কলকাতা, 1 মার্চ : বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিশেষ বৈঠক । আজ সারাদিন ধরে কলকাতার বাইপাসের ধারে একটি নামী পাঁচতারা হোটেলে এই বৈঠক চলবে । বিজেপির 9 টি সাংগঠনিক জেলার 80 টির বেশী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে আজ । বৈঠকে ডাকা হয়েছে একাধিক জেলা সভাপতিকে । বৈঠকে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, শিব প্রকাশ, অরবিন্দ মেনন-সহ অন্যান্য নেতারা ।
অমিত শাহর বিশেষ দূত হিসেবে রয়েছেন, দলের কেন্দ্রীয় নেতা ভুপেন্দ্র যাদব । এছাড়া রয়েছেন ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, বাঁকুড়া, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর ও পুরুলিয়া জেলার সভাপতিরা । পাশাপাশি জ়োনের পর্যবেক্ষক ও জেলার পর্যবেক্ষকরাও থাকছেন বৈঠকে । সূত্রের খবর, এই বৈঠকে প্রথম দু’দফার প্রার্থীদের নাম স্থির করা হবে ।
আরও পড়ুন : আজ মমতা-তেজস্বী বৈঠক, থাকতে পারেন পিকেও
বিজেপি সূত্রে খবর, একটি বিধানসভা কেন্দ্র পিছু 4 জনের নামের তালিকা চূড়ান্ত করা হচ্ছে । দিল্লিতে বৈঠকে এরপর 4 জনের নামের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1 জনের নাম চূড়ান্ত করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । বিজেপির সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলছেন, "এটা আমাদের রুটিং বৈঠক । এই বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে অবশ্যই কিছু আলোচনা হবে।"