদানি বন্ধ হয়ে যাওয়ার ফলে রীতিমতো বিপাকে পড়েছিলেন শহর ও শহরতলীর বাসিন্দারা । সরকারি তথ্য অনুযায়ী, মোট চাহিদার মাত্র 1 শতাংশ মাছ উৎপাদন হয় শহরে । এই অবস্থায় মাছের ঘাটতি মেটানোর জন্য "বায়োফ্লেক" পদ্ধতিতে মাছ চাষ করার একটি অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার ।

সল্টলেকের মৃত্তিকা ভবনে আজ থেকে শুরু হয়ে গেল অভিনব পদ্ধতিতে মাছ চাষ । এছাড়াও নিজের বাড়ির ছাদ বা ছোটো জায়গাতেও চাষ করতে পারবেন যে কেউ । পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, " বাড়িতে মাছ চাষ করার জন্য যাবতীয় সাহায্য করবে রাজ্য সরকার । এর ফলে আর্থিক সমৃদ্ধি যেমন হবে তেমনই মাছের চাহিদা মেটানোও সম্ভব হবে ।"

কলকাতা, 29 সেপ্টেম্বর : এবার বাড়িতেই মাছ চাষ করতে পারবেন যে কেউ । "বায়োফ্লেক" পদ্ধতিতে মাছ চাষ করে আর্থিক লাভ দেখতে পারবে তারা । মুখ দেখতে পারবেন শহরবাসী । গতকাল সল্টলেকের মৃত্তিকা ভবনে এমন একটি প্রকল্পের উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।

লকডাউনের সময় মাছ আমদানি বন্ধ হয়ে যাওয়ার ফলে রীতিমতো বিপাকে পড়েছিলেন শহর ও শহরতলীর বাসিন্দারা । সরকারি তথ্য অনুযায়ী, মোট চাহিদার মাত্র 1 শতাংশ মাছ উৎপাদন হয় শহরে । এই অবস্থায় মাছের ঘাটতি মেটানোর জন্য "বায়োফ্লেক" পদ্ধতিতে মাছ চাষ করার একটি অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার ।

সল্টলেকের মৃত্তিকা ভবনে আজ থেকে শুরু হয়ে গেল অভিনব পদ্ধতিতে মাছ চাষ । এছাড়াও নিজের বাড়ির ছাদ বা ছোটো জায়গাতেও চাষ করতে পারবেন যে কেউ । পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, " বাড়িতে মাছ চাষ করার জন্য যাবতীয় সাহায্য করবে রাজ্য সরকার । এর ফলে আর্থিক সমৃদ্ধি যেমন হবে তেমনই মাছের চাহিদা মেটানোও সম্ভব হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.