ETV Bharat / state

WB 12-14 Years Vaccination : রাজ্যে 12-14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ 21 মার্চ - 16 মার্চ জাতীয় টিকাকরণ দিবসে

16 মার্চ জাতীয় টিকাকরণ দিবসে সারা দেশে 12-14 বছর বয়সিদের কোভিড-19 ভ্য়াকসিন দেওয়া শুরু হয়েছে ৷ কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়নি (WB 12-14 Years Vaccination) ৷

12-14 years age group covid vaccination in West Bengal
পশ্চিমবঙ্গে 12-14 বছরের কোভিড টিকাকরণ 21 মার্চ
author img

By

Published : Mar 18, 2022, 8:54 AM IST

Updated : Mar 18, 2022, 9:26 PM IST

কলকাতা, 17 মার্চ : 21 মার্চ থেকে রাজ্যে শুরু হতে চলছে 12-14 বছর বয়সিদের কোভিড 19 টিকাকরণ ৷ দেশজুড়ে 16 মার্চ থেকে এই বয়সসীমায় চলছে ভ্যাকসিনেশন ৷ যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ ৷ টিকাকরণের জন্য সবরকম ব্যবস্থা তৈরি থাকলেও নির্ধারিত দিনে ভ্যাকসিনেশন শুরু হয়নি ৷ এই বিষয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন স্বাস্থ্য আধিকারিকরা ৷ তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আসতে দেরি হওয়ায় 12-14 বছর বয়সিদের টিকাকরণও পিছিয়ে গিয়েছে ৷

রাজ্য স্বাস্থ্য দফতর নোটিশে জানিয়েছে, "21 মার্চ থেকে রাজ্যে 12-14 বছর বয়সিদের টিকারকরণ শুরু হবে ৷ তাদের সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে শুধুমাত্র কর্বেভ্য়াক্স ভ্যাকসিন দেওয়া হবে ৷ 28 দিনের ব্যবধানে দু'টি ডোজ় পাবে গ্রাহকেরা ৷" তবে টিকাকরণের দায়িত্বে থাকা ব্যক্তিরা যেন টিকা দেওয়ার আগে বয়সের বিষয়টি নিশ্চিত করে নেন, নির্দেশ স্বাস্থ্য দফতরের ৷ নিরাপত্তাবিধি মেনে স্কুলগুলিতেও কোভিড ভ্য়াকসিনেশন সেন্টার (COVID Vaccination Centres, CVCs) খোলা হবে ৷ পাশাপাশি ষাটোর্ধ্ব ব্যক্তিদের সতর্কতামূলক ডোজ় দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ ভ্যাকসিন গ্রাহকেরা অনলাইনে স্লট বুক করতে পারে ৷ পাশাপাশি টিকাকরণ কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশনের সুবিধা পাবে (West Bengal 12-14 years age Covid Vaccination to start from 21 March) ৷

আরও পড়ুন : Corbevax in Kolkata : কলকাতায় হল না 12-14 বছর বয়সিদের টিকাকরণ

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড-19 সংক্রামিত হয়েছেন 94 জন ৷ এ নিয়ে রাজ্যে 20 লক্ষ 16 হাজার 675 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ একজন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷ মোট 21 হাজার 192 জন করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন ৷ 132 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ 19 লক্ষ 94 হাজার 314 জন করোনা সংক্রামিত সেরে উঠেছেন রাজ্যে ৷ অ্যাক্টিভ কেস (active cases) বা সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 169 ৷

কলকাতা, 17 মার্চ : 21 মার্চ থেকে রাজ্যে শুরু হতে চলছে 12-14 বছর বয়সিদের কোভিড 19 টিকাকরণ ৷ দেশজুড়ে 16 মার্চ থেকে এই বয়সসীমায় চলছে ভ্যাকসিনেশন ৷ যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ ৷ টিকাকরণের জন্য সবরকম ব্যবস্থা তৈরি থাকলেও নির্ধারিত দিনে ভ্যাকসিনেশন শুরু হয়নি ৷ এই বিষয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন স্বাস্থ্য আধিকারিকরা ৷ তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আসতে দেরি হওয়ায় 12-14 বছর বয়সিদের টিকাকরণও পিছিয়ে গিয়েছে ৷

রাজ্য স্বাস্থ্য দফতর নোটিশে জানিয়েছে, "21 মার্চ থেকে রাজ্যে 12-14 বছর বয়সিদের টিকারকরণ শুরু হবে ৷ তাদের সরকারি টিকাকরণ কেন্দ্র থেকে শুধুমাত্র কর্বেভ্য়াক্স ভ্যাকসিন দেওয়া হবে ৷ 28 দিনের ব্যবধানে দু'টি ডোজ় পাবে গ্রাহকেরা ৷" তবে টিকাকরণের দায়িত্বে থাকা ব্যক্তিরা যেন টিকা দেওয়ার আগে বয়সের বিষয়টি নিশ্চিত করে নেন, নির্দেশ স্বাস্থ্য দফতরের ৷ নিরাপত্তাবিধি মেনে স্কুলগুলিতেও কোভিড ভ্য়াকসিনেশন সেন্টার (COVID Vaccination Centres, CVCs) খোলা হবে ৷ পাশাপাশি ষাটোর্ধ্ব ব্যক্তিদের সতর্কতামূলক ডোজ় দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷ ভ্যাকসিন গ্রাহকেরা অনলাইনে স্লট বুক করতে পারে ৷ পাশাপাশি টিকাকরণ কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশনের সুবিধা পাবে (West Bengal 12-14 years age Covid Vaccination to start from 21 March) ৷

আরও পড়ুন : Corbevax in Kolkata : কলকাতায় হল না 12-14 বছর বয়সিদের টিকাকরণ

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে নতুন করে কোভিড-19 সংক্রামিত হয়েছেন 94 জন ৷ এ নিয়ে রাজ্যে 20 লক্ষ 16 হাজার 675 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ একজন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷ মোট 21 হাজার 192 জন করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন ৷ 132 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ 19 লক্ষ 94 হাজার 314 জন করোনা সংক্রামিত সেরে উঠেছেন রাজ্যে ৷ অ্যাক্টিভ কেস (active cases) বা সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 169 ৷

Last Updated : Mar 18, 2022, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.