ETV Bharat / state

Chandrima on Bengal Budget: 15 ফেব্রুয়ারি পেশ হতে পারে রাজ্য বাজেট, জানালেন চন্দ্রিমা - Budget 2023 24

আগামী 15 ফেব্রুয়ারি পেশ হতে পারে রাজ্য বাজেট (Bengal Budget 2023-24)৷ এ কথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya News)৷ 8 ফেব্রুয়ারি রাজ্যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে (Chandrima on Bengal Budget)৷

Chandrima Bhattacharya ETV Bharat
চন্দ্রিমা ভট্টাচার্য
author img

By

Published : Jan 29, 2023, 7:33 PM IST

কলকাতা, 29 জানুয়ারি: আগামী 15 ফেব্রুয়ারি বিধানসভায় (West Bengal Budget Session) 2023-24 অর্থবছরের জন্য বাজেট (Bengal Budget 2023-24) পেশ করতে পারে রাজ্য সরকার ৷ রবিবার এ কথা জানালেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya News)৷ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে 8 ফেব্রুয়ারি । চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, "সম্ভবত 15 ফেব্রুয়ারি রাজ্য বাজেট (Chandrima on Bengal Budget) পেশ করা হবে ।"

ব্যবসার পরিবেশের উন্নতি হয়েছে বলে দাবি চন্দ্রিমার: রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি বাণিজ্য মেলার পরিদর্শনে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেখানেই তিনি বলেন, রাজ্যে ব্যবসার পরিবেশের "প্রত্যাশিতভাবে উন্নতি" হচ্ছে । তিনি সাংবাদিকদের বলেন, "আমরা চাই যে লোকেরা ব্যবসার সুযোগ তৈরিতে সুবিধে পাওয়ার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করুক ৷ যার ফলস্বরূপ আরও বেশি কর্মসংস্থান হবে ৷"

আরও পড়ুন: বাড়ানো হোক বার্ধক্য ভাতা, কেন্দ্রের কাছে দাবি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির

স্টার্ট আপ নিয়ে আশাবাদী মন্ত্রী: স্টার্ট আপ সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন যে, রাজ্যের অনেক তরুণ এবং বাইরে থেকেও নতুন ব্যবসায়িক সংস্থা স্থাপনের জন্য কাজ করছে, যা "খুব উত্সাহজনক"। তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়ছে । আরও ব্যবসা আরও কর্মসংস্থান তৈরি করবে । পশ্চিমবঙ্গ এবং বাইরের লোকেরা এখানে ব্যবসা স্থাপন করতে উত্সাহিত হচ্ছেন । মুখ্যমন্ত্রী এর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন ৷"

মেলায় বিনিয়োগে রাজি 100 স্টার্ট আপ: বাণিজ্য সংস্থার সভাপতি সুশীল পোদ্দার এ দিন বলেন, প্রায় 100টি স্টার্ট-আপ মেলায় বিনিয়োগ নিশ্চিত করার জন্য আবেদন করেছে । রাজ্যের অন্যান্য জায়গায়ও এই ধরনের মেলা করার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন ৷

লোকসভায় বাজেট পেশ 1 ফেব্রুয়ারি: এ দিকে, 31 জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ৷ ওইদিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন ৷

কলকাতা, 29 জানুয়ারি: আগামী 15 ফেব্রুয়ারি বিধানসভায় (West Bengal Budget Session) 2023-24 অর্থবছরের জন্য বাজেট (Bengal Budget 2023-24) পেশ করতে পারে রাজ্য সরকার ৷ রবিবার এ কথা জানালেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya News)৷ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে 8 ফেব্রুয়ারি । চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, "সম্ভবত 15 ফেব্রুয়ারি রাজ্য বাজেট (Chandrima on Bengal Budget) পেশ করা হবে ।"

ব্যবসার পরিবেশের উন্নতি হয়েছে বলে দাবি চন্দ্রিমার: রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি বাণিজ্য মেলার পরিদর্শনে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেখানেই তিনি বলেন, রাজ্যে ব্যবসার পরিবেশের "প্রত্যাশিতভাবে উন্নতি" হচ্ছে । তিনি সাংবাদিকদের বলেন, "আমরা চাই যে লোকেরা ব্যবসার সুযোগ তৈরিতে সুবিধে পাওয়ার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করুক ৷ যার ফলস্বরূপ আরও বেশি কর্মসংস্থান হবে ৷"

আরও পড়ুন: বাড়ানো হোক বার্ধক্য ভাতা, কেন্দ্রের কাছে দাবি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির

স্টার্ট আপ নিয়ে আশাবাদী মন্ত্রী: স্টার্ট আপ সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন যে, রাজ্যের অনেক তরুণ এবং বাইরে থেকেও নতুন ব্যবসায়িক সংস্থা স্থাপনের জন্য কাজ করছে, যা "খুব উত্সাহজনক"। তাঁর কথায়, "পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়ছে । আরও ব্যবসা আরও কর্মসংস্থান তৈরি করবে । পশ্চিমবঙ্গ এবং বাইরের লোকেরা এখানে ব্যবসা স্থাপন করতে উত্সাহিত হচ্ছেন । মুখ্যমন্ত্রী এর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন ৷"

মেলায় বিনিয়োগে রাজি 100 স্টার্ট আপ: বাণিজ্য সংস্থার সভাপতি সুশীল পোদ্দার এ দিন বলেন, প্রায় 100টি স্টার্ট-আপ মেলায় বিনিয়োগ নিশ্চিত করার জন্য আবেদন করেছে । রাজ্যের অন্যান্য জায়গায়ও এই ধরনের মেলা করার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন ৷

লোকসভায় বাজেট পেশ 1 ফেব্রুয়ারি: এ দিকে, 31 জানুয়ারি থেকে সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ৷ ওইদিন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ 1 ফেব্রুয়ারি লোকসভায় পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.