কলকাতা, 12 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে 12 টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএমএল লিবারেশন। প্রথম থেকেই বামেদের সঙ্গে বিরোধ থাকায় বিধানসভায় আসন সমঝোতা নিয়ে বামফ্রন্টের সঙ্গে আলোচনা করেনি সিপিআইএমএল । যদিও আসন্ন বিধানসভা নির্বাচনে তারা বামপন্থী প্রার্থীদের সমর্থন করছে বলে জানিয়েছেন লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল ।
বিজেপি বিরোধী আন্দোলনকে আরও ত্বরান্বিত করার জন্য তারা সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর এবং জামুড়িয়ার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকে সমর্থন করবে বলে জানিয়েছে । সিপিআইএমএলের সিংহভাগ প্রার্থী তফসিলি, উপজাতি সম্প্রদায়ের । গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের জেতা আসনগুলির মধ্যে বর্ধমানের জামালপুর বাদে সর্বত্রই বামফ্রন্টের সমর্থক হিসেবে কাজ করবে সিপিআইএমএল ৷
আরও পড়ুন : ঘাসফুলে টিকিট না পেয়ে পদ্মশিবিরে একঝাঁক নেতা
কার্তিক পাল বলেন, "সিপিআইএমের সঙ্গে এখনও আমাদের নীতিগত কিছু পার্থক্য আছে । ভবিষ্যতেও থাকবে । কেবলমাত্র বিজেপিকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের কিছু সিদ্ধান্ত বদল করেছি । নাগরিকত্ব ইস্যুতে গাইঘাটায় কপিলকৃষ্ণ ঠাকুর বিশেষ কিছু কাজ করছেন । এখনও আন্দোলনের প্রধান মুখ তিনি । তাই তাঁকে আমরা সমর্থন করছি । জামুরিয়ার সিপিআইএম প্রার্থী ঐশীও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে যে ভাবে আন্দোলন করেছেন তা আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । ওকেও আমরা সমর্থন করছি ।"