কলকাতা, 22 জানুয়ারি : আর মাত্র কয়েক মাসের অপেক্ষা । তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন । রাজ্যের রাজনৈতিক বাতাবরণের দিকে নজর রাখলে আসন্ন নির্বাচনে কাঁটায় কাঁটায় টক্কর হতে চলেছে তৃণমূল-বিজেপির । এমনই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা । এরই মধ্যে তিনদিন ধরে রাজ্যে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন বেঞ্চ খতিয়ে দেখে রাজ্যের পরিস্থিতি । এরপর আজ মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ । বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারও ।
রাজ্যে ভোটারদের ভোটদান সুনিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন । আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর রাজ্যে আর কোনওরকম বাইক মিছিল করা যাবে । গ্রিন পুলিশ ও সিভিক পুলিশদেরও নির্বাচন প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন তিনি ।
পাশাপাশি কোরোনা সতর্কতায় কমানো হচ্ছে প্রতি পোলিং স্টেশনের ভোটার সংখ্যাও । প্রতি পোলিং স্টেশনে সর্বোচ্চ এক হাজার জন ভোটার থাকবে । ফলে রাজ্যে 22 হাজারের বেশি পোলিং স্টেশন বাড়বে বলে আজ সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা । পাশাপাশি, এক্সপেনডিচার অবজ়ারভারও নিয়োগ করা হবে এবারের বিধানসভা নির্বাচনে ।
আরও পড়ুন : ব্যালট ফিরিয়ে আনা হবে না, মমতার দাবি ওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার
পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্যের নির্বাচন নিয়ে আগামীকাল রাজধানীতে বৈঠকে বসবে জাতীয় নির্বাচন কমিশন । প্রত্যেকটি রাজ্য থেকে তথ্য সংগ্রহের পর দিল্লিতে আগামীকাল আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি শুরু করবে নির্বাচন কমিশন ।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন যে সন্তুষ্ট নয়, সে-কথা আগেই বুঝিয়ে দিয়েছিলেন সুনীল অরোরা । বলেছিলেন, নির্বাচন কমিশন জানে, কীভাবে সুষ্ঠু ও অবাধ ভোট করাতে হবে । তবে কতগুলি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানায়নি কমিশন । সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার আশ্বাস দেন, বিধানসভা ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । দুই-তিন মাস আগে না হলেও ভোটের বেশ কিছু আগে থেকেই রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী ।