খড়দায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীলভদ্র দত্ত ৷
নীলবাড়ি দখলে বিজেপির বাজি মুকুল ? মমতাগড়ে রুদ্র - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
17:03 March 18
গতকাল গভীর রাত পর্যন্ত নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বাকি আসনের নামের তালিকায় সিলমোহর বসেছে । সেই 167 টি আসনের প্রার্থীতালিকা আজ প্রকাশ হচ্ছে দিল্লি থেকে ৷ তৃতীয় ও চতুর্থ দফার মতোই বাকি দফাগুলিতেও প্রার্থী তালিকায় থাকছে চমক । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবারের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না । বিজেপি সূত্রের খবর, 294 টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রচারের মুখ হিসাবে দিলীপ ঘোষকে ব্যবহার করতে চাইছেন মোদি-শাহরা ৷
17:01 March 18
বিমলশংকর নন্দ লড়বেন দমদম থেকে ৷
হেমতাবাদ থেকে চাদিমা রায় ৷
পাণ্ডবেশ্বর থেকে লড়বেন জিতেন্দ্র তেওয়ারি ৷
আসানসোল দক্ষিণ থেকে লড়বেন অগ্নিমিত্রা পাল ৷
কেতুগ্রাম থেকে লড়বেন মথুরা ঘোষ
অংরেজবাজার থেকে শ্রীরূপা মিত্র ৷
বিধাননগর থেকে লড়বেন সব্যসাচী দত্ত ৷
কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷
চৌরঙ্গি থেকে শিখা মিত্র ৷
মানিকতলা থেকে লড়বেন কল্যাণ চৌবে ৷
16:56 March 18
মাটিগাড়া নকশালবাড়ি থেকে লড়বেন আনন্দময় বর্মন ৷
ব্যারাকপুর থেকে চন্দ্রমণি শুক্ল ৷
ভাটপাড়া থেকে পবন সিং ৷
কালনা থেকে বিশ্বজিৎ কুণ্ডু ৷
শান্তিপুরে জগন্নাথ সরকার ৷
ভবানীপুর থেকে লড়বেন রুদ্রনীল ঘোষ ৷
হাবড়া থেকে লড়বেন রাহুল সিনহা ৷
শুভ্রাংশু রায় লড়বেন বীজপুর থেকে ৷
16:53 March 18
ধুপগুড়ি থেকে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় ৷
শিলিগুড়ি থেকে লড়বেন শঙ্কর ঘোষ ৷
পানিহাটি থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় ৷
রাজারহাট-গোপালপুর থেকে লড়বেন শমীক ভট্টাচার্য ৷
শান্তিপুর থেকে লড়বেন জগন্নাথ সরকার ৷
বরানগর থেকে লড়বেন পার্নো মিত্র ৷
কৃষ্ণনগর উত্তর থেকে লড়বেন মুকুল রায় ৷
16:48 March 18
বিজেপির হয়ে বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুল রায় ৷ ভোটে লড়বেন রাহুল সিনহাও ৷
14:22 March 18
বিজেপিতে যোগ দিলেন রামায়ণে রামের চরিত্রে অভিনয় করা বিশিষ্ট অভিনেতা অরুণ গোভিল ৷ আজ নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে পদ্মশিবিরে যোগ দিলেন তিনি ৷
17:03 March 18
গতকাল গভীর রাত পর্যন্ত নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বাকি আসনের নামের তালিকায় সিলমোহর বসেছে । সেই 167 টি আসনের প্রার্থীতালিকা আজ প্রকাশ হচ্ছে দিল্লি থেকে ৷ তৃতীয় ও চতুর্থ দফার মতোই বাকি দফাগুলিতেও প্রার্থী তালিকায় থাকছে চমক । বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবারের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না । বিজেপি সূত্রের খবর, 294 টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রচারের মুখ হিসাবে দিলীপ ঘোষকে ব্যবহার করতে চাইছেন মোদি-শাহরা ৷
খড়দায় বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীলভদ্র দত্ত ৷
17:01 March 18
বিমলশংকর নন্দ লড়বেন দমদম থেকে ৷
হেমতাবাদ থেকে চাদিমা রায় ৷
পাণ্ডবেশ্বর থেকে লড়বেন জিতেন্দ্র তেওয়ারি ৷
আসানসোল দক্ষিণ থেকে লড়বেন অগ্নিমিত্রা পাল ৷
কেতুগ্রাম থেকে লড়বেন মথুরা ঘোষ
অংরেজবাজার থেকে শ্রীরূপা মিত্র ৷
বিধাননগর থেকে লড়বেন সব্যসাচী দত্ত ৷
কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজু বন্দ্যোপাধ্যায় ৷
চৌরঙ্গি থেকে শিখা মিত্র ৷
মানিকতলা থেকে লড়বেন কল্যাণ চৌবে ৷
16:56 March 18
মাটিগাড়া নকশালবাড়ি থেকে লড়বেন আনন্দময় বর্মন ৷
ব্যারাকপুর থেকে চন্দ্রমণি শুক্ল ৷
ভাটপাড়া থেকে পবন সিং ৷
কালনা থেকে বিশ্বজিৎ কুণ্ডু ৷
শান্তিপুরে জগন্নাথ সরকার ৷
ভবানীপুর থেকে লড়বেন রুদ্রনীল ঘোষ ৷
হাবড়া থেকে লড়বেন রাহুল সিনহা ৷
শুভ্রাংশু রায় লড়বেন বীজপুর থেকে ৷
16:53 March 18
ধুপগুড়ি থেকে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় ৷
শিলিগুড়ি থেকে লড়বেন শঙ্কর ঘোষ ৷
পানিহাটি থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় ৷
রাজারহাট-গোপালপুর থেকে লড়বেন শমীক ভট্টাচার্য ৷
শান্তিপুর থেকে লড়বেন জগন্নাথ সরকার ৷
বরানগর থেকে লড়বেন পার্নো মিত্র ৷
কৃষ্ণনগর উত্তর থেকে লড়বেন মুকুল রায় ৷
16:48 March 18
বিজেপির হয়ে বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন মুকুল রায় ৷ ভোটে লড়বেন রাহুল সিনহাও ৷
14:22 March 18
বিজেপিতে যোগ দিলেন রামায়ণে রামের চরিত্রে অভিনয় করা বিশিষ্ট অভিনেতা অরুণ গোভিল ৷ আজ নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে পদ্মশিবিরে যোগ দিলেন তিনি ৷