কলকাতা, 18 জুন : জল থইথই কলকাতা । আজও রেহাই নেই । লাগাতার বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক এলাকায় । কলকাতা শহর ও শহরতলির এলাকাগুলিতে আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর থেকে আজ ও আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । গতরাতেও শহরের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । সকালের দিকে বৃষ্টির রেশ কিছুটা কমলেও, একাধিক এলাকা এখনও জল জমে রয়েছে । বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, বাবুবাজার, ঢাকুরিয়া সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে বুধবার রাত থেকে ।
এদিকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । পুরুলিয়া বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে । কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে । হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ।
শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে গোটা রাজ্যে । পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে । আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্র উত্তাল থাকবে আগামী কয়েকদিন ।