ETV Bharat / state

Subrata Mukherjee : আজ বিধানসভায় সুব্রত-স্মরণ, পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত - বিধানসভা

আজ বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভা ৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে জল্পনা ৷ স্মরণসভায় উপস্থিত থাকবেন বিজেপি বিধায়করাও ৷

Subrata Mukherjee
আজ বিধানসভায় সুব্রত স্মরণ, পূর্ব নির্ধারিত সূচি স্থগিত
author img

By

Published : Nov 8, 2021, 9:38 AM IST

কলকাতা, 8 নভেম্বর : সদ্যপ্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আজ বিধানসভায় শ্রদ্ধার্ঘ্য জানানো হবে ৷ এর জন্য এদিন বিধানসভার পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে ৷

বিশেষ এই স্মরণসভায় সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবন ও তাঁর বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা করবেন রাজ্যের মন্ত্রী, বিধায়করা ৷ বিশেষ এই স্মরণসভায় উপস্থিত থাকবেন বিরোধী বিজেপির বিধায়করাও। জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের দলীয় বিধায়কদের আজ বিধানসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

তবে সুব্রত মুখোপাধ্যায়ের এই স্মরণসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উপস্থিত থাকবেন কি না সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এমনিতেই সুব্রতবাবুর প্রয়াণের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পঞ্চায়েত মন্ত্রীর এই প্রয়াণ তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। বলেছিলেন, "সুব্রতদা'র মৃতদেহ আমি দেখতে পারব না ৷" আর সে কারণেই মুখ্যমন্ত্রী তাঁর শেষ যাত্রাতেও উপস্থিত ছিলেন না।

যতদূর জানা গিয়েছে, সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ শোক প্রস্তাব এদিন উপস্থাপন করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাবটির উপর যাঁরা বক্তব্য রাখতে চান তাঁরা বক্তব্য রাখবেন। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের পাশাপাশি সদ্যপ্রয়াত রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের নামেও শোক প্রস্তাব পাঠ হতে পারে। একই সঙ্গে স্মরণ করা হতে পারে হরিণঘাটার পাঁচবারের বাম বিধায়ক ননীগোপাল মালাকারকেও।

আরও পড়ুন : MA English Chaiwali: ব্যবসাই করতে চান, এমএ ইংলিশ চায়েওয়ালি টুকটুকির দৃঢ়তায় মুগ্ধ জ্যোতিপ্রিয়

এদিন দুপুর 12 টায় বিজনেস এ্যাডভাইজারি কমিটি বা বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক রয়েছে । এই বৈঠকে পরবর্তী মঙ্গল এবং শুক্রবারের কর্মসূচি নির্ধারিত হবে। একইসঙ্গে এদিনের এই বৈঠকে সদ্য সমাপ্ত চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ীদের শপথের কার্যক্রমও চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। নবান্নের সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে সোমবার স্বরাষ্ট্র দফতর থেকে রাজ্যপালের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হবে রাজভবনে। সন্ধ্যার মধ্যে রাজভবনের অনুমতি পেলে মঙ্গলবার জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিধানসভাতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। পাশাপাশি মন্ত্রিসভায় রদবদলের বিষয়টিও এখানে আলোচনা হতে পারে।

কলকাতা, 8 নভেম্বর : সদ্যপ্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আজ বিধানসভায় শ্রদ্ধার্ঘ্য জানানো হবে ৷ এর জন্য এদিন বিধানসভার পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে ৷

বিশেষ এই স্মরণসভায় সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবন ও তাঁর বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা করবেন রাজ্যের মন্ত্রী, বিধায়করা ৷ বিশেষ এই স্মরণসভায় উপস্থিত থাকবেন বিরোধী বিজেপির বিধায়করাও। জানা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দক্ষিণবঙ্গের দলীয় বিধায়কদের আজ বিধানসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

তবে সুব্রত মুখোপাধ্যায়ের এই স্মরণসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উপস্থিত থাকবেন কি না সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এমনিতেই সুব্রতবাবুর প্রয়াণের দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পঞ্চায়েত মন্ত্রীর এই প্রয়াণ তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। বলেছিলেন, "সুব্রতদা'র মৃতদেহ আমি দেখতে পারব না ৷" আর সে কারণেই মুখ্যমন্ত্রী তাঁর শেষ যাত্রাতেও উপস্থিত ছিলেন না।

যতদূর জানা গিয়েছে, সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ শোক প্রস্তাব এদিন উপস্থাপন করবেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাবটির উপর যাঁরা বক্তব্য রাখতে চান তাঁরা বক্তব্য রাখবেন। এদিন সুব্রত মুখোপাধ্যায়ের পাশাপাশি সদ্যপ্রয়াত রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের নামেও শোক প্রস্তাব পাঠ হতে পারে। একই সঙ্গে স্মরণ করা হতে পারে হরিণঘাটার পাঁচবারের বাম বিধায়ক ননীগোপাল মালাকারকেও।

আরও পড়ুন : MA English Chaiwali: ব্যবসাই করতে চান, এমএ ইংলিশ চায়েওয়ালি টুকটুকির দৃঢ়তায় মুগ্ধ জ্যোতিপ্রিয়

এদিন দুপুর 12 টায় বিজনেস এ্যাডভাইজারি কমিটি বা বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক রয়েছে । এই বৈঠকে পরবর্তী মঙ্গল এবং শুক্রবারের কর্মসূচি নির্ধারিত হবে। একইসঙ্গে এদিনের এই বৈঠকে সদ্য সমাপ্ত চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ীদের শপথের কার্যক্রমও চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। নবান্নের সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে সোমবার স্বরাষ্ট্র দফতর থেকে রাজ্যপালের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হবে রাজভবনে। সন্ধ্যার মধ্যে রাজভবনের অনুমতি পেলে মঙ্গলবার জয়ী বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিধানসভাতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। পাশাপাশি মন্ত্রিসভায় রদবদলের বিষয়টিও এখানে আলোচনা হতে পারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.