ETV Bharat / state

রাজ্যে এলেন রাকেশ টিকাইত, মমতাকে সমর্থন প্রসঙ্গে কী বললেন ? - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

আজ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ তবে মোদির বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই বিষয়ে কিছু বলতে চাননি তিনি ৷ বরং ঘুরিয়ে প্রশ্নের জবাব দেন ৷

রাজ্যে রাকেশ টিকাইত
রাজ্যে রাকেশ টিকাইত
author img

By

Published : Mar 13, 2021, 11:53 AM IST

Updated : Mar 13, 2021, 1:18 PM IST

কলকাতা, 13 মার্চ : আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত ৷ সকাল 10টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি ৷ নন্দীগ্রামে যাবেন ৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা ৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা ৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত ৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ তবে মোদির বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই বিষয়ে কিছু বলতে চাননি তিনি ৷ বরং ঘুরিয়ে প্রশ্নের জবাব দেন তিনি ৷

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ টিকাইত বলেন, "আমরা কৃষকদের সমর্থন করব ৷ যাঁরা কৃষকদের পাশে আছেন, তাঁদের সঙ্গে কথা বলব ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই প্রসঙ্গ এড়িয়ে বলেন, "আগে কৃষকদের সঙ্গে দেখা করব ৷ বাংলার কৃষকরা সবথেকে দুঃখী ৷ দেশের কৃষকদের বরবাদ করে দিয়েছে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী যে রাজনীতি করছেন, কৃষকদের ক্ষতি করছেন সেই বিষয়ে আমরা এখানকার কৃষকদের জানাব ৷ যাতে এই পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য সারা দেশে বেরিয়েছি । "

আরও পড়ুন, 40 লাখ ট্র্যাক্টরে সংসদ অভিযানের হুমকি টিকায়েতের

কোনও রাজনীতিকের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দেন তিনি ৷ কলকাতার জনতার উদ্দেশে তাঁর বার্তা, এরা দেশ লুট করে নিচ্ছে ৷ দেশকে বাঁচান ৷ এরা তো সমুদ্রপথ খুঁজছে ৷ দেশকে লুট করে পালিয়ে যাবে ৷

রাজ্যে এলেন রাকেশ টিকাইত, মমতাকে সমর্থন প্রসঙ্গে কী বললেন ? শুনে নিন

সম্প্রতি কৃষকরা দেশবাসীর কাছে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন । সংযুক্ত কিষান মোর্চা ভোটমুখী রাজ্যগুলির জনগণকে বলেছে, ''বিজেপিকে শিক্ষা দিন''। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও নয়া কৃষি আইন বাতিলের দাবি না-মেটায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা । বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক স্বার্থের বিষয়ে ভাবছে না বলে বারবার তোপ দাগা হচ্ছে। এই অবস্থায় ঠিক ভোটের মুখে রাজ্যে কৃষকদের মহাপঞ্চায়েত বিজেপির অস্বস্তি বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

কলকাতা, 13 মার্চ : আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত ৷ সকাল 10টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি ৷ নন্দীগ্রামে যাবেন ৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা ৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা ৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত ৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি ৷ তবে মোদির বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই বিষয়ে কিছু বলতে চাননি তিনি ৷ বরং ঘুরিয়ে প্রশ্নের জবাব দেন তিনি ৷

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ টিকাইত বলেন, "আমরা কৃষকদের সমর্থন করব ৷ যাঁরা কৃষকদের পাশে আছেন, তাঁদের সঙ্গে কথা বলব ৷" মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই প্রসঙ্গ এড়িয়ে বলেন, "আগে কৃষকদের সঙ্গে দেখা করব ৷ বাংলার কৃষকরা সবথেকে দুঃখী ৷ দেশের কৃষকদের বরবাদ করে দিয়েছে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী যে রাজনীতি করছেন, কৃষকদের ক্ষতি করছেন সেই বিষয়ে আমরা এখানকার কৃষকদের জানাব ৷ যাতে এই পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য সারা দেশে বেরিয়েছি । "

আরও পড়ুন, 40 লাখ ট্র্যাক্টরে সংসদ অভিযানের হুমকি টিকায়েতের

কোনও রাজনীতিকের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দেন তিনি ৷ কলকাতার জনতার উদ্দেশে তাঁর বার্তা, এরা দেশ লুট করে নিচ্ছে ৷ দেশকে বাঁচান ৷ এরা তো সমুদ্রপথ খুঁজছে ৷ দেশকে লুট করে পালিয়ে যাবে ৷

রাজ্যে এলেন রাকেশ টিকাইত, মমতাকে সমর্থন প্রসঙ্গে কী বললেন ? শুনে নিন

সম্প্রতি কৃষকরা দেশবাসীর কাছে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন । সংযুক্ত কিষান মোর্চা ভোটমুখী রাজ্যগুলির জনগণকে বলেছে, ''বিজেপিকে শিক্ষা দিন''। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও নয়া কৃষি আইন বাতিলের দাবি না-মেটায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা । বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক স্বার্থের বিষয়ে ভাবছে না বলে বারবার তোপ দাগা হচ্ছে। এই অবস্থায় ঠিক ভোটের মুখে রাজ্যে কৃষকদের মহাপঞ্চায়েত বিজেপির অস্বস্তি বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Last Updated : Mar 13, 2021, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.