কলকাতা, 1 মার্চ : বিধানসভা নির্বাচনে পুলিশকে কাজে লাগাবে তৃণমূল । পুলিশের বেশিরভাগ ভোট যাতে তারা পায়, তার জন্য এবার আইপিএস আধিকারিকদের কাজে লাগাচ্ছে শাসকদল । এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নগরপাল সৌমেন মিত্রের সঙ্গে দেখা করল বিজেপির প্রতিনিধিদল । পাশাপাশি, এই মর্মে তাঁকে একটি চিঠিও দিয়েছে বিজেপি । তবে এই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি কোনও মন্তব্য করতে চাননি ।
সম্প্রতি নির্বাচন কমিশনে একটি প্রতিনিধিদল গিয়ে অভিযোগ জানান, রাজ্যের একাংশ পুলিশকর্তা শাসকদলের অঙ্গুলিহেলনে কাজ করছে । তাঁরা সুস্থ এবং অবাধ নির্বাচনে বাধা হয়ে উঠতে পারেন । ফলে তাঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নেয় । যদিও এই ঘটনায় রাজ্য পুলিশের একাংশের দাবি, সম্প্রতি কলকাতা পুলিশের নগরপাল আসার পরই পুলিশ অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার গঠন করা হয় । এই কমিটির মাধ্যমে পুলিশের ভালো কাজ তুলে ধরা হবে বলে ঘোষণা করা হয় ।
আরও পড়ুন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নির্বাচন কমিশনেরই দায়িত্ব, পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
কিন্তু বিজেপির অভিযোগ, যেহেতু এই অ্যাসোসিয়েশনে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বাছাই করা অফিসার রয়েছেন, তাঁদের এবার কাজে লাগাচ্ছে শাসকদল । আধিকারিকরা নিচুতলার পুলিশকর্মীদের শাসকদলের হয়ে কাজ করার নির্দেশ দেন । এই বিষয়ে সৌমেন মিত্রকে একটি চিঠি দিয়েছে বিজেপি ।