ETV Bharat / state

Gariahat Murder : কাকুলিয়ার বাড়ি ছাড়াও সুবীর চাকির অন্যান্য সম্পত্তির দিকেও নজর ছিল আততায়ীদের - সুবীর চাকি

ঘটনার দিন সন্ধে 6টা 17 মিনিট পর্যন্ত কর্পোরেট কর্তা সুবীর চাকির হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ ছিল। তার কিছুক্ষণ পরই মোবাইল ফোনটি সুইচড অফ হয়ে যায়। এর থেকেই তদন্তকারীদের অনুমান, সন্ধে সাড়ে ছ'টার মধ্যে খুনের ঘটনা ঘটেছে।

Gariahat Murder
কাকুলিয়ার বাড়ি ছাড়াও সুবীর চাকির অন্যান্য সম্পত্তির দিকেও নজর ছিল আততায়ীদের
author img

By

Published : Oct 20, 2021, 5:13 PM IST

কলকাতা, 20 অক্টোবর : গড়িয়াহাটে জোড়া খুন রহস্যের কিনারা এখনও হয়নি ৷ তবে কাকুলিয়ার বাড়ি ছাড়াও সুবীর চাকির যে আরও একাধিক জায়গায় সম্পত্তি ছিল, সেগুলির উপর নজর পড়েছিল আততায়ীদের ৷ তদন্তে নেমে আপাতত গোয়েন্দাদের প্রাথমিক অনুমান এমনই ৷ আততায়ীরা সুবীর চাকিকে হঠাৎ করে হত্যার পরিকল্পনা করেনি। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত খুন বলেই মনে করছেন গোয়েন্দারা ৷ লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদের কথায়, দেহে এমন এমন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে স্পষ্ট আততায়ীরা রীতিমতো প্ল্যানিং করেই সুবীর চাকিকে খুন করেছে ৷

17 অক্টোবর রবিবার মধ্যরাতে 78 নম্বর কাকুলিয়া রোডের যে বাড়িতে সুবীরবাবু ও তাঁর গাড়ি চালকের দেহ উদ্ধার হয়েছিল, সেই এলাকাটি ঘিঞ্জি বলা না-গেলেও, রীতিমতো জনবহুল ৷ তাই একটি বাড়িতে দু'জন ব্যক্তিকে হত্যা করা এবং তারপর ঠান্ডা মাথায় আততায়ীরা বাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে যায় ৷ এতেই ঘটকা লাগছে গোয়েন্দাদের ৷ আততায়ীরা সুবীর চাকি ও তাঁর গাড়ি চালককে খুব ভাল করে জানত বলেও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷

গড়িয়াহাটে জোড়া হত্যাকাণ্ডে সন্ধে পর্যন্ত চালু ছিল কর্পোরেট কর্তার হোয়াটসঅ্যাপ ৷ আততায়ীরা ক'জন ছিল, তা জানতে থ্রি-ডি মডেলিং প্রযুক্তির সাহায্য নিচ্ছেন গোয়েন্দারা ৷ খুনের আগে ধস্তাধস্তির প্রমাণ মিলেছে ৷ তবে খুনের মোটিভ কী ছিল ৷ তার উত্তর খুঁজছেন গোয়েন্দারা। পাশাপাশি নিহত কর্পোরেট কর্তার বাড়ির আশপাশের এলাকায় লাগানো, বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আরও পড়ুন : কাকুলিয়ায় জোড়া খুনে একাধিক ব্যক্তি জড়িত, জানাচ্ছে লালবাজারের থ্রিডি মডেলিং

খুনিরা কি নিহত কর্পোরেট কর্তার পরিচিত ছিলেন ? বাড়ি বিক্রি জনিত অর্থের কারণেই কি হত্যা ? বিপুল অর্থ, দামি গাড়ির সম্ভার, একাধিক ফ্ল্যাট, হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী এবং নামী সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের এহেন মর্মান্তিক পরিণতি কেন ? কর্পোরেট কর্তার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার নিউটাউনের অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে বেরনোর সময় সুবীর চাকি জানিয়েছিলেন, বাড়ি বিক্রির কথা ইতিবাচক দিকে এগোচ্ছে ৷ সেই জন্যই যাচ্ছেন। কাঁকুলিয়ার বাড়িতে পৌঁছনোর পর, বিকেল সাড়ে পাঁচটার পর মাকে ফোন করেন তিনি। বাড়ি সারানোর জন্য মিস্ত্রিদের বিষয়ে জানতে চান। সেই সঙ্গে সন্ধে সাড়ে সাতটার পর বাড়ি ফিরবেন বলেও জানান।

কলকাতা, 20 অক্টোবর : গড়িয়াহাটে জোড়া খুন রহস্যের কিনারা এখনও হয়নি ৷ তবে কাকুলিয়ার বাড়ি ছাড়াও সুবীর চাকির যে আরও একাধিক জায়গায় সম্পত্তি ছিল, সেগুলির উপর নজর পড়েছিল আততায়ীদের ৷ তদন্তে নেমে আপাতত গোয়েন্দাদের প্রাথমিক অনুমান এমনই ৷ আততায়ীরা সুবীর চাকিকে হঠাৎ করে হত্যার পরিকল্পনা করেনি। বরং এটি একটি পূর্ব পরিকল্পিত খুন বলেই মনে করছেন গোয়েন্দারা ৷ লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দাদের কথায়, দেহে এমন এমন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে স্পষ্ট আততায়ীরা রীতিমতো প্ল্যানিং করেই সুবীর চাকিকে খুন করেছে ৷

17 অক্টোবর রবিবার মধ্যরাতে 78 নম্বর কাকুলিয়া রোডের যে বাড়িতে সুবীরবাবু ও তাঁর গাড়ি চালকের দেহ উদ্ধার হয়েছিল, সেই এলাকাটি ঘিঞ্জি বলা না-গেলেও, রীতিমতো জনবহুল ৷ তাই একটি বাড়িতে দু'জন ব্যক্তিকে হত্যা করা এবং তারপর ঠান্ডা মাথায় আততায়ীরা বাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে যায় ৷ এতেই ঘটকা লাগছে গোয়েন্দাদের ৷ আততায়ীরা সুবীর চাকি ও তাঁর গাড়ি চালককে খুব ভাল করে জানত বলেও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷

গড়িয়াহাটে জোড়া হত্যাকাণ্ডে সন্ধে পর্যন্ত চালু ছিল কর্পোরেট কর্তার হোয়াটসঅ্যাপ ৷ আততায়ীরা ক'জন ছিল, তা জানতে থ্রি-ডি মডেলিং প্রযুক্তির সাহায্য নিচ্ছেন গোয়েন্দারা ৷ খুনের আগে ধস্তাধস্তির প্রমাণ মিলেছে ৷ তবে খুনের মোটিভ কী ছিল ৷ তার উত্তর খুঁজছেন গোয়েন্দারা। পাশাপাশি নিহত কর্পোরেট কর্তার বাড়ির আশপাশের এলাকায় লাগানো, বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আরও পড়ুন : কাকুলিয়ায় জোড়া খুনে একাধিক ব্যক্তি জড়িত, জানাচ্ছে লালবাজারের থ্রিডি মডেলিং

খুনিরা কি নিহত কর্পোরেট কর্তার পরিচিত ছিলেন ? বাড়ি বিক্রি জনিত অর্থের কারণেই কি হত্যা ? বিপুল অর্থ, দামি গাড়ির সম্ভার, একাধিক ফ্ল্যাট, হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী এবং নামী সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের এহেন মর্মান্তিক পরিণতি কেন ? কর্পোরেট কর্তার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার নিউটাউনের অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে বেরনোর সময় সুবীর চাকি জানিয়েছিলেন, বাড়ি বিক্রির কথা ইতিবাচক দিকে এগোচ্ছে ৷ সেই জন্যই যাচ্ছেন। কাঁকুলিয়ার বাড়িতে পৌঁছনোর পর, বিকেল সাড়ে পাঁচটার পর মাকে ফোন করেন তিনি। বাড়ি সারানোর জন্য মিস্ত্রিদের বিষয়ে জানতে চান। সেই সঙ্গে সন্ধে সাড়ে সাতটার পর বাড়ি ফিরবেন বলেও জানান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.