ইন্দোর ও কলকাতা, 23 নভেম্বর : বারবার পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ করে আসছেন । এবার 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ পুলিশকে দূরে রাখার দাবি জানালেন বাংলায় BJP-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । তিনি বলেন, রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে ।
তিনি বলেন, "পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে । অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে । রাজনৈতিক কর্মীদের ভাড়া করা গুন্ডা দিয়ে খুন করানো এখনও চলছে । এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার অনুরোধ করেছি । নয়ত মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে নির্বাচন কমিশন তা নিশ্চিত করুক ।" তিনি জানান, "কলকাতা ঘুরে যাওয়ার পর আসন্ন ভোটে কেন্দ্রীয়বাহিনী নামানো হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ।"
এর পাশাপাশি নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ পুলিশকে দূরে রাখার দাবি জানিয়েছেন বিজয়বর্গীয় । তাঁর কথায়, "আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে দূরে রাখার দাবি জানিয়েছি । কারণ, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ।" তাঁর দাবি, আগামী বছরের বিধানসভা ভোটে 50 শতাংশেরও বেশি ভোটে জিতবে BJP ।