তমলুক থেকে লড়বেন সিপিএম প্রার্থী গৌতম পণ্ডা ।
নারায়ণগড় থেকে লড়বেন সিপিএম প্রার্থী তাপস সিনহা ।
ডেবরা থেকে লড়বেন সিপিএম প্রার্থী রামকৃষ্ণ মণ্ডল ।
তালড্যাংরা থেকে লড়বেন সিপিআই প্রার্থী মনোরঞ্জন
ছাতনা থেকে লড়বেন ফাল্গুনী মুখোপাধ্যায় ।ট
মানবাজার থেকে লড়বেন জামিনীকান্ত মান্ডি ।
পারা থেকে লড়বেন সিপিএম প্রার্থী স্বপন বাউরি ।
সাগর থেকে লড়বেন সিপিএম প্রার্থী শেখ মুকুলেশ্বর রহমান ।
খেজুরি থেকে লড়বেন হিমাংশু দাস ।
রামনগর থেকে লড়বেন সব্যসাচী জানা ।
জয়পুরে থেকে লড়বেন ধীরেন মাহাত ।
নয়াগ্রাম থেকে লড়বেন হরিপদ সেন সিপিএম প্রার্থী
গোপিবল্লভপুর থেকে লড়বেন সিপিএম প্রার্থী প্রশান্ত দাস
চন্দ্রকোণা থেকে লড়বেন আইএসএফ প্রার্থী ।
বাঁকুড়া থেকে লড়বে কংগ্রেসের প্রার্থী ।
সোনামুখী থেকে লড়বেন অজিত রাই ।
ওন্দা থেকে লড়বেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী তারাপদ চক্রবর্তী ।
খড়্গপুর থেকে শেখ সাদ্দাম আলি ।
কেশপুর থেকে লড়বেন রামেশ্বর দলুই ।
বিষ্ণুপুর ও কোতুলপুর থেকে লড়বেন কংগ্রেস প্রার্থী ।