ETV Bharat / state

WBCS প্রিলিমিনারির দিন ঘোষণা, কাল শুরু আবেদন গ্রহণ - ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 5 নভেম্বর (আগামীকাল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । 210 টাকা আবেদন ফি । যদিও SC/ST, PwD (পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি) আবেদনকারীদের এই ফি জমা করতে হবে না । আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে ।

WBCS
author img

By

Published : Nov 4, 2019, 9:21 PM IST

কলকাতা, 4 নভেম্বর : ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা (WBCS) 2020-র বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC) । শনিবার জারি করা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ, 2020 সালের 9 ফেব্রুয়ারি হতে চলেছে WBCS 2020-র প্রিলিমিনারি পরীক্ষা । আগামীকাল থেকে শুরু হচ্ছে WBCS 2020-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া ।

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অন্যান্য সার্ভিস এবং পদের জন্য প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন । শনিবার জারি করা WBCS 2020-র সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-এ-তে মোট ছয় ধরনের সার্ভিস, গ্রুপ-বি-তে এক ধরনের সার্ভিস, গ্রুপ-সি-তে 9 ধরনের সার্ভিস ও গ্রুপ-ডি-তে তিন ধরনের সার্ভিসের জন্য এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন । বিভিন্ন পদের শূন্যপদ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

PSC চেয়ারম্যান দেবাশিস বোস আগেই জানিয়েছিলেন, 5 নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া । বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, 5 নভেম্বর (আগামীকাল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । 210 টাকা আবেদন ফি । যদিও SC/ST, PwD (পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি) আবেদনকারীদের এই ফি জমা করতে হবে না । আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে । এই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত । ওইদিন রাত 12টা পর্যন্ত অনলাইনে ফি সাবমিশন করা যাবে । অফলাইনে ফি সাবমিশনের শেষ তারিখ 26 নভেম্বর । যদিও তার জন্য 25 নভেম্বরের মধ্যে চালান জেনারেট করে নিতে হবে আবেদনকারীদের ।

প্রতিটি গ্রুপের প্রতিটি সার্ভিসের বেতন কাঠামো, সংরক্ষণ নীতি, যোগ্যতা, বয়স, বয়সসীমায় ছাড় সহ পরীক্ষা সংক্রান্ত সব নিয়ম ও তথ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে । দেওয়া হয়েছে পরীক্ষার পাঠ্যক্রমও ।

কলকাতা, 4 নভেম্বর : ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা (WBCS) 2020-র বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC) । শনিবার জারি করা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ, 2020 সালের 9 ফেব্রুয়ারি হতে চলেছে WBCS 2020-র প্রিলিমিনারি পরীক্ষা । আগামীকাল থেকে শুরু হচ্ছে WBCS 2020-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া ।

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অন্যান্য সার্ভিস এবং পদের জন্য প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন । শনিবার জারি করা WBCS 2020-র সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-এ-তে মোট ছয় ধরনের সার্ভিস, গ্রুপ-বি-তে এক ধরনের সার্ভিস, গ্রুপ-সি-তে 9 ধরনের সার্ভিস ও গ্রুপ-ডি-তে তিন ধরনের সার্ভিসের জন্য এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন । বিভিন্ন পদের শূন্যপদ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

PSC চেয়ারম্যান দেবাশিস বোস আগেই জানিয়েছিলেন, 5 নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া । বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, 5 নভেম্বর (আগামীকাল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । 210 টাকা আবেদন ফি । যদিও SC/ST, PwD (পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি) আবেদনকারীদের এই ফি জমা করতে হবে না । আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে । এই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত । ওইদিন রাত 12টা পর্যন্ত অনলাইনে ফি সাবমিশন করা যাবে । অফলাইনে ফি সাবমিশনের শেষ তারিখ 26 নভেম্বর । যদিও তার জন্য 25 নভেম্বরের মধ্যে চালান জেনারেট করে নিতে হবে আবেদনকারীদের ।

প্রতিটি গ্রুপের প্রতিটি সার্ভিসের বেতন কাঠামো, সংরক্ষণ নীতি, যোগ্যতা, বয়স, বয়সসীমায় ছাড় সহ পরীক্ষা সংক্রান্ত সব নিয়ম ও তথ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে । দেওয়া হয়েছে পরীক্ষার পাঠ্যক্রমও ।

Intro:কলকাতা, ৪ নভেম্বর: গত শনিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা (WBCS) ২০২০-র বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি হতে চলেছে WBCS ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা। আগামীকাল থেকে শুরু হচ্ছে WBCS ২০২০-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া। ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Body:ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অন্যান্য সার্ভিস এবং পদের জন্য প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন। শনিবার প্রকাশিত WBCS ২০২০-র সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-এ-তে মোট ছয় ধরনের সার্ভিস, গ্রুপ-বি-তে এক ধরনের সার্ভিস, গ্রুপ-সি-তে ৯ ধরনের সার্ভিস ও গ্রুপ-ডি-তে তিন রকমের সার্ভিসের জন্য এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন। বিভিন্ন পদের শূন্যপদ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস আগেই জানিয়েছিলেন, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, আগামী ৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ২১০ টাকা আবেদন ফি। যদিও SC/ST, PWD আবেদনকারীদের এই ফি জমা করতে হবে না। আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে। এই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। ২৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফি সাবমিশন করা যাবে। অফলাইনে ফি সাবমিশনের শেষ তারিখ ২৬ নভেম্বর। যদিও তার জন্য ২৫ নভেম্বরের মধ্যে চালান জেনারেট করে নিতে হবে আবেদনকারীদের।

প্রতিটি গ্রুপের প্রতিটি সার্ভিসের বেতন কাঠামো, সংরক্ষণ নীতি, যোগ্যতা, বয়স, বয়সসীমায় ছাড় সহ পরীক্ষা সংক্রান্ত সব নিয়ম ও তথ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার পাঠ্যক্রমও।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.