ETV Bharat / state

আজ মমতা-তেজস্বী বৈঠক, থাকতে পারেন পিকেও

author img

By

Published : Mar 1, 2021, 10:13 AM IST

আজকের বৈঠক সফল হলে তৃণমূল নেত্রী তেজস্বীর দলের জন্য বেশ কয়েকটি আসন ছেড়ে দিতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ।

মমতা-তেজস্বী বৈঠক
ফাইল ছবি

কলকাতা, 1 মার্চ : অদ্ভুত চিত্রনাট্য ! কলকাতায় এসেও এড়িয়ে গেলেন বামেদের ব্রিগেড । আর তার পরের দিনই অর্থাৎ আজই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক । শুধু বৈঠকই নয়, শোনা যাচ্ছে শুধু প্রসাদ যাদবের দল আরজেডি সঙ্গে জোটও হতে পারে মমতার দলের ।

বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বামেদের ব্রিগেডে থাকতে পারেন তেজস্বী যাদব । কিন্তু তরুণ আরজেডি নেতার অভিপ্রায় বোঝা যায়নি তখনও । তবে গতকাল বেলেঘাটায় দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি কিছুটা স্পষ্ট হয় । শোনা যায় লালুপুত্র তেজস্বী নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সময় চেয়েছেন । তখন থেকেই সলতে পাকানো শুরু । শুরু হয় জোট-জল্পনা । তেজস্বী ঘনিষ্ঠ সূত্রে খবর তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাই মুখ ।

এদিকে তৃণমূল সূত্র থেকে জানা যায়, আজ তেজস্বীকে সময় দিয়েছেন মমতা । আজ বিকেল চারটেয় তেজস্বী সঙ্গে বৈঠক করবেন তিনি । বৈঠকে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও থাকবেন বলে সূত্রের খবর । এই বৈঠকের পর তৃণমূল যদি তেজস্বীর দলের জন্য আসন ছেড়ে দেয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ।

আরও পড়ুন : বিহারের মতো বাংলাতেও মহাজোটের পক্ষে সওয়াল তেজস্বীর

মমতা-তেজস্বী সম্পর্ক বরাবরই মধুর । ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে মমতার পাশেই দেখা গিয়েছিল তেজস্বীকে । এমনকি ধর্মতলার ধর্না মঞ্চেও তিনি যোগ দিয়েছিলেন । এখানেই শেষ নয় । বিহারের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তেজস্বীর দলকে পূর্ণ সমর্থন জানিয়েছিল । তাই মনে করা হচ্ছে, এদিনের বৈঠক শুধু সৌজন্য বিনিময় আটকে না থেকে, আরও ব্যাপক তাৎপর্য নিয়ে সামনে আসতে পারে ।

কলকাতা, 1 মার্চ : অদ্ভুত চিত্রনাট্য ! কলকাতায় এসেও এড়িয়ে গেলেন বামেদের ব্রিগেড । আর তার পরের দিনই অর্থাৎ আজই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক । শুধু বৈঠকই নয়, শোনা যাচ্ছে শুধু প্রসাদ যাদবের দল আরজেডি সঙ্গে জোটও হতে পারে মমতার দলের ।

বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বামেদের ব্রিগেডে থাকতে পারেন তেজস্বী যাদব । কিন্তু তরুণ আরজেডি নেতার অভিপ্রায় বোঝা যায়নি তখনও । তবে গতকাল বেলেঘাটায় দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি কিছুটা স্পষ্ট হয় । শোনা যায় লালুপুত্র তেজস্বী নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সময় চেয়েছেন । তখন থেকেই সলতে পাকানো শুরু । শুরু হয় জোট-জল্পনা । তেজস্বী ঘনিষ্ঠ সূত্রে খবর তিনি জানিয়েছেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাই মুখ ।

এদিকে তৃণমূল সূত্র থেকে জানা যায়, আজ তেজস্বীকে সময় দিয়েছেন মমতা । আজ বিকেল চারটেয় তেজস্বী সঙ্গে বৈঠক করবেন তিনি । বৈঠকে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরও থাকবেন বলে সূত্রের খবর । এই বৈঠকের পর তৃণমূল যদি তেজস্বীর দলের জন্য আসন ছেড়ে দেয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ।

আরও পড়ুন : বিহারের মতো বাংলাতেও মহাজোটের পক্ষে সওয়াল তেজস্বীর

মমতা-তেজস্বী সম্পর্ক বরাবরই মধুর । ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে মমতার পাশেই দেখা গিয়েছিল তেজস্বীকে । এমনকি ধর্মতলার ধর্না মঞ্চেও তিনি যোগ দিয়েছিলেন । এখানেই শেষ নয় । বিহারের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তেজস্বীর দলকে পূর্ণ সমর্থন জানিয়েছিল । তাই মনে করা হচ্ছে, এদিনের বৈঠক শুধু সৌজন্য বিনিময় আটকে না থেকে, আরও ব্যাপক তাৎপর্য নিয়ে সামনে আসতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.