ETV Bharat / state

WBCHSE Syllabus : আবারও কমল উচ্চ মাধ্যমিক ও একাদশের সিলেবাস, বাদ পড়লেন বিবেকানন্দ ও নজরুল - reduce syllabus

এই নিয়ে দ্বিতীয়বার কমানো হল উচ্চ-মাধ্যমিক ও একাদশ শ্রেণির সিলেবাস ৷ করোনা পরিস্থিতিতে আগামী বছরের পরীক্ষার অনিশ্চয়তার কথা ভেবে সিলেবাসে কাটছাঁট করা হয়েছে বলে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷

HS Syllabus
HS Syllabus
author img

By

Published : Oct 8, 2021, 6:49 AM IST

কলকাতা, 8 অক্টোবর : ফের কমানো হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সিলেবাস । বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ।

আগামী বছর থেকে এই নতুন সিলেবাস অনুসারেই পরীক্ষা দেবে পড়ুয়ারা । এই নিয়ে দ্বিতীয়বার কমানো হল সিলেবাস । এর আগে অগস্ট মাসে কমানো হয়েছিল উচ্চ-মাধ্যমিক ও একাদশের সিলেবাস । তবে যে বিষয়গুলিতে 60 বা তার কম নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে অর্থাৎ, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ও ভিজু়য়াল আর্টস-সহ অন্যান্য ভোকেশনাল বিষয়ে সেগুলির সিলেবাসে কোন কাটছাঁট করা হবে না বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন : Syllabus : কমতে পারে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস

নির্দেশিকা অনুসারে বাংলা সিলেবাস থেকে বাদ দেওয়া হল স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামকে । ইতিহাস থেকে বাদ পড়ল ধর্ম, ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিষয় । করোনাকালে বাতিল হয় এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরিস্থিতি না বদলালে আগামী বছরেও পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । তাই সব কিছু বিচার করে ফের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর ।

কলকাতা, 8 অক্টোবর : ফের কমানো হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সিলেবাস । বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ।

আগামী বছর থেকে এই নতুন সিলেবাস অনুসারেই পরীক্ষা দেবে পড়ুয়ারা । এই নিয়ে দ্বিতীয়বার কমানো হল সিলেবাস । এর আগে অগস্ট মাসে কমানো হয়েছিল উচ্চ-মাধ্যমিক ও একাদশের সিলেবাস । তবে যে বিষয়গুলিতে 60 বা তার কম নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে অর্থাৎ, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ও ভিজু়য়াল আর্টস-সহ অন্যান্য ভোকেশনাল বিষয়ে সেগুলির সিলেবাসে কোন কাটছাঁট করা হবে না বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন : Syllabus : কমতে পারে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস

নির্দেশিকা অনুসারে বাংলা সিলেবাস থেকে বাদ দেওয়া হল স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামকে । ইতিহাস থেকে বাদ পড়ল ধর্ম, ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিষয় । করোনাকালে বাতিল হয় এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরিস্থিতি না বদলালে আগামী বছরেও পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে । তাই সব কিছু বিচার করে ফের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.