কলকাতা,11 ফেব্রুয়ারি: ফের শাসক দলের কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ গতকাল মানচিত্র প্রস্তূতকারক সংস্থা 'ন্যাশানাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজ়েশন'-এর অনুষ্ঠানে গিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল ৷
রাজ্যে গণতান্ত্রিক পরিবেশের অভাব রয়েছে, অভিযোগ করেন জগদীপ ধনকড় ৷ ভয় ও গণতন্ত্রের সহাবস্থান হতে পারে না, কটাক্ষ রাজ্যপালের ৷ তাঁর মতে, রাজ্যে এমনই ভয়ের পরিস্থিতি যে লোকে কোনও বিষয়ে মুখ খুলতে ভয় পায় ৷
আরও পড়ুন:কেউ চাইলে তবে আইন হবে! কৃষক-শ্রমিকদের ভালোর জন্য প্রশ্ন তুললেন মোদি
বিধানসভা ভোটের মুখে রাজ্যপালের এমন মন্তব্যকে স্বভাবতই ভালো চোখে দেখেনি তৃণমূল ৷ তবে, এখনও তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷