কলকাতা, 17 মার্চ : কলকাতার রাজপথে হুইল চেয়ারে অভিনব প্রতিবাদ বিজেপির । আজ রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত হুইল চেয়ারে প্রতিবাদ মিছিল করতে দেখা যায় বিজেপি নেতাদের ।
গত এক সপ্তাহে হুইল চেয়ার যেন বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে গেছে । নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগে এবং তারপর হাসপাতাল থেকে তাঁকে হুইল চেয়ারে বেরিয়ে আসতে দেখা যায় । এরপর একের পর এক মিছিল, জনসভা থেকে শুরু করে ভোটের প্রচারের যাবতীয় কাজ । তৃণমূল সুপ্রিমোকে দেখা গেছে হুইল চেয়ারে । আর এই হুইল চেয়ার নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিজেপি । তাদের মতে, রাজ্যের মানুষের সহানুভূতি আদায় চেষ্টা করছে তৃণমূল নেত্রী । আর এর প্রতিবাদে আজ রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত অভিনব প্রতিবাদ মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি । কলকাতার রাজপথে বিজেপির নেতা নেত্রীদের দেখা যায়, হুইল চেয়ারে মিছিল করতে । তাঁদের হাতে দেখা যায় মৃত বিজেপি কর্মীদের ছবি । দক্ষিণ কলকাতার জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদারের নেতৃত্বে এই মিছিল হয় ।
আরও পড়ুন : মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু
মিছিলে অংশ নিয়ে শঙ্কর সিকদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে বসে রাজ্যের মানুষের কাছ থেকে সহানুভূতি আদায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন । গত তিন বছরে বিজেপির প্রায় 140 জন কার্যকর্তাকে তৃণমূল খুন করেছে । এই সমস্ত কার্যকর্তাদের প্রতি কোনও সহানুভূতি নেই মুখ্যমন্ত্রীর । মুখ্যমন্ত্রী হুইল চেয়ারে বসে নাটক করছেন বলেও দাবি করেন তিনি । আর তারই প্রতিবাদে আজ এই পাল্টা মিছিলের করা বলে জানান তিনি ।