কলকাতা, 11 মার্চ : আজ সন্ধেয় ফের একবার তাঁর সিটি স্ক্যান করানো হয় ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে ৷ আজ দুপুরে 6 সদস্যের মেডিকেল বোর্ড মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর এমনটাই জানাল এসএসকেএম কর্তৃপক্ষ । তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে এখনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং মাথার সামনের অংশেও যন্ত্রণা রয়েছে বলে জানান এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় । পোস্ট ট্রমাটিক বিভিন্ন লক্ষণ দেখে এক্স-রে, সিটি স্ক্যান সহ আরও কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড ।
গতকাল নন্দীগ্রামে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে তাঁকে গ্রিন করিডর করে রাতেই নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । সেখানে উডবার্ণ ওয়ার্ডের 12 নম্বর ব্লকে ভরতি করা হয় তাঁকে । তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড । গতকাল রাতেই মুখ্যমন্ত্রীর পায়ের এক্স-রে করা হয় । তারপরে রাতেই বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে এমআরআই করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের । এমাআরআই-এর রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে গোড়ালিতে ও পায়ের পাতার হাড়ে চিড় রয়েছে । শুধু পায়ে নয় । তাঁর ডান কাঁধ, ডান হাত, গলাতেও চোট রয়েছে বলে জানা গিয়েছিল ।
আজ কেমন আছেন মুখ্যমন্ত্রী ? দুপুরে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করে দেখল 6 সদস্যের মেডিক্যাল বোর্ড । সেই 6 সদস্যের মেডিক্যাল বোর্ডে রয়েছেন প্রফেসর মুকুল ভট্টাচার্য । তিনি এই মেডিকেল বোর্ডের চেয়ারম্যান । রয়েছেন প্রফেসর জি কে ঢালি, প্রফেসর ডি কে সরকার, প্রফেসর এস সি মণ্ডল, প্রফেসর বিমানকান্তি রায় ও প্রফেসর শুভাশিস ঘোষ । তারপরে এসএসকেএম-এর তরফে দেওয়া হয় মেডিকেল বুলেটিন ।
আরও পড়ুন : স্থিতিশীল মমতা, আজ ফের সিটি স্ক্যান ও এমআরআই
এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বর্তমান অবস্থা নিয়ে বলেন, "6 সদস্যের মেডিক্যাল বোর্ড আজ দুপুরে পুনরায় মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন । তাঁর বা পায়ে প্লাস্টার রয়েছে হাড়ে চিড়ের জন্য । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । কিন্তু, তাঁর বা পায়ে প্রচণ্ড ব্যাথা আছে এবং তার সঙ্গে ফ্রন্টাল হেডেক । তাঁর সমস্ত ব্লাড পরীক্ষার রিপোর্ট আমাদের কাছে এসে গিয়েছে । তাতে সোডিয়ামের একটু কমতি দেখা যাচ্ছে । বোর্ড আজ দুপুরে দেখে এক্স-রে, সিটি স্ক্যান সহ আরও রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন প্রেসক্রাইব করেছেন । গতকাল যে লাইনে চিকিৎসা চলছিল, আজও সেই লাইনেই চলবে । তার সঙ্গে সোডিয়ামের কমতি সংশোধনের চেষ্টা করা হবে । বিকেলবেলা আবার মেডিক্যাল বোর্ড রিভিউ করবে ।"
মুখ্যমন্ত্রীকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে ? মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, "সেটা এখন বলা মুশকিল । আজ বিকেলে বাকি ইনভেস্টিগেশন হবে । তারপর সময়ে সময়ে যে পরিস্থিতি দাঁড়াবে তা জানিয়ে দেওয়া হবে । পোস্ট ট্রমাটিক যে সিম্পটমস দেখা গেছে তারজন্যই বাকি ইনভেস্টিগেশনগুলো হবে আজ ।"
পাশাপাশি, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর পায়ে কোনও রকম অস্ত্রপচারের প্রয়োজন এখনই নেই বলে জানানো হয়েছে মেডিকেল বুলেটিনে।