কলকাতা, 23 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হলে একাই লড়বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । আজ ধর্মতলার এক সমাবেশ থেকে এ কথা স্পষ্ট জানান আব্বাস সিদ্দিকী । গতকাল থেকেই জোট নিয়ে একটা টানাটানি চলছিল বাম কংগ্রেসের সঙ্গে । বিশেষ করে কয়েকটি আসন দর কষাকষি চলছিল । এদিন আব্বাস সিদ্দিকী স্পষ্ট করে দিলেন তাঁদের পক্ষে অনন্তকাল আর অপেক্ষা করা সম্ভব নয় । কাজেই তারা 28 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন । প্রয়োজনে একলা লড়তেও তৈরি তাঁর দল ।
জোট নিয়ে আলোচনায় সুর যে কাটছে গতকালই আভাস দিয়েছিল ইটিভি ভারত । কংগ্রেসের প্রবীণ নেতা আব্দুল মান্নান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন এই জোট নিয়ে প্রদেশ নেতৃত্বের আন্তরিকতার অভাব রয়েছে । কারণ সকলকে নিয়ে চলার জন্য যে মনোবৃত্তির প্রয়োজন হয় তা প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দেখাতে চাইছে না ।
আব্দুল মান্নানের এই বক্তব্যের পর পরিস্থিতি কোনদিকে গড়াতে চলেছে বুঝতে ভুল করেননি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকী । তাই ধর্মতলায় দলীয় সমাবেশ মঞ্চ থেকে এদিন তিনি বাম-কংগ্রেসকে জানিয়ে রাখলেন প্রয়োজনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একলা লড়াই করতে প্রস্তুত তাঁর দল ।
আরও পড়ুন : 25 ফেব্রুয়ারি রাজ্যে ওয়েইসি, বাম-কংগ্রেসের সঙ্গে আলোচনার সম্ভাবনা
বাম কংগ্রেসের কাছে জোট আলোচনায় প্রথমে 77 টি আসন দাবি করেছিল আব্বাস সিদ্দিকীর দল । তবে পরে আলোচনার ভিত্তিতে তিনি 40 টি আসনে জোট সমঝোতায় রাজি ছিলেন । কিন্তু সমস্যা হল বাম এবং কংগ্রেস এই দলটিকে 22 টির বেশি আসন দিতে রাজি নয় । যে এলাকা থেকে আব্বাস সিদ্দিকীর উত্থান সেই ভাঙ্গড় আসনটি চেয়ে ছিলেন আব্বাস । আর তাতেও বেঁকে বসেন বাম কংগ্রেস নেতারা । এই অবস্থায় মঙ্গলবার সকালে আব্বাস সিদ্দিকী জানিয়ে দেন ভাঙ্গড় থেকে তার দলই প্রতিদ্বন্দিতা করবে । পরে সমাবেশ মঞ্চে থেকে তিনি বলেন প্রয়োজনে একলা লড়তে প্রস্তুত তাঁরা ।
আব্বাস সিদ্দিকীর সঙ্গে বাম ও কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে সুর কাটায় কিছুটা হলেও খুশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । বাম এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে এই সংখ্যালঘু দলটি তৃণমূলের ভোট ব্যাংকে যেভাবে থাবা বসাতে পারত, বাস্তবে তা না হলে সুবিধা পাবে রাজ্যের শাসক দল । এখন দেখান বাম কংগ্রেস নেতৃত্ব আদেও কি তৃণমূলকে সেই সুযোগ করে দেয় কিনা ।