ETV Bharat / state

Biman on Nawshad Issue: নওশাদকে নিয়ে বয়ান বদল বিমানের, আইনেই আস্থা রাখলেন বিধানসভার স্পিকার - স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

বুধবার বিমান বন্দ্যোপাধ্য়ায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দীর্ঘ সময় ধরে কারাবন্দি হয়ে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷ শুক্রবার সেই বয়ান বদল করলেন তিনি (Biman Banerjee on Nawshad Siddiqui Arrest Issue) ৷ এবার তাঁর মত, কেউ আইনের ঊর্ধ্বে নয় ৷

Biman on Nawshad Issue
Biman on Nawshad Issue
author img

By

Published : Feb 24, 2023, 6:53 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বুধবার বলেছিলেন, নওশাদকে এতদিন জেলে রাখার মানে হয় না । অধ্যক্ষ হিসাবে নয়, এটা ছিল আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) প্রতিক্রিয়া । শুক্রবার তিনি বললেন, নওশাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার আদালত করবে । এটা অবশ্য বলছেন বিধানসভার (West Bengal Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ ফলে বুধের বয়ান বদলে গেল শুক্রবার । নওশাদকে নিয়ে তাঁর যে মন্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে এদিন অভিযোগ করেছেন বিমান ৷ তারপরেই তাঁর বক্তব্য, আইন আইনের পথেই চলবে । আইনের ঊর্ধ্বে কেউ নয় ।

প্রসঙ্গত, গত বুধবার ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawshad Siddiqui) সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, নওশাদ এমন কিছু করেননি যার জন্য ওঁকে এত দিন জেলে থাকতে হবে ।’’ একথা বলার পর তিনি এও সংযুক্ত করেছিলেন যে এই বক্তব্য তিনি রাখছেন বিধানসভার স্পিকার হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসাবে ।

তবে দেখা গেল এদিন তাঁর পুরনো বক্তব্য থেকে সরে গিয়ে যাবতীয় দায় সংবাদমাধ্যমের উপর চাপিয়ে দিলেন বিমান । এবং দাবি করলেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করেছে । এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আইনের উর্ধ্বে কেউ নন । বিধায়ক বলে কেউ বিশেষ সুবিধা পাবেন না । তাঁর নেতৃত্বে এত বড় ঘটনা ঘটেছে, যা শহর কলকাতার মানুষ বহুদিন দেখেনি । রাজনৈতিক নেতা হিসাবে এই ধরনের ঘটনার নেতৃত্ব দেওয়া অত্যন্ত নিন্দনীয় ।’’

তিনি আরও বলেন, ‘‘নওশাদ সিদ্দিকীর বিষয়টি আদালত বিচার করবে । এই বিষয়ে আমার কিছু করার নেই । আইন আইনের পথেই চলবে । আইনের ঊর্ধ্বে কেউ নন । আমাদের আরও দুইজন বিধায়ক জেলে রয়েছেন । উনি বিধায়ক বলে বিশেষ প্রিভিলেজ পাবেন, এমনটি নয় । প্রকাশ্য রাস্তাতে দাঁড়িয়ে এতজন পুলিশ অফিসারকে মারা হয়েছে ও সবটাই তাঁর নেতৃত্বে হয়েছে । কলকাতার মানুষ বহুদিন এমন ঘটনা দেখেননি ।’’

প্রসঙ্গত, বুধ ও শুক্র দু’দিন বিমান বন্দ্যোপাধ্যায়ের দু'রকম বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের চাপের মুখে পড়েই শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করেছেন বিমান বন্দ্যোপাধ্যায় । যদিও রাজ্যের শাসক দল এই নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷

আরও পড়ুন: নওশাদ ইস্যুতে বিমানের বক্তব্য সমর্থন সুজনের

কলকাতা, 24 ফেব্রুয়ারি: বুধবার বলেছিলেন, নওশাদকে এতদিন জেলে রাখার মানে হয় না । অধ্যক্ষ হিসাবে নয়, এটা ছিল আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) প্রতিক্রিয়া । শুক্রবার তিনি বললেন, নওশাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার আদালত করবে । এটা অবশ্য বলছেন বিধানসভার (West Bengal Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ৷ ফলে বুধের বয়ান বদলে গেল শুক্রবার । নওশাদকে নিয়ে তাঁর যে মন্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে এদিন অভিযোগ করেছেন বিমান ৷ তারপরেই তাঁর বক্তব্য, আইন আইনের পথেই চলবে । আইনের ঊর্ধ্বে কেউ নয় ।

প্রসঙ্গত, গত বুধবার ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী (ISF MLA Nawshad Siddiqui) সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, নওশাদ এমন কিছু করেননি যার জন্য ওঁকে এত দিন জেলে থাকতে হবে ।’’ একথা বলার পর তিনি এও সংযুক্ত করেছিলেন যে এই বক্তব্য তিনি রাখছেন বিধানসভার স্পিকার হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসাবে ।

তবে দেখা গেল এদিন তাঁর পুরনো বক্তব্য থেকে সরে গিয়ে যাবতীয় দায় সংবাদমাধ্যমের উপর চাপিয়ে দিলেন বিমান । এবং দাবি করলেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করেছে । এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আইনের উর্ধ্বে কেউ নন । বিধায়ক বলে কেউ বিশেষ সুবিধা পাবেন না । তাঁর নেতৃত্বে এত বড় ঘটনা ঘটেছে, যা শহর কলকাতার মানুষ বহুদিন দেখেনি । রাজনৈতিক নেতা হিসাবে এই ধরনের ঘটনার নেতৃত্ব দেওয়া অত্যন্ত নিন্দনীয় ।’’

তিনি আরও বলেন, ‘‘নওশাদ সিদ্দিকীর বিষয়টি আদালত বিচার করবে । এই বিষয়ে আমার কিছু করার নেই । আইন আইনের পথেই চলবে । আইনের ঊর্ধ্বে কেউ নন । আমাদের আরও দুইজন বিধায়ক জেলে রয়েছেন । উনি বিধায়ক বলে বিশেষ প্রিভিলেজ পাবেন, এমনটি নয় । প্রকাশ্য রাস্তাতে দাঁড়িয়ে এতজন পুলিশ অফিসারকে মারা হয়েছে ও সবটাই তাঁর নেতৃত্বে হয়েছে । কলকাতার মানুষ বহুদিন এমন ঘটনা দেখেননি ।’’

প্রসঙ্গত, বুধ ও শুক্র দু’দিন বিমান বন্দ্যোপাধ্যায়ের দু'রকম বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের চাপের মুখে পড়েই শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করেছেন বিমান বন্দ্যোপাধ্যায় । যদিও রাজ্যের শাসক দল এই নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেয়নি ৷

আরও পড়ুন: নওশাদ ইস্যুতে বিমানের বক্তব্য সমর্থন সুজনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.