ETV Bharat / state

ফের সিটি স্ক্যান হল মমতার - এসএসকেএম হাসপাতাল

এক্স-রে, সিটি স্ক‍্যান সহ আরও কিছু রেডিওলজিক‍্যাল ইনভেস্টিগেশন করতে চলেছে মেডিকেল বোর্ড ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Mar 11, 2021, 6:18 PM IST

Updated : Mar 11, 2021, 8:05 PM IST

কলকাতা, 11 মার্চ : আজ সন্ধেয় ফের একবার তাঁর সিটি স্ক্যান করানো হয় ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে ৷ আজ দুপুরে 6 সদস‍্যের মেডিকেল বোর্ড মুখ‍্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর এমনটাই জানাল এসএসকেএম কর্তৃপক্ষ । তবে, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে এখনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং মাথার সামনের অংশেও যন্ত্রণা রয়েছে বলে জানান এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ‍্যোপাধ‍্যায় । পোস্ট ট্রমাটিক বিভিন্ন লক্ষণ দেখে এক্স-রে, সিটি স্ক‍্যান সহ আরও কিছু রেডিওলজিক‍্যাল ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড ।

গতকাল নন্দীগ্রামে আহত হন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে তাঁকে গ্রিন করিডর করে রাতেই নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । সেখানে উডবার্ণ ওয়ার্ডের 12 নম্বর ব্লকে ভরতি করা হয় তাঁকে । তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড । গতকাল রাতেই মুখ‍্যমন্ত্রীর পায়ের এক্স-রে করা হয় । তারপরে রাতেই বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে এমআরআই করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের । এমাআরআই-এর রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ‍্যমন্ত্রীর বাঁ পায়ে গোড়ালিতে ও পায়ের পাতার হাড়ে চিড় রয়েছে । শুধু পায়ে নয় । তাঁর ডান কা‍ঁধ, ডান হাত, গলাতেও চোট রয়েছে বলে জানা গিয়েছিল ।

আজ কেমন আছেন মুখ‍্যমন্ত্রী ? দুপুরে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করে দেখল 6 সদস্যের মেডিক্যাল বোর্ড । সেই 6 সদস‍্যের মেডিক্যাল বোর্ডে রয়েছেন প্রফেসর মুকুল ভট্টাচার্য । তিনি এই মেডিকেল বোর্ডের চেয়ারম্যান । রয়েছেন প্রফেসর জি কে ঢালি, প্রফেসর ডি কে সরকার, প্রফেসর এস সি মণ্ডল, প্রফেসর বিমানকান্তি রায় ও প্রফেসর শুভাশিস ঘোষ । তারপরে এসএসকেএম-এর তরফে দেওয়া হয় মেডিকেল বুলেটিন ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

আরও পড়ুন : স্থিতিশীল মমতা, আজ ফের সিটি স্ক্যান ও এমআরআই

এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ‍্যোপাধ‍্যায় মুখ‍্যমন্ত্রীর বর্তমান অবস্থা নিয়ে বলেন, "6 সদস্যের মেডিক্যাল বোর্ড আজ দুপুরে পুনরায় মাননীয়া মুখ‍্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন । তাঁর বা পায়ে প্লাস্টার রয়েছে হাড়ে চিড়ের জন্য । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । কিন্তু, তাঁর বা পায়ে প্রচণ্ড ব‍্যাথা আছে এবং তার সঙ্গে ফ্রন্টাল হেডেক । তাঁর সমস্ত ব্লাড পরীক্ষার রিপোর্ট আমাদের কাছে এসে গিয়েছে । তাতে সোডিয়ামের একটু কমতি দেখা যাচ্ছে । বোর্ড আজ দুপুরে দেখে এক্স-রে, সিটি স্ক‍্যান সহ আরও রেডিওলজিক‍্যাল ইনভেস্টিগেশন প্রেসক্রাইব করেছেন । গতকাল যে লাইনে চিকিৎসা চলছিল, আজও সেই লাইনেই চলবে । তার সঙ্গে সোডিয়ামের কমতি সংশোধনের চেষ্টা করা হবে । বিকেলবেলা আবার মেডিক্যাল বোর্ড রিভিউ করবে ।"

মুখ্যমন্ত্রীকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে ? মণিময় বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "সেটা এখন বলা মুশকিল । আজ বিকেলে বাকি ইনভেস্টিগেশন হবে । তারপর সময়ে সময়ে যে পরিস্থিতি দাঁড়াবে তা জানিয়ে দেওয়া হবে । পোস্ট ট্রমাটিক যে সিম্পটমস দেখা গেছে তারজন্যই বাকি ইনভেস্টিগেশনগুলো হবে আজ ।"

পাশাপাশি, এখনও পর্যন্ত মুখ‍্যমন্ত্রীর পায়ে কোনও রকম অস্ত্রপচারের প্রয়োজন এখনই নেই বলে জানানো হয়েছে মেডিকেল বুলেটিনে।

কলকাতা, 11 মার্চ : আজ সন্ধেয় ফের একবার তাঁর সিটি স্ক্যান করানো হয় ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে ৷ আজ দুপুরে 6 সদস‍্যের মেডিকেল বোর্ড মুখ‍্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর এমনটাই জানাল এসএসকেএম কর্তৃপক্ষ । তবে, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে এখনও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং মাথার সামনের অংশেও যন্ত্রণা রয়েছে বলে জানান এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ‍্যোপাধ‍্যায় । পোস্ট ট্রমাটিক বিভিন্ন লক্ষণ দেখে এক্স-রে, সিটি স্ক‍্যান সহ আরও কিছু রেডিওলজিক‍্যাল ইনভেস্টিগেশন করার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড ।

গতকাল নন্দীগ্রামে আহত হন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে তাঁকে গ্রিন করিডর করে রাতেই নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । সেখানে উডবার্ণ ওয়ার্ডের 12 নম্বর ব্লকে ভরতি করা হয় তাঁকে । তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড । গতকাল রাতেই মুখ‍্যমন্ত্রীর পায়ের এক্স-রে করা হয় । তারপরে রাতেই বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে এমআরআই করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের । এমাআরআই-এর রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ‍্যমন্ত্রীর বাঁ পায়ে গোড়ালিতে ও পায়ের পাতার হাড়ে চিড় রয়েছে । শুধু পায়ে নয় । তাঁর ডান কা‍ঁধ, ডান হাত, গলাতেও চোট রয়েছে বলে জানা গিয়েছিল ।

আজ কেমন আছেন মুখ‍্যমন্ত্রী ? দুপুরে পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করে দেখল 6 সদস্যের মেডিক্যাল বোর্ড । সেই 6 সদস‍্যের মেডিক্যাল বোর্ডে রয়েছেন প্রফেসর মুকুল ভট্টাচার্য । তিনি এই মেডিকেল বোর্ডের চেয়ারম্যান । রয়েছেন প্রফেসর জি কে ঢালি, প্রফেসর ডি কে সরকার, প্রফেসর এস সি মণ্ডল, প্রফেসর বিমানকান্তি রায় ও প্রফেসর শুভাশিস ঘোষ । তারপরে এসএসকেএম-এর তরফে দেওয়া হয় মেডিকেল বুলেটিন ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

আরও পড়ুন : স্থিতিশীল মমতা, আজ ফের সিটি স্ক্যান ও এমআরআই

এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ‍্যোপাধ‍্যায় মুখ‍্যমন্ত্রীর বর্তমান অবস্থা নিয়ে বলেন, "6 সদস্যের মেডিক্যাল বোর্ড আজ দুপুরে পুনরায় মাননীয়া মুখ‍্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন । তাঁর বা পায়ে প্লাস্টার রয়েছে হাড়ে চিড়ের জন্য । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । কিন্তু, তাঁর বা পায়ে প্রচণ্ড ব‍্যাথা আছে এবং তার সঙ্গে ফ্রন্টাল হেডেক । তাঁর সমস্ত ব্লাড পরীক্ষার রিপোর্ট আমাদের কাছে এসে গিয়েছে । তাতে সোডিয়ামের একটু কমতি দেখা যাচ্ছে । বোর্ড আজ দুপুরে দেখে এক্স-রে, সিটি স্ক‍্যান সহ আরও রেডিওলজিক‍্যাল ইনভেস্টিগেশন প্রেসক্রাইব করেছেন । গতকাল যে লাইনে চিকিৎসা চলছিল, আজও সেই লাইনেই চলবে । তার সঙ্গে সোডিয়ামের কমতি সংশোধনের চেষ্টা করা হবে । বিকেলবেলা আবার মেডিক্যাল বোর্ড রিভিউ করবে ।"

মুখ্যমন্ত্রীকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে ? মণিময় বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "সেটা এখন বলা মুশকিল । আজ বিকেলে বাকি ইনভেস্টিগেশন হবে । তারপর সময়ে সময়ে যে পরিস্থিতি দাঁড়াবে তা জানিয়ে দেওয়া হবে । পোস্ট ট্রমাটিক যে সিম্পটমস দেখা গেছে তারজন্যই বাকি ইনভেস্টিগেশনগুলো হবে আজ ।"

পাশাপাশি, এখনও পর্যন্ত মুখ‍্যমন্ত্রীর পায়ে কোনও রকম অস্ত্রপচারের প্রয়োজন এখনই নেই বলে জানানো হয়েছে মেডিকেল বুলেটিনে।

Last Updated : Mar 11, 2021, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.