ETV Bharat / state

Cannabis and Poppy Seeds Cultivation : রাজ্যে বেআইনি মাদক চাষ বন্ধ করতে ড্রোনে নজরদারি চালাবে সিআইডি - West Bengal CID using drones to stop illegal cannabis and poppy seeds cultivation

বেআইনি গাঁজা ও আফিম চাষ বন্ধ করতে ড্রোনের মাধ্য়মে নজরদারি চালাবে পশ্চিমবঙ্গ সিআইডি (Illegal Cultivation of Cannabis and Poppy Seeds) ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিক ৷ মূলত দূর থেকে অনেকটা এলাকায় নজর রাখতেই এই পদ্ধতি নেওয়া হচ্ছে (CID Using Drones to Stop Cannabis and Poppy Seeds Cultivation) ৷ বিশেষ করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে এই নজরদারি বেশি করে হবে ৷

Cannabis and Poppy Seeds Cultivation
বেআইনি মাদক চাষ বন্ধ করতে ড্রোনে নজরদারি চালাবে রাজ্য সিআইডি
author img

By

Published : Dec 15, 2021, 10:31 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : বেআইনিভাবে গাঁজা এবং আফিম চাষ (Illegal Cultivation of Cannabis and Poppy Seeds) বন্ধ করতে তৎপর রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি ৷ তাই এ বার বেআইনি গাঁজা ও আফিম চাষ বন্ধ করতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য গোয়েন্দা সংস্থা ৷ বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে সিআইডি ৷ এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক ৷

ড্রোন ব্যবহার করে এই নজরদারির মাধ্যমে পশ্চিমবঙ্গে মাদক চাষ বন্ধ করতে চাইছে প্রশাসন (CID Using Drone surveillance) ৷ আর এর জন্য সিআইডি’র তরফে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ গাঁজা এবং আফিমের বেআইনি চাষ বন্ধ করার পিছনে মূল কারণ, সম্প্রতি কোচবিহারে পোস্ত খেতে বেআইনিভাবে আফিম চাষের সন্ধান পায় পুলিশ ৷ মূল পোস্তর বীজ থেকেই আফিম তৈরি করা ৷ কিন্তু যেহেতু পোস্ত রান্নার উপাদান হিসেবে ব্যবহার হয় তাই এর উপর বেশি করে নজরদারি প্রয়োজন বলে মনে করছে গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন : Cannabis Rcovered In Birbhum: বীরভূমে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার 1

তবে শুধু কোচবিহার নয় ৷ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলার বেশ কয়েকটি অঞ্চলে চাষিরা বেআইনিভাবে পোস্ত চাষ করছেন বলে জানতে পেরেছে সিআইডি ৷ কোচবিহারের দিনহাটা ও তুফানগঞ্জে 25 একর জমিতে বেআইনি গাঁজা চাষ করা হচ্ছিল ৷ গত সপ্তাহে সেই খবর পেয়ে দুই জায়গায় হানা দেয় পুলিশ ৷ আর এই বেআইনি মাদক চাষ বন্ধ করতে ড্রোনের মাধ্যমে নজরদারি করা অনেক সুবিধাজনক ৷ এতে মাদক চাষের সঙ্গে যুক্তরা পুলিশকে যেমন দেখতে পারবে না ৷ তেমনই একটা ড্রোন ব্যবহার করে 5 কিলোমিটার পর্যন্ত এলাকায় নজরদারি চালানো সম্ভব হবে ৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটাই ৷ কারণ নভেম্বর থেকে গাঁজা ও আফিমের বেআইনি চাষ শুরু হয় ৷ আর তা শেষ হয় ফেব্রুয়ারিতে ৷

কলকাতা, 15 ডিসেম্বর : বেআইনিভাবে গাঁজা এবং আফিম চাষ (Illegal Cultivation of Cannabis and Poppy Seeds) বন্ধ করতে তৎপর রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি ৷ তাই এ বার বেআইনি গাঁজা ও আফিম চাষ বন্ধ করতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য গোয়েন্দা সংস্থা ৷ বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে সিআইডি ৷ এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক ৷

ড্রোন ব্যবহার করে এই নজরদারির মাধ্যমে পশ্চিমবঙ্গে মাদক চাষ বন্ধ করতে চাইছে প্রশাসন (CID Using Drone surveillance) ৷ আর এর জন্য সিআইডি’র তরফে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ গাঁজা এবং আফিমের বেআইনি চাষ বন্ধ করার পিছনে মূল কারণ, সম্প্রতি কোচবিহারে পোস্ত খেতে বেআইনিভাবে আফিম চাষের সন্ধান পায় পুলিশ ৷ মূল পোস্তর বীজ থেকেই আফিম তৈরি করা ৷ কিন্তু যেহেতু পোস্ত রান্নার উপাদান হিসেবে ব্যবহার হয় তাই এর উপর বেশি করে নজরদারি প্রয়োজন বলে মনে করছে গোয়েন্দা বিভাগ ৷

আরও পড়ুন : Cannabis Rcovered In Birbhum: বীরভূমে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার 1

তবে শুধু কোচবিহার নয় ৷ মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়া জেলার বেশ কয়েকটি অঞ্চলে চাষিরা বেআইনিভাবে পোস্ত চাষ করছেন বলে জানতে পেরেছে সিআইডি ৷ কোচবিহারের দিনহাটা ও তুফানগঞ্জে 25 একর জমিতে বেআইনি গাঁজা চাষ করা হচ্ছিল ৷ গত সপ্তাহে সেই খবর পেয়ে দুই জায়গায় হানা দেয় পুলিশ ৷ আর এই বেআইনি মাদক চাষ বন্ধ করতে ড্রোনের মাধ্যমে নজরদারি করা অনেক সুবিধাজনক ৷ এতে মাদক চাষের সঙ্গে যুক্তরা পুলিশকে যেমন দেখতে পারবে না ৷ তেমনই একটা ড্রোন ব্যবহার করে 5 কিলোমিটার পর্যন্ত এলাকায় নজরদারি চালানো সম্ভব হবে ৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটাই ৷ কারণ নভেম্বর থেকে গাঁজা ও আফিমের বেআইনি চাষ শুরু হয় ৷ আর তা শেষ হয় ফেব্রুয়ারিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.