কলকাতা, 12 জুলাই : রথযাত্রার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "রথযাত্রার শুভক্ষণে সকলকে আন্তরিক শুভেচ্ছা ! জগন্নাথের কাছে প্রার্থনা করি আমার সমস্ত ভাই ও বোন যেন সুরক্ষিত থাকে । সকলের মঙ্গল কামনা করি ।"
গতবারের মতো এবারও করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে রথে । ওড়িশা থেকে শুরু করে এই রাজ্য... সর্বত্রই ছিমছাম করে হচ্ছে রথযাত্রা । ফি বছরের জৌলুস, একেবারেই উধাও ।
-
Warm wishes to all on the auspicious occasion of #RathYatra!
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I pray to Lord Jagannath for the safety and well-being of all my brothers & sisters.
Jai Jagannath 🙏🏻
">Warm wishes to all on the auspicious occasion of #RathYatra!
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2021
I pray to Lord Jagannath for the safety and well-being of all my brothers & sisters.
Jai Jagannath 🙏🏻Warm wishes to all on the auspicious occasion of #RathYatra!
— Mamata Banerjee (@MamataOfficial) July 12, 2021
I pray to Lord Jagannath for the safety and well-being of all my brothers & sisters.
Jai Jagannath 🙏🏻
করোনা আবহের কারণে এবার কোনও রথযাত্রার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তবে আজ দুপুর 12 টার সময় কলকাতার ইসকনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য ভোগ ও পূজা পাঠাবেন তিনি ।
উল্লেখ্য, ইসকনের রথযাত্রা এবার 50 বছরে পা রাখল । করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হলেও জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে ও সামাজিক দূরত্বকে বজায় রেখে এবারেও অনলাইনেই জগন্নাথদেব দর্শন করার আবেদন জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ । দর্শনার্থীদের জন্য অনলাইন ও ফেসবুক লাইভের মাধ্যমে দর্শনের ব্যবস্থা করা হয়েছে ।