ETV Bharat / state

Municipal Corporation: পৌরনিগমগুলিতে জোড়া ডেপুটি মেয়র নিয়োগের বিল বিনা বাধায় পাস বিধানসভায় - পৌরনিগম আইন

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) পাস হল দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2022৷ এদিন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিধানসভায় বিলটি পেশ করেন । বিরোধীরা না থাকায় বিনা বাধায় বিল পাস হয়ে যায় ৷

west-bengal-assembly-passes-bill-to-appoint-two-deputy-mayors-in-all-municipal-corporation
Municipal Corporation: পৌরনিগমগুলিতে জোড়া ডেপুটি মেয়র নিয়োগের বিল বিনা বাধায় পাস বিধানসভায়
author img

By

Published : Nov 21, 2022, 7:58 PM IST

কলকাতা, 21 নভেম্বর: পৌরনিগম (Municipal Corporation) এলাকার কাজ আরও ভালোভাবে চালাতে এবার জোড়া ডেপুটি মেয়র (Deputy Mayor) নিয়োগ করা যাবে । সোমবার এই মর্মে বিধানসভায় (West Bengal Assembly) পাস হল পৌর-সংশোধনী বিল ।

এদিন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) দ্বিতীয়ার্ধে বিধানসভায় বিলটি পেশ করেন । অখিল গিরি নিয়ে উত্তাপের মাঝে কার্যত একতরফাভাবেই পাস হয়ে গেল বিল । মূল বিলটি নিয়ে আলোচনার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হলেও মাত্র আধঘণ্টায় ধ্বনিভোটে পাস হল বিল । বিরোধী বিজেপি (BJP) বিধায়করা রাষ্ট্রপতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন । আর আইএসএফের বিধায়ক আব্বাস সিদ্দিকী আলোচনায় অংশগ্রহণ করলেন না । ফলে একরকম বিরোধিতা ছাড়াই এই বিল এদিন পাস হয়ে গেল ।

কী ছিল এই বিলে ? পশ্চিমবঙ্গ পৌরনিগম আইনের (West Bengal Municipal Act) অধীনে থাকা এই সংশোধনী বিলে পৌর প্রশাসকদের ও আধিকারিকদের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে । এই পদে এক্সিকিউটিভ পদের অফিসারদের নিয়োগের প্রস্তাব রয়েছে । কারও উপর নির্ভর না করে আর্থিক সিদ্ধান্ত-সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তাঁরা ।

বিলটি আইনে পরিণত হলে পৌরনিগমের খরচ, নিয়োগ, পরিকল্পনা বাস্তবায়ন-সহ একাধিক কাজ নিজেদের সিদ্ধান্তেই করতে পারবেন মেয়র, ডেপুটি মেয়ররা । বিলটি আইনে পরিণত হলে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল পৌরনিগমে দুজন করে ডেপুটি মেয়র বসবেন । যদিও এই মুহূর্তে আসানসোলে দু’জন ডেপুটি মেয়র রয়েছেন ।

প্রসঙ্গত, এদিন বিধানসভার অধিবেশনের দ্বিতীয় অর্ধের শুরুতেই দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2022 রাজ্য বিধানসভায় পেশ করেন ফিরহাদ হাকিম । বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন । চলে হইহট্টগোলও । তাতে বিরক্ত হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি আপনার সদস্যদের চুপ করতে বলুন । একজন বলছেন, অন্যরাও বলছেন তাঁর কথা না শুনে । এভাবে চলতে পারে না ।’’

তারপরও স্লোগান চলতে থাকে । পরে ওয়াক আউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা । ফলে বিধানসভার কার্যক্রমের শেষে বিরোধী দলের তরফ থেকে জানানো হয়, এদিন একতরফা ভাবেই এই বিল পাস করানো হয়েছে । এখানে গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ শাসক দলে যাঁরা কোনও পদ পাননি তাঁদের পুনর্বাসন দিতেই বিল আনা হয়েছে । এর মাধ্যমে শাসক দলের নেতাদের আরও বেশি করে দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে । সাধারণ মানুষের কতটা উপকার হবে, তা সময় বলবে । বাস্তবে সুবিধা হবে, যারা ডেপুটি মেয়র হবেন সেইসব তৃণমূল নেতাদের ।

আরও পড়ুন: প্রসূতি রেফার নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া বার্তা

কলকাতা, 21 নভেম্বর: পৌরনিগম (Municipal Corporation) এলাকার কাজ আরও ভালোভাবে চালাতে এবার জোড়া ডেপুটি মেয়র (Deputy Mayor) নিয়োগ করা যাবে । সোমবার এই মর্মে বিধানসভায় (West Bengal Assembly) পাস হল পৌর-সংশোধনী বিল ।

এদিন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) দ্বিতীয়ার্ধে বিধানসভায় বিলটি পেশ করেন । অখিল গিরি নিয়ে উত্তাপের মাঝে কার্যত একতরফাভাবেই পাস হয়ে গেল বিল । মূল বিলটি নিয়ে আলোচনার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হলেও মাত্র আধঘণ্টায় ধ্বনিভোটে পাস হল বিল । বিরোধী বিজেপি (BJP) বিধায়করা রাষ্ট্রপতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন । আর আইএসএফের বিধায়ক আব্বাস সিদ্দিকী আলোচনায় অংশগ্রহণ করলেন না । ফলে একরকম বিরোধিতা ছাড়াই এই বিল এদিন পাস হয়ে গেল ।

কী ছিল এই বিলে ? পশ্চিমবঙ্গ পৌরনিগম আইনের (West Bengal Municipal Act) অধীনে থাকা এই সংশোধনী বিলে পৌর প্রশাসকদের ও আধিকারিকদের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রয়েছে । এই পদে এক্সিকিউটিভ পদের অফিসারদের নিয়োগের প্রস্তাব রয়েছে । কারও উপর নির্ভর না করে আর্থিক সিদ্ধান্ত-সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তাঁরা ।

বিলটি আইনে পরিণত হলে পৌরনিগমের খরচ, নিয়োগ, পরিকল্পনা বাস্তবায়ন-সহ একাধিক কাজ নিজেদের সিদ্ধান্তেই করতে পারবেন মেয়র, ডেপুটি মেয়ররা । বিলটি আইনে পরিণত হলে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল পৌরনিগমে দুজন করে ডেপুটি মেয়র বসবেন । যদিও এই মুহূর্তে আসানসোলে দু’জন ডেপুটি মেয়র রয়েছেন ।

প্রসঙ্গত, এদিন বিধানসভার অধিবেশনের দ্বিতীয় অর্ধের শুরুতেই দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল 2022 রাজ্য বিধানসভায় পেশ করেন ফিরহাদ হাকিম । বিরোধীরা স্লোগান দিতে শুরু করেন । চলে হইহট্টগোলও । তাতে বিরক্ত হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি আপনার সদস্যদের চুপ করতে বলুন । একজন বলছেন, অন্যরাও বলছেন তাঁর কথা না শুনে । এভাবে চলতে পারে না ।’’

তারপরও স্লোগান চলতে থাকে । পরে ওয়াক আউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা । ফলে বিধানসভার কার্যক্রমের শেষে বিরোধী দলের তরফ থেকে জানানো হয়, এদিন একতরফা ভাবেই এই বিল পাস করানো হয়েছে । এখানে গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ শাসক দলে যাঁরা কোনও পদ পাননি তাঁদের পুনর্বাসন দিতেই বিল আনা হয়েছে । এর মাধ্যমে শাসক দলের নেতাদের আরও বেশি করে দুর্নীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে । সাধারণ মানুষের কতটা উপকার হবে, তা সময় বলবে । বাস্তবে সুবিধা হবে, যারা ডেপুটি মেয়র হবেন সেইসব তৃণমূল নেতাদের ।

আরও পড়ুন: প্রসূতি রেফার নিয়ে ক্ষুব্ধ মমতা, দিলেন কড়া বার্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.