ETV Bharat / state

Bengal Budget Postponed: ত্রিপুরায় সফর মুখ্যমন্ত্রীর, পিছল রাজ্য বাজেট পেশের দিন - West Bengal Budget Postponed

পিছিয়ে দেওয়া হল রাজ্য বাজেট পেশের দিন (Bengal Budget Postponed)৷ পূর্ব নির্ধারিত সূচিতে যে দিন বাজেট (West Bengal Budget Session) পেশের কথা ছিল, সে দিন ত্রিপুরায় সফর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেই কারণেই বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

Mamata Banerjee Assembly ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভা
author img

By

Published : Feb 2, 2023, 2:11 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: কেন্দ্রের বাজেট অধিবেশন (West Bengal Budget Session) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । গতকাল অর্থাৎ বুধবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এ দিকে, বাংলায় বাজেট পেশের (Bengal Budget Postponed) পূর্ব ঘোষিত দিন কাকতালীয়ভাবে হলেও পিছিয়ে গেল ।

বাজেট পেশ 15 ফেব্রুয়ারি: আগে ঠিক ছিল 6 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় । পরবর্তীতে সেই দিন পরিবর্তন করে 8 ফেব্রুয়ারি করা হয় । কিন্তু পূর্ব ঘোষিত সূচি অনুসারে ঠিক ছিল 10 ফেব্রুয়ারি হবে বাজেট পেশ । তবে শেষ পর্যন্ত সেই দিনটাও বদল করা হয়েছে ৷ বিধানসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে, এ বার বাজেট পেশ করা হবে 15 ফেব্রুয়ারি ।

বাজেট অধিবেশনের নয়া সূচি: নতুন সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্য বিধানসভায় নিজের বক্তব্য রাখবেন। এরপর 10 এবং 13 ফেব্রুয়ারি এই বাজেট বক্তৃতার উপর বিধানসভায় আলোচনা হবে আর সেই কারণেই বাজেট পেশের দিন পিছিয়ে গেল ।

আগে ঠিক ছিল 10 তারিখ বাজেট বিধানসভায় পেশ হওয়ার পর 13 তারিখ থেকে রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনা হবে । কিন্তু যতদূর জানা যাচ্ছে, তাতে রাজ্য সরকার চাইছে রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনা করেই বাজেট পেশ এবং বাজেট নিয়ে আলোচনা করতে । আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে ।

বাজেট পেশের দিন পিছিয়ে যাওয়ায় চর্চা: এ দিকে, বাজেট পেশের দিন পিছিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । অতীতে দেখা গিয়েছে, যে দিন বাজেট পেশ হয়, সেই দিন শুরু থেকেই বিধানসভায় থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Latest News)। 10 ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কোনও অসুবিধা হওয়ার কথা নয় ।

আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি পেশ হতে পারে রাজ্য বাজেট, জানালেন চন্দ্রিমা

ত্রিপুরা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী: কিন্তু এখানে সমস্যা অন্য জায়গায় । মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা যাচ্ছে, ওই সময় মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় থাকবেন । যদি 10 তারিখ বাজেট পেশ করতে হত, সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি পরিবর্তনের প্রয়োজন ছিল । মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচির কথা মাথায় রেখেই বাজেট পেশের দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে ।

পরিষদীয় মন্ত্রী যা বললেন: এ দিন অবশ্য বাজেট অধিবেশন নিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের কাছে বাজেট অধিবেশন সব সময়েই খুব গুরুত্বপূর্ণ । এ বার তার বাড়তি গুরুত্ব রয়েছে ৷ নবাগত রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোস এ বারই প্রথম বিধানসভার অধিবেশন শুরু করবেন ।

কলকাতা, 2 ফেব্রুয়ারি: কেন্দ্রের বাজেট অধিবেশন (West Bengal Budget Session) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । গতকাল অর্থাৎ বুধবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এ দিকে, বাংলায় বাজেট পেশের (Bengal Budget Postponed) পূর্ব ঘোষিত দিন কাকতালীয়ভাবে হলেও পিছিয়ে গেল ।

বাজেট পেশ 15 ফেব্রুয়ারি: আগে ঠিক ছিল 6 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় । পরবর্তীতে সেই দিন পরিবর্তন করে 8 ফেব্রুয়ারি করা হয় । কিন্তু পূর্ব ঘোষিত সূচি অনুসারে ঠিক ছিল 10 ফেব্রুয়ারি হবে বাজেট পেশ । তবে শেষ পর্যন্ত সেই দিনটাও বদল করা হয়েছে ৷ বিধানসভার সচিবালয় সূত্রে জানা যাচ্ছে, এ বার বাজেট পেশ করা হবে 15 ফেব্রুয়ারি ।

বাজেট অধিবেশনের নয়া সূচি: নতুন সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্য বিধানসভায় নিজের বক্তব্য রাখবেন। এরপর 10 এবং 13 ফেব্রুয়ারি এই বাজেট বক্তৃতার উপর বিধানসভায় আলোচনা হবে আর সেই কারণেই বাজেট পেশের দিন পিছিয়ে গেল ।

আগে ঠিক ছিল 10 তারিখ বাজেট বিধানসভায় পেশ হওয়ার পর 13 তারিখ থেকে রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনা হবে । কিন্তু যতদূর জানা যাচ্ছে, তাতে রাজ্য সরকার চাইছে রাজ্যপালের বক্তব্যের উপর আলোচনা করেই বাজেট পেশ এবং বাজেট নিয়ে আলোচনা করতে । আর সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে ।

বাজেট পেশের দিন পিছিয়ে যাওয়ায় চর্চা: এ দিকে, বাজেট পেশের দিন পিছিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে । অতীতে দেখা গিয়েছে, যে দিন বাজেট পেশ হয়, সেই দিন শুরু থেকেই বিধানসভায় থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Latest News)। 10 ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে কোনও অসুবিধা হওয়ার কথা নয় ।

আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি পেশ হতে পারে রাজ্য বাজেট, জানালেন চন্দ্রিমা

ত্রিপুরা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী: কিন্তু এখানে সমস্যা অন্য জায়গায় । মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা যাচ্ছে, ওই সময় মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের প্রচারে ত্রিপুরায় থাকবেন । যদি 10 তারিখ বাজেট পেশ করতে হত, সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি পরিবর্তনের প্রয়োজন ছিল । মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচির কথা মাথায় রেখেই বাজেট পেশের দিনক্ষণে পরিবর্তন আনা হয়েছে ।

পরিষদীয় মন্ত্রী যা বললেন: এ দিন অবশ্য বাজেট অধিবেশন নিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের কাছে বাজেট অধিবেশন সব সময়েই খুব গুরুত্বপূর্ণ । এ বার তার বাড়তি গুরুত্ব রয়েছে ৷ নবাগত রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোস এ বারই প্রথম বিধানসভার অধিবেশন শুরু করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.